প্রতীক্ষাতরু

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শুক্র, ১৮/০৯/২০০৯ - ৮:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিতান স্টেশনে এসে বসে রোজ বিকেলবেলা। একটা লোহার বেঞ্চি আছে স্টেশনের মহুয়াগাছের নিচে, সে সেইখানে এসে বসে প্রত্যেক দিন। সারাবছরই ঐখানে। খুব বৃষ্টি হলে শুধু দৌড়ে আসে শেডের নিচে, বৃষ্টি থামলেই আবার বেঞ্চিটায় । মহুয়াগাছটাকে নিয়ে নাকি কে এক কবি কবিতা লিখেছেন, কে এক গায়ক গান গেয়েছেন। বিতান মাঝে মাঝে চেয়ে চেয়ে দেখে গাছটাকে, কি আছে গাছটার মধ্যে? আলাদা কিছু, অন্যরকম কিছু? সে বুঝতে পারে না...বিতান স্টেশনে এসে বসে রোজ বিকেলবেলা। একটা লোহার বেঞ্চি আছে স্টেশনের মহুয়াগাছের নিচে, সে সেইখানে এসে বসে প্রত্যেক দিন। সারাবছরই ঐখানে। খুব বৃষ্টি হলে শুধু দৌড়ে আসে শেডের নিচে, বৃষ্টি থামলেই আবার বেঞ্চিটায় । মহুয়াগাছটাকে নিয়ে নাকি কে এক কবি কবিতা লিখেছেন, কে এক গায়ক গান গেয়েছেন। বিতান মাঝে মাঝে চেয়ে চেয়ে দেখে গাছটাকে, কি আছে গাছটার মধ্যে? আলাদা কিছু, অন্যরকম কিছু? সে বুঝতে পারে না।

ঘড়ির অমোঘ নিয়মে বিকেল গড়িয়ে যায় সন্ধ্যায়-সে অপেক্ষা করে থাকে, চুপ করে বসে থাকে স্থির ধৈর্যে। ট্রেনের পর ট্রেন চলে যায় ঝমঝম, কত লোক ওঠে নামে, চেনা ও অচেনা।শেষ গাড়ী চলে যাওয়া পর্যন্ত সে বসে থাকে স্টেশনে, তারপরে গুটি গুটি চলে যায়। আবার পরদিন বিকালে তাকে দেখা যায় একই জায়গায়।

তারাঝমঝম আকাশের তলা দিয়ে গাড়ী ছুটে যায় ঝমঝম ঝমঝম। স্টেশন থেকে একটু দূরেই নদী, দেখা যায়। রেললাইন চলে গেছে সেতুর উপর দিয়ে, গাড়ী সেতুতে উঠলেই চাকার ধকধক শব্দটা কেমন বদলে যায়।

মনে পড়ে বৃষ্টি লেগে লেপ্টে যাওয়া জলরঙের ছবির মতন একটা মুখ, ঘামে ভেজা চুলগুছি লেগে ছিলো গালে। ঘননীল পাড়ওলা চন্দন রঙের শাড়ী পরা ছিলো, কানের লম্বা লম্বা সোনার দুলের প্রান্তে ছিলো চকমকে নীল পাথরের জেল্লা। কবেকার সেই মেয়ে। ঝিকমিক হাসি ছিলো ওর চোখেমুখে। সে কি আসবে, সে কি গাড়ী থেকে নামবে কোনোদিন? কাছে এসে বলবে, "চিনতে পারো, বিতান? আমি একদিন আসবো বলে গেছিলাম যে! এই দ্যাখো, আমি এসেছি।" আসবে কি সেই দিনটা? কবে, সে কবে?

মহুয়াগাছে ঝুরুঝুরু করে হেমন্তশেষের হাওয়া, বিতানের শীত লাগে, ধূসর চাদরটা জড়িয়ে নেয় ভালো করে। রাতের শেষ ট্রেন আসছে, কেমন ধক ধক কাঁপন মাটিতে।

কত শীত এলো কত গেল, বসন্ত এলে এই মহুয়া উতলা হলো। কত গ্রীষ্ম এলো, চলেও গেল। কত বর্ষাও। বছরে বছরে বুড়া হয়ে যাচ্ছে বিতান, সে কি চিনতে পারবে ওকে? সে নিজেও কি বদলে গেছে এত এত বছরের পরে?

