বর্ষাকালের দুইটা কবিতা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: মঙ্গল, ২৪/০৫/২০১১ - ১:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নজরুল ইসলামের ই-বইয়ের প্রকল্প এবং নজমুল আলবাবের কবিতা প্রকল্প দুই প্রকল্পের জন্যই লেখা লিখব, এইরকম ভাবতেছি। ভাবতে ভাবতেই, ফেসবুক নোট হিসাবে লিখা পুরান দুইটা কবিতা(?) পত্রস্থ করলাম। পুরান জিনিস বিদায় করলেই না নতুন লিখা লিখতে সুবিধা ...


দোতলা বাসে

[১]
কখনো ভাবিনি সেইসব কবিতা কীভাবে লিখেছি আমি
যার কিছু কাঠগোলাপের ডালের মতন ভাঙ্গা, বৃষ্টি-দিনে
যার কিছু কাঠগোলাপের ফুলের মতন কাদায় আটকে থাকা
কখনো ভাবিনি সেইসব কবিতা প্রিয় ছিল না কখনো, তাই
একদিন দোতলাবাসে দোতালায় একা
মহাখালি থেকে উত্তরার পথে
আমি ভুলে গেছি কবিতা লেখার যতটুকু
শিখেছিলাম, পেরেছিলাম, অথবা পারিনি

কখনো ভাবিনি, এই জীবনে কতকিছু
শিখেছিলাম, পেরেছিলাম, অথবা পারিনি ...

[২]

দিলশাদ টঙ্গীব্রিজ এলে
চোখের আড়াল হয়ে যায় মেঘাক্রান্ত দিনে

২৮.০৩.২০১১

বন্ধুর স্মৃতি

চাইরটা সার্টিফিকেট আর একটা প্রেসক্রিপশন লয়া
ঠিকই চইলা গেলা
রয়া গেল আমাদের পারিবারিক উন্মাদনার চর্চা
সেইসব বকশিবাজারের মোড়ে দাঁড়ায়া আজও শুনা যায়
আর রয়া গেল ড্রয়ারের অব্যবহৃত

কবিতা এবং
আরো কিছু বিষণ্ণ দস্তাবেজ
দারিদ্রে তুমি ছিলা ভীষণ হিসাবী
পাই পাই হিসাব নিতা সকল অভিজ্ঞতার
এবং যেহেতু ছিলা ভালো ছাত্রী
সব হিসাব বুইঝা পাই নাই

আমার দোস্তরে তুমি বড়লোক ঠাউরাও
কিন্তু সে মূলত ছোটলোক টোকাই ধরনের
সে খালি অভিজ্ঞতা টোকাইত এদিক সেদিক

আইজও সব এদিক-সেদিক ঠিকাছে
কেবল তুমি নাই
আমরা আইজও বেইলি রোড শাহবাগে টোকায়া বেড়াই
তোমারে সার্চাই ফেসবুকে
মূলত

আইজও ঢাকার পোলারা বর্ষাকালে অভিজ্ঞদের প্রেমে পড়ে

০৬.০৯.২০১০


মন্তব্য

ফাহিম হাসান এর ছবি

বন্ধুর স্মৃতি - গুল্লি

অনিন্দ্য রহমান এর ছবি

থ্যাঙ্কস


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

১ পড়েছিলাম আগেই। ভালো লেগেছিলো...

২ তো ...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনিন্দ্য রহমান এর ছবি

২ এর অন্য হিস্টরি আছে ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আনন্দী কল্যাণ এর ছবি

দুইটা কবিতাই দারুণ, কিন্তু প্রথমটা বেশি প্রিয়। বেশি বেশি কবিতা লেখ, পড়তে চাই হাসি

অনিন্দ্য রহমান এর ছবি

এইটা সহ লাস্ট দুইটা পোস্টই আসলে আগের লেখা। নতুন লিখা লিখতে হবে, কিন্তু খালি প্যাঁচ লাইগা যায়।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নৈষাদ এর ছবি

আগে পড়িনি। বন্ধুর স্মৃতি বেশি ভাল লাগল।

অনিন্দ্য রহমান এর ছবি

হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

তিথীডোর এর ছবি

ভালো লেগেছে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিন্দ্য রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অনিন্দ্য রহমান এর ছবি

বুধোর ঘাড়ে


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

জনৈক উন এর ছবি

কখনো ভাবিনি সেইসব কবিতা কীভাবে লিখেছি আমি
যার কিছু কাঠগোলাপের ডালের মতন ভাঙ্গা, বৃষ্টি-দিনে
যার কিছু কাঠগোলাপের ফুলের মতন কাদায় আটকে থাকা
কখনো ভাবিনি সেইসব কবিতা প্রিয় ছিল না কখনো,

দারুণ লাগল।

অনিন্দ্য রহমান এর ছবি

আপনার নিকটা সুন্দর


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

দ্বিতীয়টার ভাষারীতি নিয়ে আমার আপত্তি আছে, তবে সেটা নিতান্তই ব্যক্তিগত আপত্তি। প্রথমটার [১]-এ অগ্রজদের প্রভাব থাকলেও কবিতা ভালো লেগেছে। দ্বিতীয়টা পড়ে কোথাও কোথাও বুকের ভেতরটা কেঁপে গেলো। সে অন্য হিস্টরি আছে ...


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

ভাষারীতি অনেকক্ষেত্রেই ব্যক্তিগত বিষয়। এইটারে সর্বদা সামষ্টিক বানাইলে নানা ধরনের বিপত্তির সুযোগ থাকে। এমনিতে ২য়টা আমারও প্রিয়।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মণিকা রশিদ এর ছবি

"এবং যেহেতু ছিলা ভালো ছাত্রী
সব হিসাব বুইঝা পাই নাই" হো হো হো

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিন্দ্য রহমান এর ছবি

সত্য ঘটনা অবলম্বনে


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

কবি-মৃত্যুময় এর ছবি

কখনো ভাবিনি সেইসব কবিতা কীভাবে লিখেছি আমি
যার কিছু কাঠগোলাপের ডালের মতন ভাঙ্গা, বৃষ্টি-দিনে
যার কিছু কাঠগোলাপের ফুলের মতন কাদায় আটকে থাকা
কখনো ভাবিনি সেইসব কবিতা প্রিয় ছিল না কখনো.......
................আমি ভুলে গেছি কবিতা লেখার যতটুকু
শিখেছিলাম, পেরেছিলাম, অথবা পারিনি

খুব সুন্দর চলুক

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রাতঃস্মরণীয় এর ছবি

দোনোডাই ভালো লাগজে। পইর‌্যা হুক পাইলাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দিলশাদ টঙ্গীব্রিজ এলে
চোখের আড়াল হয়ে যায় মেঘাক্রান্ত দিনে

আর দ্বিতীয়ডা পুরাডা...

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান এর ছবি

হ, ২য়টাই


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আশরাফ মাহমুদ এর ছবি

প্রথমটা ভালো লাগছে।

অনিন্দ্য রহমান এর ছবি

ধন্যবাদ


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।