শহীদ কাদরী গুরুতর অসুস্থ (আপডেট ২ - জুন ১৮)

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ১:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগ্রহীদের জন্যে সর্বশেষ সংবাদ:

এখনো সম্পূর্ণ বিপদমুক্ত না হলেও শহীদ কাদরীর প্রাণসংশয় এই মুহূর্তে নেই বলে চিকিৎসকরা জানাচ্ছেন। তাঁরা বলেছিলেন, 'শহীদ ইজ আ ফাইটার'। শহীদ কাদরী তা প্রমাণ করছেন।

তাঁর রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে আছে গত ক'দিন ধরে, শ্বাস-প্রশ্বাসের জন্যে অক্সিজেনের সহায়তার পরিমাণও অনেক কম, নিয়মিত ডায়ালিসিস করা যাচ্ছে। অন্যসব উপসর্গ সহনীয় পর্যায়ে। শারীরিক যন্ত্রণা যাতে অনুভব করতে না হয়, সেজন্যে টানা প্রায় দু'সপ্তাহ ওষুধ দিয়ে তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিলো, গত দু'দিন তা বন্ধ হয়েছে। স্নায়ু সক্রিয় হয়ে আসছে। এখনো কথা বলতে সক্ষম নন, তবে বুঝতে পারছেন। দু'একদিনের মধ্যে কথা বলাও সম্ভব হবে বলে ধারণা রা হচ্ছে।

চিকিৎসকরা এখন তাঁর রক্তে সংক্রমণের কারণটি খুঁজে বের করার জন্যে বিভিন্ন ধরনের পরীক্ষা করছেন। সেটি নির্ণয় করা গেলে পরবর্তী চিকিৎসা-পদ্ধতি নির্ধারিত হবে।

মূল পোস্ট

নিউ ইয়র্কে প্রবাসী কবি শহীদ কাদরী দীর্ঘকাল ধরে দুই অকেজো কিডনি নিয়ে চিকিৎসাধীন। একটি কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন পাঁচ বছর। সপ্তাহে তিনদিন ডায়ালিসিস তাঁকে সীমিতভাবে সচল রেখেছে। সপ্তাহ দেড়েক আগে পিঠে অসহ্য ব্যথা বোধ করলে তাঁকে একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। দু’দিন আগে তাঁকে হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে একাধিক গুরুতর শারীরিক জটিলতার কারণে। তখন থেকে তাঁকে সিসিইউ-তে পর্যবেক্ষেণে রাখা হয়েছে, নানাবিধ পরীক্ষা চলছে।

রক্তে সংক্রমণ ও নিচু রক্তচাপ চিকিৎসকদের সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে। হার্টবিট নেমেছে ৪৭-এ। অক্সিজেন দেওয়া হচ্ছে। এপিলেপসির লক্ষণও দেখা গেছে, পরশু এবং আজ সিজার হয়েছে। নিউরোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে রক্তচাপ স্বাভাবিকের কাছাকাছি না এলে তা করা সম্ভব হবে না।

এইসব জটিলতার কারণে নিয়মিত ডায়ালিসিস করা যাচ্ছে না, করা হচ্ছে আংশিক। একটাই হয়তো ভালো খবর, তাঁর হার্টে কোনো গোলযোগ পাওয়া যায়নি। সেটা হলে দুর্যোগ আরো বড়ো ও জটিল হতে পারতো।

শারীরিক এতোসব সংকট সম্পর্কে আমার ধারণা প্রায় শূন্য, তবে কবির অসুস্থতা যে গুরুতর তা কোনো বালকও বুঝবে। নীরা ভাবী ফোনে যা জানিয়েছেন, তাই বয়ান করছি। শহীদ ভাইয়ের অনুরাগী-শুভার্থীদের খবর জানাতে অনুরোধ করে তিনি বললেন, আমি নিজেও অসুস্থ, মানসিকভাবে বিপর্যস্ত। সবাইকে এইসব বলতে বলতে আমি ভেঙে পড়ছি। কেউ যদি আমাকে এখন কিছু জিজ্ঞাসা না করেন, তাহলে সবচেয়ে ভালো হয়।

শহীদ কাদরী আছেন লং আইল্যান্ড জ্যুয়িশ হাসপাতালের সিসিইউ-এর ১৩ নম্বর কক্ষে। নিউ ইয়র্কবাসী কেউ ইচ্ছে করলে হাসপাতালে যেতে পারেন। হাসপাতালে ফোন (৭১৮.৪৭০.৭০০০) করলে ঠিকানা ও দিক-নির্দেশনা পাওয়া যাবে।

ডাক্তাররা বলেছেন, শহীদ ইজ আ ফাইটার।

আমরা চাই, যোদ্ধা যেন জয়ী হয়ে ফেরেন।

যাঁরা বিশ্বাসী, তাঁরা প্রার্থনা করতে পারেন কবির জন্যে। আর আমরা অবশিষ্টরা উদ্বেগ-ঊৎকণ্ঠা নিয়ে মন খারাপ করে বসে থাকা ছাড়া আর কী করতে পারি?

