মেমোরী রিফ্রেশ: সুনামির পরে

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: সোম, ০৯/০৭/২০০৭ - ৫:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুধীন দত্ত লিখেছিলেন, ফাটা ডিমে তা দিলে কী ফল পাবে, মনস্তাপেও লাগবে না তাতে জোড়া। বছর বিশেক পর বিনয় মজুমদারও একই কথা লিখলেন, ক্ষতস্থান সেরে গেলে পুনর্বার তাতে রোম গজাবেনা, এই জেনে রাত্রির মাছির মত শান্ত হয়ে বসেছে বেদনা। ভাবছি, কই ভালোবাসাও তো আছে। তাকে পুঁজি করে এইসব অমোঘ বাণীর বিপরীতে দাঁড়ানো যায় কিনা। ভাবতে ভাবতে জয় গোস্বামীর একটা কবিতার কথা মনে এল। চমৎকার! একটু মেমোরী রিফ্রেশ হোক। প্রলয়ংকরী সুনামির পর।

সৎকার গাথা/জয় গোস্বামী

আমরা যেদিন আগুনের নদী থেকে
তুলে আনলাম মা'র ভেসে-যাওয়া দেহ
সারা গা জ্বলছে, বোন তোর মনে আছে
প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ

দীর্ঘ চঞ্চু, রোঁয়া-ওঠা ঘাড় তুলে
এগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরা
বলেছে, এ সভা বিধান দিচ্ছে শোনো
দাহ করবার অধিকারী নয় এরা

সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়ে
কাঁধে মা'র দেহ, উপরে জ্বলছে চাঁদ
পথে পড়েছিল বিষাক্ত জলাভূমি
পথে পড়েছিল চুন লবণের খাদ

আমার আঙুল খসে গেছে, তোর বুক
শুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁঝে
আহার ছিল না, শৌচ ছিল না কারো
আমরা ছিলাম শব বহনের কাজে

যে দেশে এলাম, কিছু নেই চারিদিকে
গাছ থেকে ঝুলে মৃত পশুদের ছাল
....................
নামিয়েছি আজ জননীর কঙ্কাল

বোন তোকে বলি, এ অস্থি পোড়াবো না
গাছের কোটরে রেখে যাবো এই হাড়
আমরা শিখি নি, পরে যারা আছে তারা
তারা শিখবে না এর ঠিক ব্যবহার?

পূবদিকে শাদা করোটি রঙের আলো
পেছনে নামছে সন্ধ্যার মত ঘোর
পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে
বসে আছি, শুধু দুই মৃতদেহ চোর
.......

নাহ! পারলাম না। সুনামিতে একটা লাইন খোয়া গেছে। কারো মনে থাকলে যুক্ত করে দিয়েন। আমার ব্লগ অপশনে গেলে আমার শেষ লেখাটি (শিকড়ের কথা শুনে) দেখায় না। এটাও কি সুনামিতে ভেসে গেল নাকি?


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

...
আমার আংগুল খসে গেছে,তোর বুক
শুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁঝে
আহার ছিলোনা,শৌচ ছিল না কারো
আমরা ছিলাম শববহনের কাজে
...
যে দেশে এলাম,মরা গাছ চারিদিকে
ডাল থেকে ঝোলে মৃতপশুদের ছাল
পৃথিবীর শেষ নদীর কিনারে এসে
নামিয়েছি আজ জননীর কংকাল
...

ভালোবাসা'ই যদি না থাকলো তবে মৃতজননীর শব কাঁধে এতো দূর ছুটে আসা কেনো? ছুঁড়ে ফেলে দিলেই হতো

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

আপনার পোস্ট শিকড়ের কথা শুনে,এইটা দেখায় তো।আমি তো দেখছি এখানে

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

সাধক শঙ্কু এর ছবি

জয় গোস্বামীর কবিতা ভালো পাই।


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

শ্যাজা এর ছবি

এই কিছুদিন আগে এক অনুষ্ঠানে জয় পড়ে শুনিয়েছিলেন এই কবিতাটি। পড়তে গিয়ে মনে হলো, পড়ছি না, শুনছি। জয়েরই মুখে।

সুনামি নিয়ে ভাববেন না সুমন। ভেসে যায় ঠিকই কিন্তু ফিরে যা আসে সেও বড় কম নয়।

ভাল থাকুন। ভাল রাখুন।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

হাসান মোরশেদ এর ছবি

ইমরুল হাসান

দু দুবার ব্যাখ্যা চাওয়ায় মনে হলো,ব্যাখ্যা পাওয়াটা আপনার জন্য আসলেই জরুরী ।
ভাবছি, কই ভালোবাসাও তো আছে। সুমন রহমানের পোষ্টের লাইন এটা । তারই প্রসংগে আমার এ লাইন । ভালোবাসা যে আসলেই আছে দ্বিধাহীন,শর্তহীন সেটাকে আরেকটু প্রকাশিত করার জন্য ।
কেউ তার ভালোবাসা ছুঁড়ে ফেলে দিবে কিনা, সেইটা তার ব্যাপার। এইরকম প্রকারে সবকিছু কে তার ব্যাপার কিংবা আমার ব্যাপার ঘোষনা দিয়ে বসলে কোনকিছুই আর আলোচনাযোগ্য থাকেনা । আর সবকিছু যার যার ব্যাপার হলে সমাজ সংসার বলেন,ব্লগ বলেন,কমিউনিটি বলেন কোনকিছুরই আদতে আর কোনো প্রয়োজন নাই ।

ফোঁড়ন কাটাকাটি আমার পেশা কিংবা নেশা কোনটার মাঝেই পড়েনা এবং এই সব কাটাকাটি খেলায় আমি আমোদিত ও হইনা ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

কবিতাটা ভালো লেগেছে খুব। ধ্বংসই তো নতুন সৃষ্টির প্রেরণা যোগায়।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।