ষাট সাক্ষীর জবানবন্দীঃ একটি অমূল্য দলিল

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: শুক্র, ০৭/০৮/২০০৯ - ২:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রচ্ছদ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে গণহত্যা ও মানবিক বিপর্যয় সংঘটিত হয়েছিল তার প্রত্যক্ষদর্শী বিভিন্ন দেশের ষাট জন ব্যক্তির অভিজ্ঞতালব্ধ বিবরণ নিয়ে ১৯৭১ সালে “THE TESTIMONY OF SIXTY- on the crisis in Bengal” প্রকাশ করে আন্তর্জাতিক বেসরকারী প্রতিষ্ঠান অক্সফামমাদার তেরেসা, সিনেটর এডওয়ার্ড কেনেডির মতো বিশিষ্ট ব্যক্তিরা ছাড়াও এতে সাক্ষ্য দিয়েছেন ব্রিটেন, ইউরোপ, উত্তর আমেরিকা ও ভারতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক, যাঁর মধ্যে রয়েছেন- মাইকেল ব্রানসন (ITN), ক্লেয়ার হোলিংওয়ার্থ (ডেইলি টেলিগ্রাফ), ক্লোড মস (রেডিও সুইস), ফ্রেডেরিক নোসাল (টরন্টো টেলিগ্রাম), জন পাইলজার (ডেইলি মিরর), নিকোলাস টমালিন (সানডে টাইমস) প্রমুখ। এরা সবাই এ বিপর্যয় সচক্ষে দেখেছেন- এখানে তার ভয়াবহতার কথা বর্ণনা করেছেন বা কেউ বা নিজের তোলা ছবি দিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়কালীন মৌখিক ইতিহাস সংরক্ষণে এ এক অমূল্য দলিল। তাছাড়া বিভিন্ন মহলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা চলছে তা রোধে এবং যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও এ ধরনের প্রকাশনার গুরুত্ব রয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর সম্প্রতি অক্সফামের সাথে এটি পুনর্প্রকাশ করেছে। আন্তর্জালে বহুল প্রচারের স্বার্থে সচল এম এম আর জালালের সৌজন্যে নিচে প্রকাশনাটির একটি ডাউনলোড লিংক [পিডিএফ ফাইল] দেয়া হলো।

[ THE TESTIMONY OF SIXTY ]

পিডিএফ ফাইলে ভালো না আসায় ছবিগুলো আলাদা করে সংযোজন করা হলো-
ছবি-১ছবি-১

ছবি-২ছবি-২
ছবি-৩ছবি-৩

ছবি-৪ছবি-৪
ছবি-৫ছবি-৫ছবি-৬ছবি-৬


মন্তব্য

রিয়াজ উদ্দীন এর ছবি

বোধহয় স্ক্যান করার সময় ব্ল্যাক এন্ড হোয়াইটের পরিবর্তে গ্রেস্কেল ব্যবহার করলে ছবি ভাল আসত।
দরকারি এই প্রকাশনা সম্পর্কে জানানোর জন্য অনেক ধন্যবাদ। ইতিহাসের আলোকে একটা প্রামান্য দলিল হিসাবে গুরুত্বপূর্ণ।

লুৎফুল আরেফীন এর ছবি

অনেক দরকারী এবং অনন্য একটা সম্পাদনা। উল্লেখ করার জন্য আপনাকে সাধুবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সময় নিয়ে দেখতে হবে। প্রিয়তে নিয়ে রাখলাম। ডাউনলোড লিংকটা কি স্থায়ী?

তানভীর এর ছবি

মিডিয়াফায়ারের লিংক কত দিন কাজ করে, জানি না। সচলে পিডিএফ আপলোডাবার উপায় কি? জানালে এখানে দিয়ে দিচ্ছি।

হাসান মোরশেদ এর ছবি

পোষ্টের সম্পাদনায় গিয়ে নীচের দিকে ফাইল সংযুক্তি পাবেন। ব্রাউজ করে আপনার হার্ডডিস্ক থেকে আপলোড করে নিতে পারেন, তাহলে সচল সার্ভারে থাকবে এটি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা এই অমুল্য দলিল শেয়ার করার জন্য।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মণিকা রশিদ এর ছবি

আমরা যারা অস্তিত্বে মুক্তিযুদ্ধ মেখে বড় হয়েছি তাদের কাছে এরকম প্রকাশনার গুরুত্ব অপরিসীম! লেখককে অনেক ধন্যবাদ এরকম একটি প্রয়োজনীয় প্রকাশনার জন্যে।

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তানভীর এর ছবি

আহ পাইছি দেঁতো হাসি পিডিএফ সংযুক্ত করতে গিয়ে পোস্টটাই নিখোঁজ হয়ে গিয়েছিল!!
পোস্টের নিচে পিডিএফ সংযুক্ত করা হলো সচল সার্ভার থেকে। হাসান মোরশেদকে পরামর্শের জন্য ধন্যবাদ।

হিমু এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অমূল্য দলিল...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাবিহ ওমর এর ছবি

আমি ফাইলটাকে এখানেও আপলোড করে দিলাম।
http://www.box.net/shared/eprje94onf
আর শীগগিরই আমার ব্লগে এই পোস্টের ইঙ্গানুবাদ হয়ে যাবে আশা করি। প্রচারেই প্রসার হাসি

ওমরের ব্লগ

অনীক আন্দালিব এর ছবি

চমৎকার একটা দলিল। সংগ্রহে রাখছি। আপনাকে অজস্র ধন্যবাদ তানভীর।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ খোঁজ দেবার জন্য

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

তানভীর বসকে অনেক ধন্যবাদ। সংগ্রহে রাখার মতো দলিল। আমরা ভুলি নাই, ভুলবোও না আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস।

বইখাতা এর ছবি

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

রেজওয়ান এর ছবি

অনেক ধন্যবাদ এটি পোস্ট করার জন্যে। বাংলাদেশ গণহত্যা আর্কাইভে তুলে দেয়ার জন্যে কিউ করে রাখলাম।

এভাবেই ছড়িয়ে যাক সত্য। জানুক সবাই কত ত্যাগের বিনিময়ে এই দেশ। ঘুমিয়ে থাকাদের চোখ খুলুক।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক
অনেক ধন্যবাদ, শেয়ার করার জন্য।

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

এনকিদু এর ছবি

এই বইটা কি উইকিবুকস এ দেয়া যায় ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক প্রিয়তে । কৃতজ্ঞতা এই অমুল্য দলিল শেয়ার করার জন্য।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অনুপম ত্রিবেদি এর ছবি

আগামী ১৬ ডিসেম্বর ২০০৯ প্রথমালু এই প্রামান্য দলিলটাকে একটা বাংলা সংকলন হিসেবে বের করতেছে। মূল্য ৫০ টাকা। মনে করে সংগ্রহ করে নিতে পারেন।

====================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।