জীবন

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বুধ, ২০/০৬/২০১২ - ৭:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

জীবন কি থামে কখনও
অস্তাচলের পথে?
প্রাণোৎসবে উচ্ছল,
বহুমাত্রায় বর্ণিল জীবন কি থামতে পারে কখনও!
যেমন থামেনি ৫২, ৭১, ৯০ এ।

মানুষ যখন অমানুষে পরিণত হয়,
মরণকামড় দেয় হিংস্র শ্বাপদের মত
জীবন এগিয়ে চলে তখনো।

পায়ে না পারলে হাতে,
হাত অচল হলে গড়িয়ে গড়িয়ে
সুমহান কিছুকে ছোবার আশায়,
অজানাকে জানার আশায়,
কখনো স্রেফ হতাশাগ্রস্ত ভাবেই- এগিয়ে চলে।

জীবনের সার্থকতা কোথায়?

করাল মৃত্যুর আলিঙ্গনের ঠিক পূর্ব মুহূর্তটিতে
পৃথিবীর সবচেয়ে অসুখী, দুর্ভাগা, প্রবঞ্চিত মানুষটিও
ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে বলে-

ইশশ, জীবনটা ভালই ছিল।

( রচনাকাল ২০০৪, উৎসর্গ রবার্ট ফ্রস্ট, যার কবিতা প্রতিটা দিন বেঁচে থাকবার প্রেরণা দেয়, মনে করিয়ে ছাড়ে- We love the things, we love for what they are )


মন্তব্য

চরম উদাস এর ছবি

তারেক অণু এর ছবি

এখন আপনার পালা ! শয়তানী হাসি

চরম উদাস এর ছবি

শয়তানী হাসি
কালকে ফোনে কথা বলে বড় ভালো লাগলো দেঁতো হাসি । ভাবতেছি আজকে থেকে প্রতিদিন মাঝরাতে আপনাকে ফোন দিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে শুনাব। এইটাই আপনের শাস্তি। শয়তানী হাসি

তারেক অণু এর ছবি

ইয়ে, মানে... ফোন বন্ধ।

চরম উদাস এর ছবি

ফোন বন্ধ থাকলে আবৃত্তি রেকর্ড করে ইমেইল আর ফেবু তে পাঠাবো। কবিতা সন্ত্রাস কাকে বলে দেখিয়ে দিবো।
পালাবেন কই?

তারেক অণু এর ছবি

আপনি নামে উদাস, কামে এত্ত সিরিয়াস কিল্যাই! অ্যাঁ

চিলতে রোদ এর ছবি

অনু'দা আপনাকে নতুন করে আর কি বলার আছে।??? শুধু গুরু গুরু

তারেক অণু এর ছবি

সবই নতুন, জীবনের প্রতি মুহূর্তই নতুন।

অরফিয়াস এর ছবি

ভালো লিখেছো অনুদা, মাঝখানে কি একটু ছন্দপতন মনে হলো (আমি মোটেও ছন্দ বিশারদ নই)। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

ঠিকই, কিন্তু জীবন তো এমনই! ছন্দের মিল আর অমিল।

দ্রোহী এর ছবি

আপনেও কবি!!!!

তারেক অণু এর ছবি

আপনেও!

দ্রোহী এর ছবি

হাগলে হাইছেনি আঁরে? আঁই মইল্লেও কবি হইতান্নো!

তারেক অণু এর ছবি

আহা, কি কাব্য! পুরাই ছন্দবদ্ধ! মিয়া ভাই মস্করা কইরেন না, পেমেন মিত্তির বলে গেছে- বাঙ্গালীর সবচেয়ে বড় রোগ কাব্যরোগ!

মৌনকুহর এর ছবি

বাঘের বাচ্চা
চলুক চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তারেক অণু এর ছবি
কাজি_মামুন এর ছবি

করাল মৃত্যুর আলিঙ্গনের ঠিক পূর্ব মুহূর্তটিতে
পৃথিবীর সবচেয়ে অসুখী, দুর্ভাগা, প্রবঞ্চিত মানুষটিও
ঠোটের কোনে রহস্যময় হাসি নিয়ে বলে
ইশশ জীবনটা ভালই ছিল

অসাধারণ লেগেছে, অণু ভাই! ফ্রস্ট আমারও খুব প্রিয়! তাকে নিয়ে আপনার লেখাটি এখনো মনে দাগ কেটে আছে

তারেক অণু এর ছবি

অনেক ধন্যবাদ মামুন ভাই, আপনার অবিরাম উৎসাহের জন্য।

আশরাফুল কবীর এর ছবি

পথ আসলে অনেক দূর, ইশশ, জীবনটা ভালই হোক আর নাই হোক-

#কবিতা অনেক অনেক দারুন বাঘের বাচ্চা

তারেক অণু এর ছবি

ভালই হয় শেষ পর্যন্ত! কি বলেন?

