শূন্যের তরঙ্গমালা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বিষ্যুদ, ১৮/০৩/২০১০ - ৪:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম ভেঙে যায়, ভিতরে কোথায় যেন একটা ভোঁতা ব্যথা। সে কি শূন্যতার বেদনা? ছল্‌ ছল্‌ ছলাৎ শব্দ শুনি। নৌকায় কি এসে লাগে ঢেউ? এত ঢেউ? উঠে বসি, এগোই একটু, ছইয়ের ভিতর থেকে বাইরে হাত বাড়িয়ে ছুঁই ঝড়ের শিণ্‌ শিণ্‌ শব্দ, খুব ঝড় বাইরে। সূচের মতন ঠান্ডা বৃষ্টি বিঁধে যায় হাতে।

হাত ভিতরে টেনে নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি একপাশ ঘেঁষে। আয় ঘুম, আয়। তুই না এলে কীকরে এই ভঙ্গুর মানুষশরীর সইবে এত অমানুষিক আঘাত? ঘুমের ভিতরে শান্তি, শান্তি, জলের মত শান্তি। একটা একলা পাখিকে দেখি, রাত হয়ে যাওয়া আকাশে ক্লান্ত ডানায় ভেসে যায় সে আরো আরো আঁধারের দিকে। আমার সেও কি এমনি করেই একলা ভেসে যায়? আমার চোখে জল নেই, না। সেতো আমার সামনেই ভেসে গেল স্রোতে!

আমাদের নৌকাগুলি একদিন হয়তো পৌঁছাবে ডাঙায়। হয়তো সেখানে উর্বর জমিসব, হয়তো সেখানে ফসলভরা মাঠ দোলে দিগন্ত থেকে দিগন্তে, সোনালী রোদে ভরে থাকে আকাশ। হয়তো সেখানে টলটলে সব দিঘি, হয়তো সেখানে পথের ধারে ফলের বাগান, ফুলের মেলা। ঝড়ের অন্ধকার পার হয়ে হয়তো সত্যি আছে তেমন দুধমধুর দেশ। লড়াই করতে করতে হয়তো সেখানে পৌঁছাবে এই নৌবহর। মাঝিরা তো সত্যি করিৎকর্মা!

আমার শূন্য ধাত্রীভূমি লোহিত বেদনায় ভরে ওঠে, আমার কাছে সেই দুধমধুর দেশের মানেটা কী? মনে হয় সে যেন বলছে, "সবাইকে তুই সঙ্গে নিলি, শুধু আমাকে না!" সব আমার কল্পনা, সেতো কথা কইবার মতন বড় হয় নি!

ঘুম ঘুম,জাগন জাগন, আবার ঘুম। স্বপ্নে ছুঁয়ে ফেলি চঞ্চল তরঙ্গমালা। এত ঢেউ, এত ঢেউ শূন্যের গভীরে? আরো আরো গভীর শূন্যতায়, আরো তীব্র পূর্ণতার আলোড়ন? তবে কি কিছুই ফুরায় না, সবই ফিরে আসে? মহাশূন্যের ভিতর থেকে নতুন জীবন নিয়ে? সেও কি ফিরে আসবে? সেই আশার দেশে, আলোর দেশে, ভালোবাসার দেশে? আঁধার পার হয়ে সত্যিই কি পাওয়া যায় আলোর দিশা?

সেই একলা পাখিটাকে আবার দেখি, ওর ডানায় অন্ধকার আর ক্লান্তি জড়িয়ে যাচ্ছে শিশিরের মত, তবু সে ওড়ে আর ওড়ে। কোথাও বুঝি উদয়দিগন্ত আছে রে তোর? চারিপাশে কোলাহল করে ঢেউয়েরা, শূন্যের গভীরের অগণিত তরঙ্গমালা, অদেখা আলোড়ন। ওরা এমন কত আসাযাওয়া দেখলো! কত জন্ম কত মরণ তালেতালে ওঠাপড়ার মতন। আহা জীবন, তবু জীবন ভালোবেসে আঁকড়ে থাকি খড়কুটো।


মন্তব্য

হরফ এর ছবি

ধোঁয়াটে লাগল।

তুলিরেখা এর ছবি

আরে ঠিকই তো! ধোঁয়াই তো! এই ধোঁয়াই মেঘ হয়ে যায়, বৃষ্টি নামায় মুষলধারে। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শুভাশীষ দাশ এর ছবি

শূণ্যের > শূন্যের
কান্ডারীরা > কাণ্ডারিরা

ভেতরেও এক জায়গায় শূন্য বানান ভুল।

বুঝলাম না। আপ্নের আইডি হ্যাক অইল নাকি? দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ। ণ থেকে ন করলাম। তবে কান্ডারী বানান ঠিক। চোখে এই পুরানো বানানটাই ভালোলাগে, কান্ডারী হুঁশিয়ার মনে নাই? দেঁতো হাসি

কী বোঝলেন না মশয়? আইডি কী কন মহাশয়, সব্বস্ব হ্যাক হইয়া এক্কেরে গাপ গেছে গা! হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দ্রোহী এর ছবি

বুঝিনি....

