২৫শে বৈশাখ

নিঘাত তিথি এর ছবি
লিখেছেন নিঘাত তিথি (তারিখ: বিষ্যুদ, ০৮/০৫/২০০৮ - ৮:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoপার্থিব সমস্ত অনুভূতির শেষ ভরসা তিনি একজনই- সকল আশার, সকল নিরাশার, যত ভালোবাসা, যত ঘৃণা, যত ভক্তি, যত শোক, যত উচ্ছ্বাস, যত শান্তি এবং পরিপূর্ণতা। হৃদয়ের সমস্ত বিতর্ক অবশেষে এইখানে এই শান্তিময় মহাপুরুষের কাছে এসে থেমে যেতে বাধ্য। "গীতবিতান"-এর পাতায় পাতায় একে একে সব সমাধান লিখে গেলেন তিনি অবলীলায়। মানুষের গভীরতম আবেগকে পরম যত্নে গেঁথে দিলেন সুরের মালায়। সৃষ্টি হলো অমর এবং চির আধুনিক গান। কত্তো বড় জাদুকর তুমি কবিগুরু, সব জেনে বসে আছো!

বাংগালীর আজ বড় সৌভাগ্যময় দিন, ২৫শে বৈশাখ। আমার সামর্থ মাত্র এই ক'টা লাইন। তাই সম্বল করেই তোমায় প্রণতি জানাই গুরু।


মন্তব্য

রেনেট এর ছবি

কবিগুরুর জন্মদিনে শুভেচ্ছা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন, কবিগুরু!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অতন্দ্র প্রহরী এর ছবি

কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধা এবং ভালবাসা।

মুশফিকা মুমু এর ছবি

তিথি খুব ভালো লিখেছেন, আমিও জানাচ্ছি কবিগুরুর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তারেক এর ছবি

মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক

শুভ জন্মদিন আমাদের কবি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

থার্ড আই এর ছবি

ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর..

শুভ জন্মদিন গুরুজি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন কবিগুরু

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কবি গুরুর জন্য শ্রদ্ধা...

অনিন্দিতা এর ছবি

'ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়'-----
কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি।।।

তীরন্দাজ এর ছবি

কবিগুরুর প্রতি আমার অযুত শ্রদ্ধা জানাই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

বিপ্লব রহমান এর ছবি

শ্রদ্ধা শ্রদ্ধা।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুহম্মদ জুবায়ের এর ছবি

কত্তো বড় জাদুকর তুমি কবিগুরু, সব জেনে বসে আছো!

এই বাক্যটি দুর্দান্ত।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নিঘাত তিথি এর ছবি

হাসি শুকরিয়া জুবায়ের ভাই।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রায়হান আবীর এর ছবি

এই লোকটা না থাকলে কি হইতো?

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।