কবিতার খাতা ৪

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ২৬/০৯/২০০৮ - ১০:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টিরাতের কান্না চোখের পাতায় ঢাকা থাক
দুঃখকুঁড়ির বুকের ভিতর জলের ফোঁটার ঝাঁক,
আশমানি ভোর, তুলোর পালক
ঢেউয়ের তীরে অবাক বালক-
আকাশ-সাগর উজান বেয়ে আলোর রথের ডাক,
বৃষ্টিরাতের কান্না চোখের পাতায় ঢাকা থাক.....

সৃষ্টিদিনের আলোর ফেনা তারায় বোনা থাক
দৃষ্টি যখন সীমায় থামে হৃদয় জেগে থাক,
আকাশে তার মণির মুকুট
মেঘের পারে স্বপ্নত্রিকূট-
সাগর ফের‌‌ত নাবিক বাতাস আলতো ছুঁয়ে যাক-
সৃষ্টিদিনের আলোর ফেনা তারায় বোনা থাক।

বৃষ্টিরাতের কান্না চোখের পাতায় ঢাকা থাক.....
বৃষ্টিরাতের কান্না চোখের পাতায় ঢাকা থাক.....


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

বৃষ্টিরাতের কান্না চোখের পাতায় ঢাকা থাক.....

ঠিক তাই
কেউ যদি জেনে যায় তার জন্য কোথাও কোনো চোখে ঝরে জল
তবে সে আরো অহংকারী হয়ে উঠে আরো জল ঝরাতে চায়

অতন্দ্র প্রহরী এর ছবি

কেউ যদি জেনে যায় তার জন্য কোথাও কোনো চোখে ঝরে জল
তবে সে আরো অহংকারী হয়ে উঠে আরো জল ঝরাতে চায়

ভীষণভাবে একমত!

কবিতাটা ভাল লেগেছে।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

tulirekha এর ছবি

লীলেন ও অতন্দ্র প্রহরী,
কবিতাটি পড়ার জন্য ও কমেন্ট দেবার জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।