সবকিছু ঠিকঠাক রাখার জন্যে

জিফরান খালেদ এর ছবি
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: শনি, ১১/০৮/২০০৭ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঠে দাঁড়ালে
গোটা মাঠটাই নেই হয়ে
যায়।
সবসময় এই-ই ঘটে।
যেখানেই থাকিনা কেন,
সেখানকার একমাত্র নেই
বস্তুটা হলাম - আমি।

বাতাস ছিন্ন করে করে
হেঁটে যাই যখন,
সাথে সাথেই বাতাস
জড়ো হয় - আমার
শরীর এইমাত্র ফেলে এল
যে জায়গাটুকু।

ক্রমাগত হাঁটার জন্যে
আমাদের প্রত্যেকেরই আলাদা-আলদাভাবে
অসংখ্য যুক্তি আছে।

আমি হেঁটে যাই
সবকিছু ঠিকঠাক রাখার জন্যে।

কবি - মার্ক স্ট্রেন্ড
ভাষান্তর - জিফরান খালেদ


মন্তব্য

জিফরান খালেদ এর ছবি

লিটল ম্যাগ করর সময় অনুবাদ করতাম দেদারসে (নিজের লিখার ত্রুটি ঢাকবার জন্যেই হয়তো!!)। এই অল্প পরিচিত (তুলনামূলকভাবে) আমেরিকান কবি আমার খুব প্রিয়। এই সাইটে কবিতার পাঠক একটু কমই। তারপরেও দিয়া যাইতেছি গোয়াঁরের মত। এই গোয়াঁর্তুমিটা ছাড়া কবিতা-প্রেমীগো কিইবা আছে কন (হে হে)?

হিমু এর ছবি

কবিতার পাঠকরা হয়তো একটু চুপচাপ :)।

কবিতাটা ভালো লেগেছে। আমি কবিতা পড়ি কম, একসময় বিষণ্ন বোধ করলে কবিতা লেখার চেষ্টা করতাম, কিন্তু দেখলাম যে আমাকে দিয়ে ব্যাপারটা ঠিক জুতের হচ্ছে না।

স্ট্রেন্ডের আরো কবিতার অনুবাদ পড়তে আগ্রহ বোধ করছি।


হাঁটুপানির জলদস্যু

মুহম্মদ জুবায়ের এর ছবি

কবিতার পাঠকরা হয়তো একটু চুপচাপ :)।

হিমুর মন্তব্যটিকে আরেকটু বিস্তৃতি দিয়ে বলা যায়, আমরা সবাই বোধহয় কমবেশি মন্তব্যকৃপণ।

জিফরান খালেদ, আপনার গোঁয়ার্তুমি অটুট থাকুক।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি এর ছবি

মানুষ মনে হয় এখন রাজনীতি-সমাজনীতি-পরিবারনীতি ইত্যাদিতেই মনযোগী বেশি,পক্ষ-বিপক্ষ এর টানাপরোন আমাদের ভাবাই সারাক্ষন,সরবে অনুভব বা নীরবে অনুভব ব্যাপারটা যেন মারা যাচ্চে প্রতিনিয়ত...তুবুও একদল মানুষ থাকে যারা গোয়ারের মত কবিতার গন্দ খুজে ফিরে সারাক্ষন যেমন একদল প্রেমিক খুজে ফিরে অনুরাগ...যদিও সেক্স পিস্তলই ঠিক "জীবনের শুধুমাত্র দুটি গন্তব্য আছে...Life is nowhere or boredom"...তবু বলতে চাই cheers zifran!

অতিথি এর ছবি

মানুষ মনে হয় এখন রাজনীতি-সমাজনীতি-পরিবারনীতি ইত্যাদিতেই মনযোগী বেশি,পক্ষ-বিপক্ষ এর টানাপরোন আমাদের ভাবাই সারাক্ষন,সরবে অনুভব বা নীরবে অনুভব ব্যাপারটা যেন মারা যাচ্চে প্রতিনিয়ত...তুবুও একদল মানুষ থাকে যারা গোয়ারের মত কবিতার গন্দ খুজে ফিরে সারাক্ষন যেমন একদল প্রেমিক খুজে ফিরে অনুরাগ...যদিও সেক্স পিস্তলই ঠিক "জীবনের শুধুমাত্র দুটি গন্তব্য আছে...Life is nowhere or boredom"...তবু বলতে চাই cheers zifran!

dhrubo

জিফরান খালেদ এর ছবি

মামু রে, ধন্যবাদ।

ধন্যবাদ জুবায়ের ভাইকেও।

নজমুল আলবাব এর ছবি

পাঠক কম ভাবনা থেকে যদি গোয়ার্তুমি বন্ধ করে দেন তবে বড় কস্ট লাগবেগো ভাই। আমারা মন্তব্য করার যোগ্যতাহীন পাঠক তাতে বেজার হব।

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সহমত @ আলবাব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।