কেন গো রাই কান্দতে আছ পাগলিনী হইয়া

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বিষ্যুদ, ২৫/১২/২০০৮ - ১১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝেই দেখতে পাই একটা দরজা উড়ে উড়ে যাচ্ছে। দরজা পেরুলে সমুদ্র থাকে, জানালা পেরোলে আকাশ; এই রকমটা জানা থাকলে দেখতে কার না সাধ হয়! আকাশ থেকে টুপ টুপ ঝরছে মটরশুটি, সবুজ জলে কমলা রঙের পাঙাশ, ঝাঁকে ঝাঁকে। এই সাত সকালে মদ-টদ খাই নাই। অন্যগ্রহের চশমাও কুড়িয়ে পাইনি কাল রাতে। ঘুম হল না। লিখতে ইচ্ছে করল না। গান শুনলাম, রাধারমনের গান, তোমরা কুঞ্জ সাজাও গো।

মাঝে মাঝে আমি সবকিছুই দুটো বা তিনতে রঙে দেখি। বিবর্ণ ফুল, একপেশে প্রজাপতি। সব সেঁটে আছে পৃথিবীর স্ক্র্যাপবুকে। আকাশের মত রুলটানা খাতা আর তাতে সতরঞ্জির মত সমস্যা। তিন রঙ, তিন রঙ, কায়েসলোস্কির মত ছোট গোলপোস্টের মাঠ। সেই গোলপোস্টে আমার নকশি দরজা ধরে না, কানামাছি কে ধাক্কা দিয়ে স্মার্টলি উড়ে যায়।

জানালার ওপাশে দেখি আমার সিগারেট পুড়ে যায়। দরজার ওপাশের তপ্ত কড়াই থেকে কালোজিরা ভাজার ঘ্রাণ আসে। আর তার টানে উঠোন জুড়ে ম ম বৃষ্টিতে উড়ে আসছে অজস্র কৈ মাছ। স্মরনফের গা দিয়ে একটা অবাঞ্ছিত ফোঁটা নেমেই যাচ্ছে, কনাল সিনেমাটার মত। আমি দেখি ছাদের রোদ্দুরে সারি সারি বোয়ামে কড়ুই চালতা আম জলপাই, জানালা হলে রসিয়ে দেখা যেত।

আমার সামণে খোলা ছাদ, তিনতে কইতর রোজ আসে, খেলা করে। আমগাছ থেকে পাতা ঝরে, একলা ডাস্টবিনে পারদের মত জমা হচ্ছে সিগারেটের অবশিষ্টাংশ। ভিন্ন গাড়ির রঙে শাড়ির মত পান্থপথ ছাদের ওপাশে তেরঙা ঝান্ডার মত মনে হয়, দরজার ওপাশে একটা বেড়ার মত চওড়া হয়ে যাওয়া পাতা বাহার গাছ রাধারমনের গান শুনে মুচকি মুচকি হাসছে।

জানি সে আসছে। আমি উড়ে বেড়ানো দরজাগুলো খুঁজে খুঁজে জড়ো করেছি, তোমার আসার জন্য। সেটা হাট করে খোলা। জানালার ওপাশের তিনরঙা পৃথিবী একপেশে লাগছে, তাই বন্ধ। ঘরের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে সমস্ত ঘ্রাণ আলো ও প্রজাপতি।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গতকাল অনলাইনে যারা আছেন তাদের মধ্যে আপনার নাম দেখতে পেয়ে আপনার ব্লগে ঢুকলাম। আপনার কয়েকটা লেখা পরপর পড়ে আমার মন খারাপ হয়ে গেল। ইচ্ছে করছিল আমার পেছনের কাঁচের দেয়ালটা লাথি মেরে ভেঙ্গে দু'হাত দু'দিকে ছড়িয়ে শূণ্যে উড়ে যাই। উড়ে যাই রেইনট্রি আর দেবদারুগুলোর মাথা ছাড়িয়ে, পাশের বাড়ীর পুকুরে আসা একটা-দুইটা অতিথি পাখির সাথে আরো দক্ষিণে। এন, কারাজিনের বলাকাদের মত হয়তো দক্ষিণ ভারত মহাসাগরীয় দ্বীপগুলোতে অথবা আফ্রিকায়। কিন্তু এসবতো হবার নয়। তাই নিষ্প্রাণ মেশিনের স্পেসিফিকেশন সংক্রান্ত ব্যাপারে মাথা ঘামাতে ঘামাতে সারাটা দিন চলে গেল। আর আজ সকালেই আপনার আবারো অমন মন খারাপ করা আরেকটি লেখা! আমি কোথায় যাই বলুন তো?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কারুবাসনা এর ছবি

মিয়া, মন খারাপ হবে কেন? চিপায় ফেলতে তো লিখি নাই।
ঘুরে আসুন মেশিনের বাইরে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কপাল মন্দ। বউ গেছে একদিকে ঘুরতে, ছেলে আরেক দিকে। শুধু আমাকেই এই ছুটির দিনেও মেশিনের সামনে বসে থাকতে হচ্ছে। কী আর করা! পেটের দায়, বড় দায়!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কারুবাসনা এর ছবি

সঞ্চয় কি কিছু নাই? না থাকলে তো চমৎকার, মেশিন ছেড়ে ফকিরি উপভোগ করাটা।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

লাল কমল [অতিথি] এর ছবি

কুয়াশা ঢাকা দিনে এমন লেখা পড়লে মনটা কুয়াশায় ঢেকে যায়।

মাহবুব লীলেন এর ছবি

রাজধানির এই চোরাচক্করে রাধারমণ
দুর্দান্ত

কারুবাসনা এর ছবি

আরো রাধারমন শুনতে চাই ব্যবস্থা করেন।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নজমুল আলবাব এর ছবি

গান শুনতে পারছিলেন? সিডি ভালো ছিলো?

ভুল সময়ের মর্মাহত বাউল

কারুবাসনা এর ছবি

বেশ ভাল। আমার আরো চাই। বিশেষ করে ঐ ক্যাসেটগুলো ভুলতে পারছি না।।
সিডি চাই। সিডি। আরিফ ভাই কিছু করতে পারে কি না দেখি!!!

ঢাকা আসার কি হল?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

রানা মেহের এর ছবি

আপনার বর্ননা খুব ভালো লাগে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কারুবাসনা এর ছবি

বর্ণনা দিতে দিতেই তো জীবনপাত।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জানি সে আসছে। আমি উড়ে বেড়ানো দরজাগুলো খুঁজে খুঁজে জড়ো করেছি, তোমার আসার জন্য। সেটা হাট করে খোলা। জানালার ওপাশের তিনরঙা পৃথিবী একপেশে লাগছে, তাই বন্ধ। ঘরের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে সমস্ত ঘ্রাণ আলো ও প্রজাপতি।

আহা... দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কারুবাসনা এর ছবি

সত্যি দারুণ ব্যাপার।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মুস্তাফিজ এর ছবি

দারুণ লেখা

...........................
Every Picture Tells a Story

কারুবাসনা এর ছবি

সেন্ট মার্টিন?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।