---------------------------------------------------
সর্বশেষ (জুন ০৯, ২০০৮ - সকাল ১০টা, নিউ ইয়র্ক সময়)

কবি শহীদ কাদরীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। গতকাল সামান্য জ্বর চিকিৎসকদের কিছু উদ্বিগ্ন করে রেখেছিলো। আজ সকালে জ্বর ছেড়েছে। পরীক্ষায় কোনোরকম নতুন উপসর্গ বা সংক্রমণ পাওয়া যায়নি। রক্তচাপ ও হার্টবিট এখনো ওঠানামা করলেও চিকিৎসকরা সুলক্ষণ দেখছেন।

তিনি সম্পূর্ণ বিপদমুক্ত নন, তবু কিছু ইতিবাচক খবর জানলে আমরা আশাবাদী হতেই পারি।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

কবির আশৃ রোগমুক্তি কামনা করি।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হিমু এর ছবি

শহীদ কাদরীর দ্রুত রোগমুক্তির আশায়, অপেক্ষায় রইলাম।


হাঁটুপানির জলদস্যু

তারেক এর ছবি

তাঁর সার্বিক সুস্থতা কামনা করি...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নুরুজ্জামান মানিক এর ছবি

কবির আরোগ্য কামনা করছি ।
ধন্যবাদ জুবায়ের ভাইকে খবর দেবার জন্য ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মাহবুব লীলেন এর ছবি

সুস্থ হয়ে উঠুন কবি

আকতার আহমেদ এর ছবি

দ্রুত সুস্থ্ হয়ে উঠুন কবি

অন্দ্রিলা এর ছবি

ভালো হয়ে উঠুন তিনি।

কনফুসিয়াস এর ছবি

প্রার্থনা করছি- কবি সুস্থ হয়ে উঠুন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফারুক ওয়াসিফ এর ছবি

আহা মনে পড়ে তাঁর বই উত্তরাধিকারের একটি পংক্তি,

গণিকালয়ের সারিতে তোমাকে দেখি একা

আজ বা কাল আমাদের পূর্বপুরুষদের রোপিত বৃক্ষগুলো পড়ে যাবে, আমরা কি তার জন্য প্রস্তুত?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন চৌধুরী এর ছবি

কবি সুস্থ হয়ে উঠুন



ঈশ্বরাসিদ্ধে:

অনিন্দিতা এর ছবি

কবির সুস্থ, নীরোগ , দীর্ঘায়ু কামনা করি
জুবায়ের ভাই কে ধন্যবাদ।

Soncharini এর ছবি

Shahid Kadrii taar oshusthota theke tini jeno shusthota lav koren ar tini jeno aram bodh koren taar jonyo prarthona korchhi

মুহম্মদ জুবায়ের এর ছবি

এইমাত্র শহীদ কাদরীর সর্বশেষ অবস্থা সংক্রান্ত আপডেট পোস্টের নিচে যুক্ত করে দিয়েছি। প্রথম পাতায় নতুন পোস্ট দিতে সংকোচ লাগলো। আগ্রহীরা এখান থেকেই দেখে নেবেন আশা করি।

মন্তব্য করে যাঁরা শুভকামনা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ। ভার্চুয়াল ফুলের তোড়াসদৃশ এই মন্তব্যগুলি যথাসময়ে কবিকে পৌঁছে দেওয়ার আশা রাখছি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী এর ছবি

শুনে খুব ভালো লাগলো। জুবায়ের ভাইকে ধন্যবাদ।



ঈশ্বরাসিদ্ধে:

আহমেদুর রশীদ এর ছবি

কবির জন্য অভিবাদন

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

পুতুল এর ছবি

কবির সার্বিক সুস্থতা কামনা করছি।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

কবির সার্বিক সুস্থতা কামনা করছি।

অতিথি লেখক এর ছবি

তোমাকে অভিবাদন, প্রিয়তমা'র কবির আশু আরোগ্য কামনা করি।

পরশ পাথর

মুজিব মেহদী এর ছবি

'কবি শহীদ কাদরী পুরোপুরি বিপদমুক্ত'-- এরকম একটি পোস্ট বা আপডেট যেন জুবায়ের ভাইয়ের হাতে অচিরেই লিখিত হয়। এরকম প্রত্যাশা।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুহম্মদ জুবায়ের এর ছবি

৯ জুন নিউ ইয়র্ক সময় আনুমানিক মধ্যরাতের আপডেট: নীরা ভাবী ফোন করে জানালেন, শহীদ ভাইয়ের রক্তচাপ আজ প্রায় স্বাভাবিক ছিলো বলে প্রথাসম্মত ডায়ালিসিস করা গেছে। জ্বর আর আসেনি, হৃৎস্পন্দনও স্বাভাবিকের কাছাকাছি। অক্সিজেনের নল খুলে ফেলার চেষ্টা রোগী নিজেই করছেন, ডাক্তাররা সম্ভবত আগামীকাল তা করবেন।

"শহীদ ইজ আ ফাইটার!"

করতালি দেওয়ার সময় বোধহয় এখনো হয়নি। লক্ষণগুলি ভালো লাগছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

সর্বশেষ সংবাদ যুক্ত করা হলো আগ্রহীদের জন্যে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

বিপ্লব রহমান এর ছবি

কবিকে শ্রদ্ধা। দ্রুত আরোগ্য কামনা।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শহীদ কাদরী ক্রমশ সুস্থ হয়ে উঠবেন আশাকরি... জুবায়ের ভাইয়ের ব্লগেই তা জানতে পারবো নিশ্চয়ই...
কবির জন্য শুভকামনা আর জুবায়ের ভাইয়ের জন্য ধন্যবাদ।
সমূদ্র গুপ্তও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন শুনেছি...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুহম্মদ জুবায়ের এর ছবি

সমুদ্র গুপ্ত সম্পর্কে সর্বশেষ খবর জানা থাকলে একটা পোস্ট দেবেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।