কথামালামেঘ

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: সোম, ২৯/০৯/২০০৮ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"কথামালামেঘ কথামালামেঘ, কোথায় তোমার বাড়ি?"
-আমার বাড়ি অনেক দূরে, অনেক দিনের পাড়ি।
-"সেই যে শুনি সূর্যপ্রাসাদ পুব সাগরের তীরে-
সেই প্রাসাদেই থাকো বুঝি শঙ্খলতায় ঘিরে?"
কথামালামেঘ মুচকি হাসে পুবালী বাতাসে-
ঝরঝরিয়ে মুক্তোদানা ঝরতে থাকে ঘাসে।
"কথামালামেঘ কথামালামেঘ, আসবে আমার ঘরে?"
-কি করে যাই, কথারা তোর পুড়ছে বিষম জ্বরে!
"জ্বর তো বটেই, কিন্তু তুমি রাখবে বৃষ্টিহাত
জলঝরা সেই হাতের ছোঁয়ায় জুড়িয়ে যাবে তাত!"
টাপুর টুপুর বৃষ্টিনূপুর মেঘ এলো সেই ঘরে
উঠলো ডেকে গানের পাখি তানপুরাটির তারে!
নীলরঙা ওর ওড়না ঘিরে চিকমিকে বৈদ্যুতি
বজ্রমাণিক দিয়ে গাঁথা আকাশপারের স্মৃতি।
কবিতাজলে ভরিয়ে দিয়ে শূন্য মাটির ঘট
কথামালামেঘ উড়ে গেলো পেরিয়ে ঝুরিবট।
সাঁঝ-আকাশে ভাসছে এখন অলকপুরীর ঘাটে
জাগনরাতি নামবে যখন তেপান্তরের মাঠে,
সেইখানে সে চুপি চুপি জ্বালিয়ে তারার দীপ
সেই অপরূপ পরণকথায় আঁকবে আলোর টিপ।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
রণদীপম বসু এর ছবি

চিত্রকল্প ব্যবহারে আপনার পারঙ্গমতা টের পাওয়া যায়। স্বরবৃত্ত ছন্দের তানই চোখে পড়ে। মাঝে মাঝে মাত্রাবৃত্তের দোলা বিনানুমতিতে ঢুকে যাবার চেষ্টা করেছে। মাত্রার হেরফের গতিকে মাঝে মাঝে থমকে দেয়।তবে লেখাটিতে রয়ে যাওয়া মাত্রা ও ছন্দগত ত্রুটিগুলো সারিয়ে নিলে ভালো লেখা হবে এটা।

চলুক। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

অসাধারন, পাচ তারা। অনেক দিন পর সত্যিকারের আনন্দ নিয়ে একটা কবিতা পড়লাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তুলিরেখা [অতিথি] এর ছবি

আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।

বজলুর রহমান এর ছবি

'রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও'
নস্ট্যালজিক কবিতা।
রণদীপমের সাথে আমি মোটামুটি একমত। ভালো সম্ভাবনা আছে।

তুলিরেখা [অতিথি] এর ছবি

রণদীপম ও বজলুর রহমান,
উতসাহ দেবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
এইটা আমার এক বন্ধুর কাছে খুব ভালোলাগা কবিতা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কবিতাটা ভালো লাগলো... ধন্যবাদ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মঞ্জুলী এর ছবি

তুলিরেখা লিখেছেন:

"কথামালামেঘ কথামালামেঘ, কোথায় তোমার বাড়ি?"
-আমার বাড়ি অনেক দূরে, অনেক দিনের পাড়ি।
-"সেই যে শুনি সূর্যপ্রাসাদ পুব সাগরের তীরে-
সেই প্রাসাদেই থাকো বুঝি শঙ্খলতায় ঘিরে?"
কথামালামেঘ মুচকি হাসে পুবালী বাতাসে-
ঝরঝরিয়ে মুক্তোদানা ঝরতে থাকে ঘাসে।
"কথামালামেঘ কথামালামেঘ, আসবে আমার ঘরে?"
-কি করে যাই, কথারা তোর পুড়ছে বিষম জ্বরে!
"জ্বর তো বটেই, কিন্তু তুমি রাখবে বৃষ্টিহাত
জলঝরা সেই হাতের ছোঁয়ায় জুড়িয়ে যাবে তাত!"
টাপুর টুপুর বৃষ্টিনূপুর মেঘ এলো সেই ঘরে
উঠলো ডেকে গানের পাখি তানপুরাটির তারে!
নীলরঙা ওর ওড়না ঘিরে চিকমিকে বৈদ্যুতি
বজ্রমাণিক দিয়ে গাঁথা আকাশপারের স্মৃতি।
কবিতাজলে ভরিয়ে দিয়ে শূন্য মাটির ঘট
কথামালামেঘ উড়ে গেলো পেরিয়ে ঝুরিবট।
সাঁঝ-আকাশে ভাসছে এখন অলকপুরীর ঘাটে
জাগনরাতি নামবে যখন তেপান্তরের মাঠে,
সেইখানে সে চুপি চুপি জ্বালিয়ে তারার দীপ
সেই অপরূপ পরণকথায় আঁকবে আলোর টিপ।


গড় রেটিং
( ভোট)

মঞ্জুলী এর ছবি

জলবৎ তরলং বলে ছোটবেলায় শুনতাম, তেমনই সহজ আর ঝরঝরে

মঞ্জুলী এর ছবি

সহজ তবে এত ঝরঝরে, বেশ লাগল। লেখার হাতটি চমৎকার।

মঞ্জুলী এর ছবি

লেখার হাতটি চমৎকার।

তুলিরেখা [অতিথি] এর ছবি

মঞ্জুলী,
আপনাকে অনেক ধন্যবাদ।
কবিতার একেবারে পুরোটাই তুলে দিয়েছেন মন্তব্যে ! হো হো হো)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।