আসেন সুখের বাদ্য বাজাই

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ০৩/০৯/২০০৮ - ৬:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


যুবরাজের মামলা বারো
সবগুলোতেই জামিন..
আজকে তিনি মুক্তি পেলেন
সবাই বলেন - আমিন !

অপরাধের জন্য পড়ে
থাকবে জেলের ভিতর;
তিনি কী আর এমন গ্রেডের
দুর্নীতিবাজ, ইতর !

আসেন সুখের বাদ্য বাজাই
আনন্দে গাই তা ধিন..
আরেকটিবার দেখল সবাই
"বিচার বিভাগ স্বাধীন" !


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- হ
যুবরাজ বইলা কথা। তিনিই নাকি জাতির কান্ডারী। সবাই মিলাদ দেওয়ার ব্যবস্থা করেন। আর লগে একটা কইরা ঠুন্ডা ঝাঁটা। এইটা হীরক রাজার দেশ। মহা বিটলা, মহা ইতর, মহা দুর্নীতিবাজ পাবলিকও মুক্ত হইয়া যায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

আমিও কি শুনতে পাই জামিনের ডাক?আমিও কি শুনতে পাই জামিনের ডাক?

রাফি এর ছবি

আপনার প্রত্যাশায় বসেছিলাম....
গুল্লি

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

হাসান মোরশেদ এর ছবি

যাই,দুই রাকাত শোকরানা নামাজ পইরা আসি ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতন্দ্র প্রহরী এর ছবি

পুরা চাল্লু!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

পরিবর্তনশীল এর ছবি

হা হা । ফাটাফাটি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দেবোত্তম দাশ এর ছবি

মস্ত হইছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অছ্যুৎ বলাই এর ছবি

বাথরুমে শেষটায়
তার প্রাণ যায় যায়।
তিনি যুবরাজ, তাই
তার ছাড়া পাওয়া চাই।

আপনেরা নিন্দুক
ডরে বুক ধুকপুক।
যুবরাজ মহীয়ান
করি তার গুণগান।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

তিনি এখন নিজের বাড়ির টয়লেটে উষ্ঠা খেয়ে পড়লে আশা করি জনগণের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে না।


হাঁটুপানির জলদস্যু

জ্বিনের বাদশা এর ছবি

আমীন ...সুম্মা আমীন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কনফুসিয়াস এর ছবি

মারহাবা, মার হাবা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রেনেট এর ছবি

আহারে, বেচারা না জানি কত কষ্টে ছিল এতদিন মন খারাপ
ওরে কে কোথায় আছিস, রাজপুত্রের মনোরঞ্জনের ব্যবস্থা কর।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

উনারে নিয়া মশকরা করবেন না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

দুর্দান্ত

বিপ্লব রহমান এর ছবি

(বিপ্লব)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মূর্তালা রামাত এর ছবি

অসাধারণ!!!!!!!!!

মূর্তালা রামাত

রায়হান আবীর এর ছবি

গুরু গুরু
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

স্বপ্নাহত এর ছবি

আজ খুশিতে ইফতারীতে
আসেন হরেক খাদ্য সাজাই
একটু না হয় খেলাম বেশি
বুট, ছোলা আর বেগুন ভাজাই।

যুবরাজের মুক্তি লাভে
একটু এবার বাদ্য বাজাই।
এশার নামাজ আজকে না হয়
আপনি আমি পড়বো কাজা-ই

নিন্দুকেরা যে যাই বলুক
ওসব কথায় আমরা না যাই
অতীতে তার যাহাই থাকুক
বর্তমানেও তিনি রাজাই।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্দান্ত, স্বপ্নাহত। আসলেই আলাদা পোস্ট দিতে পারতেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

সবাইরে ধন্যবাদ !
@স্বপ্নাহত
আফনেতো পুরা ফাডায়ালাইছেন
এই ছড়া আলাদা পোষ্ট না দিয়া কমেন্টাইলেন কোন দু:খে !
সবাই ভাল থাইকেন ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍যথারীতি দুর্ধর্ষ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।