মেঘদুত এর ছবি

তারেক অনু ভাই, ফেসবুকে এবং ব্লগে আপনার কর্মকান্ড সম্পর্কে জানার পরে আপনার প্রতি অজান্তেই একটু ভালবাসা তৈরী হয়েছিল। কিন্তু আপনার ফেসবুকের একজন বন্ধু, সম্ভবত আপনার উনিভারসিটির বন্ধু, আমার সাথে যে আচরন করলেন তাতে তার প্রতি ঘৃনা টা তাকে ছাড়িয়ে আপনি পর্যন্ত গড়ালো।সত্যি আপনাকে আর আগের মত পছন্দ করতে পারছি না।

তারেক অণু এর ছবি

!!! কে রে ভাই!
আমি বাংলাদেশ থেকে যেহেতু কলেজ জীবনের পরপরই চলে এসেছি সেখানে ইউনির কোন বন্ধু নেই, না জেনে কিছু বলতে পারছি না।
আমি তো কিছুই জানলাম না!

তাসনীম এর ছবি

চলুক

এরপর বাকি আছে গল্প আর উপন্যাস হাসি

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তারেক অণু এর ছবি

গল্প লিখেছিলাম একাধিক এক কালে! চলবে নাকি?

রানা মেহের এর ছবি

কবিতা খুব ছেলেমানুষী ম‌নে হলো।
ভালো লাগলো না

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তারেক অণু এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ আপু। আরে আমি এখনো মহা ছেলেমানুষ, আর লেখা তো প্রায় এক দশক আগে, তখন তো মহত্তর ছেলেমানুষ ছিলাম!

প্রদীপ্তময় সাহা এর ছবি

অণু দা, কবিতা ভালো লেগেছে।
তবে একটা কথা

যেমন থামেনি ৫২, ৭১, ৯০ এ

ব্যক্তিগতভাবে আমার কবিতা বা গল্পে সংখ্যার ব্যবহার ভালো লাগে না।
যদি ওটাকে বাহান্ন, একাত্তর, নব্বই লিখতেন ভালো লাগত।

অবশ্য এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত।
চালিয়ে যান হাসি

তারেক অণু এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

ভালো, বহমান, নিরুদ্দিষ্ট জীবন। ভালো লাগলো কবি শেষটা জীবনের মতোই নিরুদ্দিষ্ট রেখেছেন।

Minashique (Ashique Reja)

তারেক অণু এর ছবি

সুন্দর বলেছেন, জীবনটা এমনই, কিন্তু আমরা ভাবি অন্যরকম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এখনও কবিতা লিখেন?

______________________________________
পথই আমার পথের আড়াল

তারেক অণু এর ছবি

বলব না !

অতিথি লেখক এর ছবি

করাল মৃত্যুর আলিঙ্গনের ঠিক পূর্ব মুহূর্তটিতে
পৃথিবীর সবচেয়ে অসুখী, দুর্ভাগা, প্রবঞ্চিত মানুষটিও
ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে বলে-

ইশশ, জীবনটা ভালই ছিল।

খুবই কঠিন কিন্তু সত্যি কথা!

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

তারেক অণু এর ছবি

হয়ত-

অতিথি লেখক এর ছবি

জীবনটা আসলে ভালই...

কড়িকাঠুরে

তারেক অণু এর ছবি

আসলেই--

ইমা এর ছবি

কবিতাতে ও আপনি!!!!!!!!!!! অ্যাঁ
কবিতা অনেক ভালো লেগেছে। চলুক

তারেক অণু এর ছবি

অনেক আগের !

কল্যাণ এর ছবি

চিন্তিত

_______________
আমার নামের মধ্যে ১৩

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।