মিউনিখ-কথন ৩: সচলাক্টোবরফেস্ট

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: শুক্র, ২৫/০৯/২০০৯ - ৩:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলাক্টোবরফেস্ট:
অক্টোবর ফেস্ট শুরু হয়েছে, এক সপ্তাহ হলো। এখনো যাইনি। আর কতো? শহর জুড়ে প্রচুর গিয়ানজাম। হিমু, সুমন চৌধুরী, আর হাসিব আমবে আজ রাতে। ধুসর কই? বারবার বললো আসবে, এখন খবর নাই। “জাতে মাতাল, তালে ঠিক”! ঠিক বললাম কিনা জানিনা! অন্যদিকে ওদেরকে তেমন সময় দিতে পারবো বলে মন খারাপ লাগছে খুব। শনিবার পুজোর অনুষ্ঠানে “বাদ্য বাজনার” রিহার্সেল আর পরদিন অনুষ্ঠান। এর মাঝে এক রোগীকেও দেখতে হবে। ওদের হাতেও সময় কম। আমি নিজেও এদিক সেদিক নানা ঝামেলায় ব্যাস্ত।

টিনএজার:
সপ্তাহখানিক আগে একটি বাজে ঘটনা লোকজনকে ভাবাচ্ছে এখানে। একান্ন বছরের এক জার্মানকে পিটিয়ে খুন করেছে সতেরো আঠারো বছরের দুই স্কুলছাত্র। ট্রেণে কমবয়েসী আরো দু’জন স্কুল ছাত্রকে উত্যাক্ত করে ওদের কাছ থেকে টাকাপয়সা ছিনিয়ে নিতে চেয়েছিল প্রথম দু’জন। ভদ্রলোক বাধা দিয়েছিলেন, পুলিশেও ফোন করেছিলেন। ট্রেণ থেকে নামার পর আরো অন্যান্য যাত্রীদের সামনেই আক্রমণ করা হয় তাঁকে। কেউ বাঁধা দেবার সাহসও পায়নি। দু’জনকেই পরে ধরতে পেরেছে পুলিশ। সমস্যাসঙ্কুল পরিবারের ছেলে দু’জনেই। পরিনামেই মারকুটে। সমস্যা থাকলেই এখানকার সমাজে মারকুটে হবার প্রবণতা দেখা যায়। এধরণের ঘটনাও বারকয়েক ঘটেছে।

ট্রেণষ্টেশনেই ঘটনার তিনদিন পর সেই সাহসী ভদ্রলোকের অন্তেষ্টিক্রিয়া করা হয়। প্রায় একহাজার লোকের সামনে যথাযোগ্য সন্মানে তাঁকে বিদায় জানানো হয়। ফুলে ফুলে বরে যায় ষ্টেশনটি। এত লোক আগে কোথায় ছিল?

এখানকার এই সতেরো আঠারো বছরের ছেলেমেয়েদের দেখে অবাক লাগে খুব। কি ভাবনার খেলা ওদের মনের ভেতরে, বোঝা মুশকিল। অতিমাত্রায় উদ্ধত মনে হয়। এক ধরণের হতাশাও দেখি ভেতরে। প্রাচুর্যের মাঝে থেকেও রাজনীতি, সমাজ আর শিক্ষাব্যাবস্থা নিয়ে অসন্তুষ্টির শেষ নেই। ভালোকথা! নিজেও সময়কে চিনি, পরিবর্তনকে স্বাগত জানাতে দ্বিধা করি না। চেষ্টা করি, দেয়াল পেরিয়ে ওপারেও যাতে চোখ পড়ে। মনে করি, গড্ডালিকা প্রবাহে না ভেসে সচেতন থেকে চোখকান খোলা রাখাই ভালো। কিন্তু ফ্যাসান আর নামী লেভেলের পোষাকআসাকের সামনে এলে এদের এই সচেনতা মিলিয়ে যায় বুদবুদের মতো। বলাবাহুল্য, আমার ছেলেও আঠারোয় পড়ছে সামনের অক্টোবরেই। ওর পদচারণা আজ অবধি ঠিক থাকলেও চিন্তা হয় মাঝেমাঝে।

এখানকার ছেলেমেয়েদের কাছে আঠারো বছর হওয়াটা বিশাল এক ঘটনা। সতোরো বছরের বন্দী জীবনকে ঘটা করে বিদায় জানানো হয়। আনন্দ উল্লাসকে কখনোই ছোট করে দেখি না। শুধু মাঝে মাঝে ভাবি, এই সতোরো বছর কি জেলখানায় কাটলো?


