পাহাড়ী অন্ধকার

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শুক্র, ০৪/০৭/২০০৮ - ৩:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঝমঝম বৃষ্টি। গাছের পাতার শরীরকে স্পর্শ করে মাটিকে চুমু খেয়ে ভালোবাসা হাতড়ে বেড়ায় সে আকাশভাঙ্গা জল। তারপর প্রবঞ্চিত ভালোবাসার কষ্টে পাহাড়ের গা বেয়ে বেয়ে কোন খানাখন্দে বিসর্জিত করে নিজেকে। তারপরও মেঘ জমে আকাশে, আরো বৃষ্টি ঝরে। গাছের পাতায়, টিনের চালে শোনা যায় সে বৃষ্টির অবিরাম কান্না। এই পাহাড়ী এলাকার বৃষ্টি আরো যেনো করুণ সুরে কাঁদে।

এমন বৃষ্টির দিনে বাড়ীতে থাকা ছাড়া আর কি করা যায়? রাস্তায়, খেলার মাঠে, বাড়ীর উঠেনে সবখানেই প্যঁচপ্যাচে কাদা। পাহাড়ী মাটিতে সে কাদা আরো বেশী আঠালো। বিছানায় বসে হারিকেনের অলোতে লুডু খেলে ভাই আর বোন। বোনটি বয়েসে বড়, নয় বছরের মতো হবে। ভাইয়ে বয়েস ছয় পেরোয়নি এখনো। মোড়ের মুদির দোকান থেকে কেনা সস্তা, যদিও রঙচঙ্গে, তারপরও সস্তা কাগজে মলিন ছাপের লুডো। একপাশে ঘর-লুডো, বাংলা ছবির নায়িকাদের ছবি ঘরে। আর আরেক পাশে সাপ-লুডো। ঘর-লুডো খেলায় বোনের সাথে বারবার কৌশলে হেরে যায় ভাই, তাই সাপ-লুডোই তার বেশী প্রিয়। বোনের তাতে তেমন আনন্দ কম, তবু ভাইয়ের দাবীর কাছে হার মানে প্রতিদিনের মতোই। খিচুড়ী রান্না হচ্ছে আজ। ঘরের সাথে লাগোয়া ছাপড়া রান্নাঘর। ছাপড়ার উপর লাউগাছের লকলকে পাতা, একটা দু’টো ফুল ফুটেছে। তার নীচে কুপি আলোয় মাটির উনোনে খিঁচুড়ী রান্না করছে মা। তার সুগন্ধে ভাইবোনের মনে আনন্দের জোয়ার। অনেকদিন পন ভালো খাবার! গরীবের বাড়ীতে খিঁচুড়ীর সাথে মাংস করার সুযোগ নেই। দু’টো বেগুন ছিল বাড়ীতে, দু’দিনের চলার কথা। আজ খিচুড়ীর সাথে সে দু’টো বেগুনভাজিই বিলাসিতার চুড়ান্ত।

রান্নাঘরে কুপিতে তেল ফুরোলো হঠাৎ। বার কয়েক দপদপ করে নিভে গেলো। মা এসে হারিকেনটা নিয়ে গেলো। লুডু খেলা বন্ধ হলো দু’জনের। একটু মন খারাপ হলেও কোন প্রতিবাদ না করে কাথা মুড়ি দিয়ে নানা কথা বলে গেলো ভাই বোন মিলেমিশে। ছোট ছোট কষ্ট আর আনন্দের কথা। এমনি কথা ওরা প্রতিদিনই বলে।

সন্ধ্যা ঘন হওয়ার সাথে সাথে অন্ধকারও বেড়ে গেছে অনেকটা। হারিকেনও নেই, তাই সে অন্ধকার যেনো অজগর সাপের মতো চেপে ধরলো ওদের। বাইরে বৃষ্টির একঘেয়ে ঝমঝম শব্দ। পাহাড়ের গা বেয়ে বেয়ে মাটি কেটে গড়িয়ে পড়ছে নিচে। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। একমাত্র মায়ের কাছে রান্নাঘরে হারিকেনের আলো, আর খিঁচুড়ীর মৌমৌ সুগন্ধ। হঠাৎ ভয়ংকর এক গর্জনে চমকে উঠলো প্রকৃতি। বৃষ্টির আওযাজকে ছাপিয়ে গেলো সে গর্জন। টিনের চালের ঝমঝম শব্দকে এক লহমায় গিলে ফেললো সে গর্জন। বজ্রপাতের শব্দও থিতিয়ে গেলো সে গর্জনের তীব্রতায়। মনে হলো, আকাশ থেকে হাজার হাজার উড়োজাহাজ নেমে আসছে মাটিতে, পাহাড়ের শরীর ভেঙ্গে ভেঙ্গে। নামছে, নামছে, শুধু নেমেই চলেছে গর্জনের সাথে সাথে। সে গর্জনের সাথে ভেঙ্গে, দুমড়ে, চুরমার হয়ে নীচে নামছে ছাপড়া ঘর, গোয়াল, বাগান আর গাছপালা। ভাইবোনের বুকের রক্ত হিম হয়ে গেলে সে আওয়াজে। বিছানা ছেড়ে লাফিয়ে নামলো দু’জনে।তারপর? তারপর আর কোন কথা নেই, আলো নেই, কেউ নেই চারপাশে।

লাউগাছের লকলকে ছাউনীর নিচে রান্নাঘরে আজ হঠাৎ ঘন অন্ধকার কেনো মা?


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

ভালো আছেন?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দিবাকর সরকার এর ছবি

কেমন লেগেছে, বলব না।

শুধু এটুকুই বলব, ভীষণ লেগেছে, খুউব লেগেছে। অনেক দিন পর এতটুকু একটা গল্পের ভিতর গভীর শ্বাস নিতে পারলাম।

আরো লিখুন, পড়ে ঋদ্ধ হই।

দিবাকর সরকার

তীরন্দাজ এর ছবি

আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

অসম্ভব আবেদনের একটা গল্প!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তীরন্দাজ এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

গল্প খুব ভাল লেগেছে। আর একটু পরিস্কার চিত্রকল্প হলে আমার মত পাঠকের পক্ষে হজম করা সহজ হতো।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

অনেক সময় হয়তো তাড়াহুড়ো করে ফেলি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিঝুম এর ছবি

চমত্‌কার গল্প । খুব সুন্দর লিখেছেন ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

মুজিব মেহদী এর ছবি

তাই তো!
লাউগাছের লকলকে ছাউনীর নিচে রান্নাঘরে আজ হঠাৎ ঘন অন্ধকার কেনো...?
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

স্বপ্নাহত এর ছবি

অনেক দিন পর আরো চমৎকার একটি গল্প পড়লাম।
অনেকদিন পর আপনার একটি গল্প পড়লাম।

মাঝখানের কয়েকদিন যেন আপনাকে দেখিনি। ছিলেন কোথায়?

অফটপিকঃ খিচুড়ি বেগুন ভাজির কথা শুনে পেটের ভেতর কি যেন একটা মোচড় দিয়ে উঠলো। আজকে ডিনার করার অভিজ্ঞতাটা খুব বেশি সুখকর ছিলনা মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ। দুই সপ্তাহ স্পেনে ছিলাম। এই ভ্রমণের বর্ণনাও লিখছি। সময় পেলে পড়বেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।