তুলিরেখা এর ছবি

বুঝেন নাই? আহা রে। আপনের মত ভালমানুষ পোলা পাইয়া এরা কী যে করতেছে!
চুপে চুপে কন দেহি, মেম্বরনী কি কয়দিন আপনেরে খুবই টাইট দিসে? দেঁতো হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমি তো আমার মতো করে পুরোটাই বুঝে নিলাম। হাসি
ভালোলাগার কথা আর কতোভাবে বলা যায়, ভাবছি...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ সুলতানা পারভীন শিমুল।
কিছু কিছু জিনিস নিজের মত করে বুঝে নিলেই সবচেয়ে আপন করে পাওয়া হয়।
ভালো থাকবেন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শেখ নজরুল এর ছবি

ঘুম ঘুম,জাগন জাগন, আবার ঘুম। স্বপ্নে ছুঁয়ে ফেলি চঞ্চল তরঙ্গমালা। এত ঢেউ, এত ঢেউ শূন্যের গভীরে? আরো আরো গভীর শূন্যতায়, আরো তীব্র পূর্ণতার আলোড়ন? তবে কি কিছুই ফুরায় না, সবই ফিরে আসে? শূন্যের ভিতর থেকে নতুন জীবন নিয়ে? সেও কি ফিরে আসবে? সেই আশার দেশে, আলোর দেশে, ভালোবাসার দেশে? আঁধার পার হয়ে সত্যিই কি পাওয়া যায় আলোর দিশা?

খুব ভালো লেগেছে।
শেখ নজরুল

শেখ নজরুল

তুলিরেখা এর ছবি

অনেক ধন্যবাদ শেখ নজরুল।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

তুলিরেখা, 'দেশ' পত্রিকায় আপনার একটা গল্প ছাপা হয়েছে শুনেছি - অনেক, অনেক অভিনন্দন!! ইসসস, খুব পড়ার ইচ্ছা, কিন্তু দেশ রাখা হয় না। তাই দেশে গিয়ে 'দেশ' হাতে না আসা পর্যন্ত হাঁ করে বসে থাকা ছাড়া উপায় নাই মন খারাপ

সংখ্যাটা একটু বলবেন? তাইলে পরে আমার খুঁযে বের করতে সুবিধা হবে। আর, ইয়ে, এখানে পরে তুলে দিলেও খ্রাপ হয় না কিন্তু দেঁতো হাসি

তুলিরেখা এর ছবি

হে:,আমারে দিয়াই কওয়াইবেন? মন খারাপ
আমি সৌজন্য কপি পাইলাম দিনকয়েক আগে। ১৭ই ফেব্রুয়ারী সংখ্যা।
ও গল্পের প্রথম সিকিভাগ এখানেই দিয়েছিলাম, সেটাও একটা পূর্ণ গল্পই ছিলো। ছাপাখানায় নিয়ম আলাদা, সেখানে আবার কত শব্দ থাকবে তার একটা লোয়ার লিমিট থাকে। মন খারাপ
এখানে ব্লগে মেজাজ ব্লগীয়, ছাপীয় জিনিসের মেজাজ অন্য। এখানে সে জিনিস দিলে ঠিক জিনিসটা আসবে না, কারণ একজন চিত্রশিল্পী কতগুলো মানানসই ছবি এঁকে দিয়েছেন, একজন ফরম্যাট করে নিজেদের হিসেব মত কোথাও কোথাও কয়েকলাইন আলাদা করে হাইলাইট করেছেন, সবমিলিয়ে যা হয়েছে সেটা আসলে যৌথ ব্যাপার!

ভালো থাকবেন।
----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি

- সত্যি কইরা বলেন, কিরা কাইট্টা বলেন, উত্তর মুখে তাকাইয়া বলেন— আপনে এইটা কোবতে ল্যাখেন নাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তুলিরেখা এর ছবি

এ ই ই ই ই ই ই!!!!!!!!!!!!!!!!!
আপনে ধইরা লাইলেন কেম্বায়? চিন্তিত
চাইর লাইন লিখছিলাম, কিন্তু খুব কম হইয়া যায় বইলা লাইন গুলির মইধ্যে মইধ্যে আর ডাইনে বায়ে সামনে পিছে কথা কথা কথা জুইড়া দিছি। বেশ একখান গল্পকণিকা হইয়া গেছে! কিন্তু আপনের তো মিয়া দেহি বাজপাখির নজর!!!!!

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

বইখাতা এর ছবি

ঘুমের ভিতরে শান্তি, শান্তি, জলের মত শান্তি।

খুব ঠিক ! মাথার ভেতরের চিন্তাগুলিকে ঘুম ছাড়া আর কোনোকিছু দূর করে দিতে পারে না । ঘুমেই শান্তি !
লেখা সবসময়ের মতোই চমৎকার।

তুলিরেখা এর ছবি

ধন্যবাদ বইখাতা।
রাত্রি মায়ের মতন আর ঘুম মায়ের যত্নের মত।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি

স্নিগ্ধার মন্তব্যে চোখ না পড়লে কখনো জানতাম কি তুলিরেখা!! কিন্তু ১৭ ফেব্রুয়ারী সংখ্যা এখন কোথায় পাই!!
মধুবন্তী মেঘ।

অতিথি লেখক এর ছবি

স্নিগ্ধার মন্তব্যে চোখ না পড়লে কখনো জানতাম কি তুলিরেখা!! কিন্তু ১৭ ফেব্রুয়ারী সংখ্যা এখন কোথায় পাই!!
মধুবন্তী মেঘ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।