সময়ের লিমেরিক (প্রথম পর্ব)

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ২২/০৪/২০০৯ - ৬:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক)
ঘরে আমার চাল বাড়ন্ত, বউয়ের শাড়ী নাই,
আয় ছেলেরা, আয় মেয়েরা, চল বিদেশে ধাই।
দেশী দালাল রক্তখোর
চাবুক কষে মরু-শুয়োর,
কফিন চড়ে, হাওয়ায় উড়ে, মায়ের কোলেই যাই।

দুই)
দেশের কাজে জীবন দেবো, স্বপ্ন জীবনভোর,
রাজনীতিতে পা বাড়ালাম, বুদ্ধিতেও জোর।
এক শিয়ালে ছাড়লো খোপ,
ঝোপ বুঝে তাই দিলাম কোপ,
ব্যালট জিতে এখন আমি শুধুই সওদাগর!

তিন)
জাতিসঙ্ঘে সংজ্ঞাবদ্ধ দেশ, মানব, বাঁচার অধিকার!
সেই শ্লোগানেই ক্ষুধায় খাদ্য, ন্যায়, সত্য এটাই অঙ্গীকার!
রাজলক্ষীর জাহাজ এসে সোমালিয়ার তীরে
পেটভর্তি বর্জ্য এনে সাগরজলে ছোড়ে,
জলদস্যু, আজই তারা, যাদের বুকে প্রতিবাদের ধার!


মন্তব্য

রানা মেহের এর ছবি

ভালো লাগলো লেখা আর কষ্টও
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

খেকশিয়াল এর ছবি

ভাল লাগল লিমেরিকগুলা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জিজ্ঞাসু এর ছবি

সময়ের লিমেরিক।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ! সে চেষ্টাই করেছি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

তীরু দা, প্রচেষ্টায় অভিনন্দন। যেহেতু লিমেরিক লেখায় উদ্যোগী হয়েছেন, তাই এ ব্যাপারে কয়েকটা বিষয়ে সতর্ক হলে লেখাগুলো আরো সার্থক হয়ে ওঠবে বলে আমার ব্যক্তিগত মতামত।

অন্ত্যমিল বিষয়:
অন্ত্যমিলে পূর্ণতার ক্ষেত্রে যেমন- 'ভোর', 'জোর' এর সাথে 'গর' এর মিলে পূর্ণতা আসেনি। এটাকে হয়তো অর্ধমিল বলা যায়। এখানে কোন পূর্ণমিল শব্দ ব্যবহার হলে আবেদনটা আরো বেড়ে যেতো বলে ধারণা। একইভাবে 'তীরে'র সাথে 'ছোঁড়ে' এর মিলটাও সমস্যামুক্ত মনে হয় নি।

প্রকরণ ও ভাবগত বিষয়:
লিমেরিক আর পঞ্চপদীর সাদৃশ্যটা প্রথম, দ্বিতীয় ও পঞ্চম পদের পূর্ণপর্ব ধরলে তৃতীয় ও চতুর্থ পদের ভাঙা পর্ব থাকাটাই হয়তো প্রধান সাদৃশ্য। কিন্তু মৌলিক তফাৎটা মনে হয় উপস্থাপনার ক্ষেত্রে লিমেরিকের বিষয়ে উদ্ভটতা আরোপ করা। অনেকটা কমিক বা জোকের মতো। সাধারণ দৃষ্টিতে ফান বা আপাত অসম্ভব কোন বিষয় মনে হলেও যার অন্তর্গভীরে তীব্র কটাক্ষ বা বিদ্রূপাত্মক শ্লেষ থাকবে। এক ধরণের উদ্ভট প্রতিবাদ আর কি !

কোন ধরনের কষ্ট দেয়ার জন্য বলি নি। আশা করছি এডওয়ার্ড লীয়র ঘরানার এই বিশেষ দিকটাকে বিবেচনায় নিয়ে আমার মতামতটাকে উদারভাবে নেবেন। এই চর্চা আরো শাণিত হোক আপনার হাতে, এই আশাবাদ।
ধন্যবাদ তীরু দা'।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

আপনার বিষদ পর্যালোচনা ও ব্যকরণ-বিশ্লেষনের জন্যে আন্তরিক ধন্যবাদ। সামনের লিমেরিকে সেটা লক্ষ্য করার চেষ্টা করবো অবশ্যই।

না ভাই কষ্ট পাইনি। যদিও বয়েস অনেক হয়েছে, তারপরও মনে করি শেখার দিন শেষ হয়ে যায়নি একেবারেই। নতুন কিছু শিখতে কষ্ট পাবো কেনো?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ইশতিয়াক রউফ এর ছবি

বুকে চাবুক চালানো সব লিমেরিক, বিশেষত প্রথমটা।

নুরুজ্জামান মানিক এর ছবি

সহমত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ ইশতিয়াক ও মানিক! ভালো থাকবেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

শাহীন হাসান এর ছবি

দেশী দালাল রক্তখোর
চাবুক কষে মরু-শুয়োর,
কফিন চড়ে, হাওয়ায় উড়ে, মায়ের কোলেই যাই।

অনেককিছু লিখেছেন কয়েক পংক্তিতে ...।
কষ্টকর পেছনের পথ ...?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মূলত পাঠক এর ছবি

খুব ভালো লাগলো !

তীরন্দাজ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক

তীরন্দাজ এর ছবি

খুশী হলাম খুব! ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

s-s এর ছবি
তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ! অনেকদিন ধরে কিছু লিখছেন না। ব্যাস্ততা?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আকতার আহমেদ এর ছবি

রণদা'র কথাগুলো মাথায় রেখে লিখে যান তীরুদা'
সময়ের লিমেরিক (দ্বিতীয় পর্ব) এর অপেক্ষায় থাকলাম

সাইফুল আকবর খান এর ছবি

ভালো লাগলো।
চলুক। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।