আন্ডার-কাভার!

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শুক্র, ১৩/০৬/২০০৮ - ৩:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক চাষীর খোয়াড়ে অনেকগুলো খরগোশ আর বিড়াল বাস করতো। খরগোশরা রাতদিন খায় দায়, মোটাতাজা আর বড় হয়। এদের কোনই কাজকর্ম নেই। অন্যদিকে বেচারা বিড়ালদের অনেক কাজ। তাদেরকে ইঁদুর মারতে হয়, অন্য কোন বিড়াল এ বাড়ীতে আসে কি না, সেদিকে কড়া নজর রাখতে হয়। কোন কোন সময় ইচ্ছে না হলেও চাষার ছেলেমেয়েদের অত্যাচারও সহ্য করতে হয়। বিড়াল এমনিতেই হিংসুটে জীব হিসেবে পরিচিত। খরগোশদের সৌভাগ্যে বিড়ালদের প্রবল হিংসে।

এরই মাঝে একটি খরগোশ মারা পড়লো কোন এক কারণে। হয়তো কোন খরগোশিনী কে ধাওয়া করতে গিয়ে ধাক্কা খেয়েছে হৃদয়ে। অন্যরা টেরই পেলোনা। এক চালাক বিড়াল সেই খরগোশের চামড়া আর পশম পরে নিজেই খরগোশ সেজে, খরগোশদের মতোই আরামে আয়েশে দিন দিন নাদুস নুদুস হতে লাগলো। কিন্তু এতো আরাম পেটে সইলেও কি বুকে সয়?

এক খরগোশিনী প্রেমে পড়ে গেলো সেই খরগোশ সাজা বিড়ালের। পাগলের মতো প্রেমিকের পেছনে পেছনে ঘুরে বেড়াতে লাগলো। "আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রেমে পাগল আমি", বলে বলে পাগল করে ফেলল সেই খরগোশ সাজা বিড়ালটিকে। খরগোশ সাজা বিড়ালের তো মহাবিপদ! প্রেমের আসল সময়েইতো বেরিয়ে পড়বে "থলির বিড়াল"! কি করে সে এখন! একদিকে খরগোশিনীকে তার বেশ ভালোই লাগে, দেখলেই বুকের ভেতরে প্রজাপতি নাচন শুরু হয়। অন্যদিকে এই ভয়, "থলির বিড়াল" বেরিয়ে পড়লে তার কি অবস্থা হবে, কে জানে?

এই সমস্যা সামাধানের চিন্তায় তার ঘুম হলোনা কয়েক রাত। ওজনও কমে গেলো অনেকটা। কিন্তু কোন সমাধান মাথায় এলো না। ভাবলো, অন্য বিড়ালদের সাহায্য চাইবে। এদিকে খরগোশিনীও অন্য খরগোশদের ডেকে পরামর্শের দিনক্ষণ খোঁজা শুরু করলো। এ নিয়ে বিড়াল আর খরগোশদের দলে কেমন যেন এক সমস্যা সমস্যা আবহ এসে ভর করলো। একসময় মনে হলো, একমাত্র ঈশ্বরের হাত ছাড়া, কোন সমাধান নেই এ সমস্যার।

কিন্তু অনেক সময় মানুষই 'মুস্কিল-আসান' করে দেয়। চাষীর বাড়িতে একদিন কিছু অতিথি এলো। তাদেরকে আপ্যায়ন করার জন্যে একদিন রান্না করা হলো সেই খরগোশ সাজা নাদুস বিড়ালেকে। অতিথিদের পেট ভরেছিল, তবে পেট খারাপ হয়েছিল কি না, জানা নেই। তবে খরগোশ সাজা বিড়ালের প্রেম-সমস্যার একটা সমাধান হলো তো?


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

বাহ!দারুণ।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ফারুক ওয়াসিফ এর ছবি

বেশ

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

তীরন্দাজ এর ছবি

মাঝে মাঝে পাগলা ধরণের গল্প লিখতে ইচ্ছে হয়! এটা তারই ফল।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

বুঝলাম......... নারী জাতির মন রাক্ষাই আসল!

(জয়িতা)

তারেক এর ছবি

বেচারা বিড়াল।
একটা ম্যুভির কথা মনে পড়ল। শী ইজ দ্য ম্যান। ভীষণ সকারপ্রেমী মেয়েটা স্কুল টিমে খেলার জন্য তার যমজ ভাই সেজে ছেলেদের ডর্মে থাকতে শুরু করে, আর ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা তার প্রেমে পড়ে যায়। ম্যুভিটার একটা ডায়লগ মারাত্মক! ঐটা শুনে আমি হাসতে হাসতে বিষম খেয়েছিলাম হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তীরন্দাজ এর ছবি

ছবিটি আমিও দেখেছিলাম। কিন্তু নাম মনে নেই।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

এই না হলে তীরুদা! জটিল!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ পুতুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সেইরম... শী ইজ দ্য মেন ছবিটাও... ______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহীন হাসান এর ছবি

রূপকথায় বলেছেন অনেক কিছুই :
আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রেমে পাগল আমি", বলে বলে পাগল করে ফেলল সেই খরগোশ সাজা বিড়ালটিকে। খরগোশ সাজা বিড়ালের তো মহাবিপদ! প্রেমের আসল সময়েইতো বেরিয়ে পড়বে "থলির বিড়াল"!

ভালো ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ শাহীন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুশফিকা মুমু এর ছবি

হায় হায়! শেষটা এমন করলেন কেন মন খারাপ খুব মজা লাগল কিন্তু শেষে এসে একটা ধাক্কা লাগল মন খারাপ
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তীরন্দাজ এর ছবি

শেষে এসে একটা ধাক্কা দেয়া আমার পুরোনো বদঅভ্যাস যে! একেবারেই ছাড়তে পারছি না।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেনেট এর ছবি

মজা লগল।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রণদীপম বসু এর ছবি

হা হা হা !... এবং.... ইশ্ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

কোপানি গল্প।


কি মাঝি? ডরাইলা?

স্পর্শ এর ছবি

দারুন!! এজন্যই বলি প্রেম বড় খারাপ জিনিস !! ইয়ে, মানে...
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

প্রেমের দোষ দিচ্ছেন কেন ? ঐ ব্যাটা বিড়াল লোভ করে খরগোশ সাজতে গেল কেন ? বিড়াল হয়েই যদি থাকত বেড়ালীদের কি অভাব ছিল কোন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।