বামন-গল্প : বয়স

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: সোম, ২৬/০৫/২০০৮ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ কিছুদিন ধরে সচলায়তনে অণু-পরমাণু গল্পের ঢল নেমেছে। একটা সংকলনও হয়ে গেছে। সেই সংকলনে লেখার জন্যে আমন্ত্রিত হয়ে দুই সম্পাদককে জানিয়েছিলাম, ছোটো লেখা আমাকে দিয়ে হয় না, সুতরাং মাফ চাই।

অনেকদিন লেখালেখি কিছুই হয়ে উঠছে না। আজ ছুটির দিন বলে বসা গেলো। যা লিখতে গিয়েছিলাম তার আশেপাশেও যাওয়া হলো না, সম্পূর্ণ অন্য একটা জিনিস মাথায় এলো। তা-ও আবার ক্ষুদে গল্পের আকারে।

কিছু হলো কি না, যাচাই করে নেওয়া যাক।

* * * * * * * * * *

বয়স

যুদ্ধে গিয়েছিলে?
তখন বয়স হয়নি, ছোটো ছিলাম।
এখন হলে যাবে?
বয়স হয়ে গেছে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালই তো হয়েছে ।
eru

-------------------------------------
pause 4 exam

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ।

* * * * * * * * * * * * *
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বাহ্ বাহ॥ বেশ হয়েছে তো! ‌ Small is truly bueautyful.

মুহম্মদ জুবায়ের এর ছবি

হাসি

* * * * * * * * * * * * *
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হে হে হে। অজুহাত...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

গল্পের নাম হিসেবে 'অজুহাত' শব্দটা কিন্তু মাথায় ঘুরছিলো! হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হিমু এর ছবি

জার্মান শিক্ষার সময় একটা বাক্য পড়েছিলাম কোন এক জার্মান ম্যাগাজিনে, শান্তির সংজ্ঞা, "দুই যুদ্ধের মধ্যবর্তী সময়টুকুকে শান্তি বলে।" আপনার গল্পটা পড়ে মনে পড়ে গেলো।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

হালকায়ে সংশোধন : কথাটা কৈছিল দ্য গল....১৯৪৫ সালে বার্লিন ফল করার পরে...



ঈশ্বরাসিদ্ধে:

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ সূত্রটা জানানোর জন্যে। এই অসাধারণ বাক্যটা কোথাও পড়া ছিলো, জানা ছিলো না অথবা মনে ছিলো না কার উক্তি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

আপনার গল্পটা পড়ে মনে পড়ে গেলো।

গল্প হয়েছে তাহলে! খুশি হলাম।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

এইরকম গুলিগালাজ করলে তো নিরীহ ভীতু মানুষটারেও ভয়ের চোটেই যুদ্ধে যেতে হবে! হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নুশেরা তাজরীন এর ছবি

দারুণ!!!
খুদে গল্প দীর্ঘজীবি হোক।

কার লেখা জানিনা:
-আপনার বিয়ের প্রথম কুড়িবছর খুব খারাপ যাবে।
-তারপর...???
-সহ্য হয়ে যাবে...

মুহম্মদ জুবায়ের এর ছবি

খুদে গল্প দীর্ঘজীবি হোক।

তাহলে আমার কপালে দুঃখ আছে। ছোটো লেখা লিখতে পারি না। এই আকারের লেখা জীবনে প্রথম লিখলাম। তবু আপনিসহ আর কারো কারো ভালো লেগেছে জেনে প্রীত।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

অসাধারন। এমন অনেক মানুষ পাবেন সমাজে যাদের চরিত্র ঠিক এমনই।

অভী আগন্তুক
------------------------
যাহা লিখিব সত্যই লিখিব ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

এই ধরনের মানুষই হয়তো সংখ্যায় বেশি। ধন্যবাদ আপনার পাঠ ও মন্তব্যের জন্যে।
* * * * * * * * * * * * *
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

স্পর্শ এর ছবি

এইটা আসলেই গুল্লি হইসে!!
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ। আপনার নজরবন্দী দশা কেটে যাক দ্রুত।
-------------------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

তীরন্দাজ এর ছবি

খুবই ভাল পরমাণু গল্প আপনার।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দুর্দান্ত এর ছবি

অশ্রু, ঘাম আর পুঁজ সাঁতরে
জীবনের আঁচড়ে কনুই আর পিঠ ছিড়ে এগোই
শুধু রক্ত ঝরেনি,
তাই ওরা বলে আমি যোদ্ধা নই।

মুহম্মদ জুবায়ের এর ছবি

এই মন্তব্যের প্রতি-উত্তরে আপনার নিক ছাড়া আর কিছু মনে আসছে না। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কার মাইর শেষ রাইতে হয়। চোখ টিপি

দারুণ!!!

মুহম্মদ জুবায়ের এর ছবি

শেষ রাইতে হোক আর দিনদুপুরে হোক, মাইর-টাইরে আমি নাই। শান্তিপ্রিয় মানুষ। দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

রায়হান আবীর এর ছবি

দারুন।

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক তো? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সবজান্তা এর ছবি

এসব গল্প স্টকে রেখে আপনি দিয়াশলাই এ কোন লেখা দেন নি !

ঘোরতর অনৈতিক !


অলমিতি বিস্তারেণ

মুহম্মদ জুবায়ের এর ছবি

স্টকে থাকলে কী আর দিতাম না? কীভাবে লেখা হলো, আগেভাগেই বলে দিয়েছি। ইহা একটি সদ্য লেখা গদ্য। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ধুসর গোধূলি এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

কামান! মশা মারার জন্যে? চিন্তিত

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

বাহ, এই তো একজন বীর বাঙালি! দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ধুসর গোধূলি এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক আছে, তবে তাই হোক। হাসি
-----------------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছোট মরিচ, কিন্তু অনেক ঝাল।
দারুণ লাগলো !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুহম্মদ জুবায়ের এর ছবি

'ঝাল' এবং 'দারুণ লাগলো'!!

হুঁ বাবা, বগুড়ার মেয়ে বলে কথা! চোখ টিপি

* * * * * * * * * * * * *
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ফারুক ওয়াসিফ এর ছবি

ভাইজানের মনে হয় সিদ্ধিলাভ ঘটেছে!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মুহম্মদ জুবায়ের এর ছবি

এর নাম সিদ্ধিলাভ! চিন্তিত

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

খেকশিয়াল এর ছবি

হাহাহা অথবা বোধিলাভ ? দারুন লাগলো গল্পটা ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।