ফিরে আমরা যেতেই পারি, কিন্তু কেন যাব?

জোহরা ফেরদৌসী এর ছবি
লিখেছেন জোহরা ফেরদৌসী (তারিখ: শুক্র, ১৯/০৪/২০১৩ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তাহলে আমাদের ফিরে যাওয়াই উচিত?
পাবনা, রামু, হবিগঞ্জ, ফেনী, পঞ্চগড়, লাউয়াছড়া,
বাগেরহাট, দাউদকান্দি, চাপাইনবাবগঞ্জ, লালমণিরহাট, বাঁশখালি আর বাংলাবান্ধায়...
ছাই দিয়ে মাজা টিনের গেলাসে পানি
আর তাওয়ায় ছ্যাঁকা ফুলকো গমের রুটি
কিংবা এক চিমটে নুন মাখা ভাতের বাসন
এগিয়ে দেয়া উচিত স্বামী, পুত্রকে।
এই সব মন্দ্রস্বরের মিছিলের নষ্ট স্লোগান ভুলে
গাওয়া উচিত শুধুই ঘুম পাড়ানি গান।
মুষ্টিবদ্ধ নয়,
উঠোনের মাচার ওপর নরোম পুইয়ের লতার পাশেই
ভালো মানায় আমাদের হাত?

আমরা ফিরে গেলেই
পাকাপোক্ত গণতন্ত্র, সমুন্নত ধর্মানুভূতি
আর শান্তিময় ক্ষমতার হাত বদল
সবকিছু থাকে সহি সালামত?

ফিরে আমরা যেতেই পারি,
যারা এসেছি গড়াই, আড়িয়াল খাঁ, গোম্‌তী আর আগুনমুখার পাড় থেকে।
শুধু ভেবে বলুনতো-
কী হবে বাংলাদেশের স্কুল, কলেজ, হাসপাতাল,
কারখানা আর ইটের ভাটার?
নির্মানাধীন বহুতল ভবনের ইট ভাঙ্গারইবা কী হবে?
ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে
কারা বিলাবে স্যালাইন, জন্মনিয়ন্ত্রনের বড়ি আর পোলিওর টিকা?
তৈরী পোষাক শিল্পের রপ্তানী আয়ের বর্ণিল পাই-চার্ট
কিংবা শনৈ শনৈ ক্ষুদ্র ঋণের উন্নয়নের
বিদগ্ধ সেমিনারেরইবা হবে কী গতি?

।। এপ্রিল ১৯, ২০১৩ ।।

উৎসর্গ-
আবহমানকাল ধরে বাংলাদেশের যে সব নারীরা ভেঙ্গেছেন অন্ধকারের শৃংখল। রোকেয়া সাখাওয়াত হোসেন (বেগম রোকেয়া), প্রীতিলতা ওয়াদ্দেকার, ইলা মিত্র, শহীদ সেলিনা পারভীন, শহীদ জননী জাহানারা ইমাম, সুফিয়া কামাল, শহীদ জননী সাফিয়া বেগম ও জানা অজানা সকল নারী যাঁরা দেশমাতৃকার ডাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন হাসি মুখে । অজস্র নারী যাঁরা প্রতিনিয়ত নিজেদের ব্যক্তিগত জীবনের হাজারো প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। সালাম আজকের লাকি আক্তারকে। সালাম, হে আলোকের যাত্রীরা।


মন্তব্য

তারিক এর ছবি

কি সাংঘাতিক, আপনি এতো ভালো কবিতাও লিখতে পারেন?! আর শুনুন, কোথাও ফিরে-টিরে যাবার দরকার নেই, আমাদের সাথেই থাকুন।

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ, তারিক। কোত্থাও যাওয়ার ইচ্ছে নেই বাংলাদেশের বহ্নিশিখাদের। কেনইবা যাবে তাঁরা?

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

চমতকার!!

-মানস প্রদীপ

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ, মানস প্রদীপ, অনেক ধন্যবাদ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

রংতুলি এর ছবি

চলুক চলুক

চরম বলেছেন আপু!!

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ, রংতুলি।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

এক লহমা এর ছবি

খুব সুন্দর কবিতা লিখেছ বোন। আর হ্যাঁ ফিরে যাবার তো কোনো প্রশ্ন-ই নেই। তোমরা, বাংলাদেশের এই বহ্নিশিখা মেয়েরাই গড়বে আগামীর উজ্জল দুনিয়া। পাশে থাকবে তোমাদের সহযোদ্ধারা। আসবেই, সে দিন আসবেই।
-অমিতদা

জোহরা ফেরদৌসী এর ছবি

আসবেই, সে দিন আসবেই।

চলুক
সেই আশাতেই বেঁচে থাকা। ভালো থেকো, অমিতদা ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

আমাদের যা কিছু অর্জন, তার সমান অংশিদার আমাদের মা, আমাদের বোনরাও। প্রতিবারের মত এবারও বাংলাদেশের বহ্নিশিখারা এই অপশক্তির বিরুদ্ধে ঝলসে উঠবে। জয় সুনিশ্চত।

দেবাশীষ চৌধুরী দেব।

জোহরা ফেরদৌসী এর ছবি

দেবাশীষ, পৃথিবীর সব দেশেই মেয়েরা খুব সহজ শিকার ঘরে, বাইরে এখনও। বাংলাদেশেতো অবশ্যই। অনেক কষ্ট করে বাংলাদেশের মেয়েরা আজকের জায়গায় এসেছে। আশেপাশের দেশগুলোর তুলনায় আমাদের মেয়েরা ভালো করছে। আরো অনেকদূর যেতে হবে আমাদের। কাজেই অন্ধকারের শৃংখলে বাঁধা পড়া যাবে না।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

ধুসর জলছবি এর ছবি

চলুক চলুক চলুক

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ, ধুসর জলছবি ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

"আমরা ফিরে গেলেই
পাকাপোক্ত গণতন্ত্র, সমুন্নত ধর্মানুভূতি
আর শান্তিময় ক্ষমতার হাত বদল
সবকিছু থাকে সহি সালামত?"
চলুক

সুবোধ অবোধ

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

শেয়ার দিলাম

স্বয়ম

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ, স্বয়ম।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তারানা_শব্দ এর ছবি

ভালো লাগলো। চলুক

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ, তারানা_শব্দ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

জোহরা ফেরদৌসী এর ছবি

চরম উদাস, "সাহিত্যিক"? তাও আবার "ডেঞ্জারাস"? এ সব আপনার বেলায় খাটে চোখ টিপি , আমার বেলায় না দেঁতো হাসি

দেখেন না, কবিতাই তো ট্যাগ করিনি। কারন, কবিতার ছন্দ রীতির এক রত্তি জ্ঞান নেই আমার। শেষে কেউ প্রশ্ন করলে বেকুবের মতো বলতে হবে, জানি না খাইছে

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

চরম উদাস এর ছবি

আপনে তো দেখি ডেঞ্জারাস সাহিত্যিক, গদ্য পদ্য সবেই আছেন৷

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ, নজরুল ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ, সাক্ষী সত্যানন্দ ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

শাব্দিক এর ছবি

চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ, শাব্দিক, অনেক ধন্যবাদ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।