কে যেন লিখেছিল, "জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার"? হায়, কবি বোঝে না সত্যি সত্যি কুড়ি বছর আসলে কত বিরাট ব্যবধান! বিতানের নশ্বর চোখে ধরা পড়ে তার চুলের লবণমরিচ, তার ভাঙা গাল, তার রুখু মুখ, তার নিষ্প্রভ চোখ। পুরানো অ্যালবামের অনেক আগের ছবি থেকে ফুটফুটে কিশোর তার দিকে বিষাদচোখে চেয়ে থাকে। সে চোখে চিরকালই কিসের যে বিষাদ!

বিতান বুড়িয়ে গেছে। কিন্তু অমৃতা, সে যে অমৃতা, সে যে অমৃতের হরিণী, সময় তাকে ক্ষয় করবে না। দেখামাত্র বিতান ঠিক চিনতে পারবে। দেখা হবেই দেখা হবেই, এই জীবনের শেষ সীমায় হলেও দেখা হবেই। সে যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলো।

...

স্বীকারোক্তি: এটা সামান্য এগিয়ে থেমে থাকা একটা গল্প, ইচ্ছে ছিলো সম্পূর্ণ করার। কিছুতেই হয় না। ভাবলাম সচলে দিয়ে দেখি বন্ধুরা কি বলেন।


মন্তব্য

তুলিরেখা এর ছবি

গতকাল এই পোস্ট দুইবার হাওয়া হয়ে গেল, একবার সম্পাদনা করতে গিয়ে, একবার এমনিই। মন খারাপ
সার্ভারের কিছু গন্ডগোল ছিলো কি?
ছবি এখনো জুড়তে পারছি না, দেখায় পেজ নট ফাউন্ড!!!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

তুলিরেখা লেখাটা ভালো লাগল। জীবনে থাকে কিছু প্রতীক্ষা, কিছু অপেক্ষা, তবু জীবন থেকে থাকে না। অপেক্ষা কখনো শেষ হয়, আবার কখনো শেষ হয় না।

আপনাদের সবাইকে অগ্রীম ঈদ মোবারক।

দলছুট।
===========
বন্ধু হব যদি হাত বাড়াও।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ দলছুট।
ঈদ মুবারক।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রেশনুভা এর ছবি

দেখা অমৃতা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল বলে হবে নাকি বোকা বিতান যে এরকম আঠার মতন লেগে রয়েছে সেজন্যে হবে?
গল্প তুমুল হইছে ... চমৎকার।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ রেশনুভা।
দেখা হবে কিনা তাই বা কে জানে!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

ভাষা,বর্ণনা চমৎকার।
গল্পটিকে আরো এগিয়ে নেয়া যায়,আপনার সে ক্ষমতা আছে।
অল দ্য বেষ্ট।

তমিজ উদদীন লোদী

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বন্ধু।
দেখি কতদূর কি হয়।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি এটুকুতেই সন্তুষ্ট
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

এইটুকুতেই সন্তুষ্ট?
শুনে ভালো লাগলো।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

আমার কাছে প্রেমের গল্প লেখা খুব কঠিন মনে হয়। আপনি কঠিনেরে জয় করিয়াছেন বোধ হইতেছে। বিতানের প্রতীক্ষায় মানুষের শুভ আশার বেচে থাকা দেখতে পাই।

মনামী
n.afrin[অ্যাট]live.com

তুলিরেখা এর ছবি

আমারও তাই মনে হয়, মানুষের শুভ আশার বেঁচে থাকা।
ভালো থাকবেন মনামী।
----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনিন্দ্য রহমান এর ছবি

চমৎকার। এর বড়ো দরকার কী? দীর্ঘশ্বাসকে শ্বাসকষ্ট পর্যন্ত নিয়ে না গেলে হয় না ?
______________________________________________
to be or not to be - that was never a question (jean-luc godard)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তুলিরেখা এর ছবি

তাহলে এইটুকুই থাক। হাসি
ধন্যবাদ অনিন্দ্য।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তীরন্দাজ এর ছবি

মনছোঁয়া আর অসাধারন আপনার লেখনী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ তীরুদা। আপনার মতন যাদুকর লেখক যখন সামান্য এই লেখনীকে এরকম কথা বলেন তখন কেমন শিহর লাগে।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

খুব চমৎকার (বলে বলে ক্লান্ত হয়ে গেছি), আর এই তো যথেষ্ট, আর না বাড়ালেই বা কী এসে যায়?

তুলিরেখা এর ছবি

আচ্ছা তবে এইখানেই দাঁড়ি। হাসি
অনেকদিন আপনার লেখা দেখিনা, খুব ব্যস্ত নাকি?
অপেক্ষায় থাকি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।