মন্তব্য

তানবীরা এর ছবি

হিমু, সুমন ভাই, হাসিব আর আপনাকে মাইনাসস্সস্সস্সস্স। ধূসররেতো চিনেন না। এই হলো সে। বলবে অনেক করবে কম ।।।।।।।।।।।
আমাদেরকে দাওয়াতও দিলেন না? september এ october feast ????
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তীরন্দাজ এর ছবি

মাইনাস তো দেখলাম না!

ধুসর এরকমই! দাওয়াত তো কাসেলে থাকতেই দিয়েছিলাম! চলে আসেন!

অক্টোবরফেস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়ে অক্টেবরের শুরুতে শেষ হয়! বাভারিয়ার্নদের কান্ড কারখানাই আলাদা।

তবে সামনের বছরের জন্যে আনুষ্ঠানিক দাওয়াত রইলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

অজ্ঞানতাকে মার্জনা করবেন তীরু দা। প্রসঙ্গ এলো বলে বলছি। এই যে অনেকেই দেখি বিদেশে বিভিন্ন ফেস্ট বা এই জাতীয় কী যেন বলেন আপনারা। আসলে আমরা যারা আবদ্ধ কুয়োতে বাস করি, তাদের অন্ধকার দূর করতে এসবের উপর বিস্তারিত কোন পোস্ট দেয়া যায় না ? ওখানে কী কী হয়, কেন হয়, কিভাবে হয় ইত্যাদি ইত্যাদি আর কি !
হতে পারে আপনাদের কাছে বিষয়টা অত্যন্ত স্বাভাবিক অভিজ্ঞতার অংশ। কিন্তু আমরা যারা এ বিষয়ে খুব একটা জানিনা, তাদের প্রশ্নগুলো আপনাদের কাছে কিন্তু দুধ কী জাতীয় প্রশ্ন বলে মনে হতে পারে। তারপরও কৌতুহল নিবৃত্তি করতে তো হবে, কী বলেন ? আগামীতে এরকম কিছু একটা আশা করতে পারি তো ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি

- ধুসর এরকমই, কথা ঠিক! কিন্তু ধুসর এবার যাবেই, দৃঢ় প্রতিজ্ঞ (যদি না রাস্তায় অপঘাতে পটল তুলে ফেলে)। একটু মিসকম্যুনিকেশন হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে কালকে দুপুরের মধ্যেই ধুসর বেভারিয়ার মাটিতে পদার্পণ করবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বন্যরানা এর ছবি

শুধু মাঝে মাঝে ভাবি, এই সতোরো বছর কি জেলখানায় কাটলো?

আপনার ভাবনাটা আমাকেও ছুঁয়ে গেলো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এরকম টিনএজার সংখ্যায় কম। খুব চিন্তা নাই।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

শিরোনামটা দারুণ লাগল।
অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম - বিয়ারফেস্ট। সেটার কথা মনে পড়ে গেল।

সাহসী লোকটাকে শ্রদ্ধা জানাই। আর নজরুল ভাইয়ের মতোই বলতে চাই, এরকম টিনএজারের সংখ্যা কম। কিন্তু তাই বলে একটা প্রাণও যদি এভাবে অহেতুক ঝরে যায়, সেটা তো মোটেও কোনো কাজের কথা না।

আপনাদের আড্ডা আনন্দময় হোক। সচিত্র পোস্টের দাবী জানিয়ে গেলাম।

শাহেনশাহ সিমন এর ছবি

সচিত্র পোস্টের দাবী জানিয়ে রাখলাম।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চিন্তার বিষয়। বয়সটাই এমন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচিত্র হইলেই তো হবে না, খোমাওয়ালা ছবি চাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।