সচলাড্ডায় যা হল

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: সোম, ২৯/১২/২০০৮ - ২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকায় গিয়ে লেখালেখি বন্ধের পথে। আজকে হল ২য় আড্ডা, সামনে আবার হবে বিশালাড্ডা (সুমন চৌ এর কুলখানি ইনক্লুডেড)।

কিছু ছবি দেখা যাক বরং

মাহবুবস্কি লীলেনভ
মাহবুবস্কি লীলেনভ

কস্কি মমিন!
"কস্কি মমিন!"

ক্যামেলিয়াদি ও তাতা
"ক্যামেলিয়াদি ও তাতা"

থামলে ভালো লাগে
"থামলে ভালো লাগে"

আড্ডাহ!
"আড্ডাহ"

কমোডে বসে ক্যামেলিয়াদি (১)
আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেলিয়াদির ছবি তুলছেন মুস্তাফিজ ভাই, প্ল্যান হল ফোটোশপে চেয়ারের বদলে কমোড বসিয়ে দেওয়া

কমোডে বসে ক্যামেলিয়াদি (২) - টের পাবার পর
ক্যামেলিয়াদি টের পেয়ে পালাচ্ছেন

কমোডে বসে ক্যামেলিয়াদি (৩) - ছবি নিয়ে তামাশা
বদমাশ জনতার সে কি আনন্দ!

টুটুল ভাই
টুটুল ভাই কিসের হিসাব করে?

তাতার পাশে পান্থ
তাতার সাথে পান্থ

আনিস ভাই
আনিস ভাই

নজু ভাই
নজুরাম

নুরুজ্জামান মানিক
মানিকচাঁদ

ভালোছেলে গৌতম
গৌতম বুদ্ধ!?

আনিস ভাই এর ছবি তোলা হল ১০মিমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে
কমোড পোজে আনিস ভাই এর ছবি তোলা হল ১০মিমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে

আনিস ভাই এর ছবি পর্যালোচনা
মুস্তাফিজ ভাই পঁচিতদের ছবি দেখাচ্ছেন

শিকার খোঁজায় ব্যস্ত মুস্তাফিজ ভাই
মুস্তাফিজ ভাই শিকার খুঁজছেন

সুজন্দা, তাতা, লীলেন্দা ও মৃদুল
সুজন্দা, তাতা, লীলেন্দা ও মৃদুল ভাই

তাতা আর মহামতি লীলেন
তাতা আর মহামতি লীলেন

আনিস ভাই এর টাক যেখানে পড়ার কথা ছিল
আনিস ভাই এর টাক যেখানে পড়ার কথা ছিল

একে ধরিয়ে দিন
"একে ধরিয়ে দিন" (মানিক কেন ভয় পায়?)

আনিস ভাই এর টাকের ছবি তোলায় ব্যস্ত মুস্তাফিজ ভাই
আনিস ভাই এর কল্পিত টাকের ছবি তোলায় ব্যস্ত মুস্তাফিজ ভাই


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

থার্ড আই এর ছবি

ঢাকায় গিয়ে লেখালেখি বন্ধের পথে
ঢাকার দোষ দিয়া লাভ কি ?? হাতে এসএলআর থাকলে এমনিতেই হাত নিশপিশ করে। তাই ঢাকার দোষ দিয়া ফটো ব্লগ চালায়ে দেওয়া আরকি।
ছবি ভালো হয়েছে। তবে আড্ডায় ইলেকশন রঙ্গ শুনতে চাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জটিল জটিল...

রণদীপম বসু এর ছবি

ওরে কয় কী... !!!
কখন কেমনে কী হইলো... !!!
সমন্বিত মহাজোট-আড্ডা-আন্দোলনের পিঠে উদ্দেশ্যমূলক ছুরি মারা হইছে ! তীব্র নিন্দা জানাই। ওই বাহেরা, কুনঠি সবাইইইই...!!!
আমরা কই আছিলাম......!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

আমি আছি আপনার সাথে ।
ব্যাপক দুঃখ পাইলাম । কেউ খবর দিল না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি

ছবি দেখে বিশাল আমোদ পেলাম। সবগুলোই সুন্দর এসেছে। সাথে সুজন্দার সচলাড্ডা কার্টুন থাকলে আরও জোস হতো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ব্লগ-লেখকের ছবি কই?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এইখানে দ্যাখেন দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হেভি মজার!
ধন্যবাদ, কিংকর্তব্যবিমূঢ়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন সব ছবি। সাথে আড্ডার বর্ণনা থাকলে জমতো আরো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আজকে দ্বিতীয় আড্ডা মাইনে! কস কী মমিন!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এনকিদু এর ছবি

গৌতম ভাই এবং ফটগ্রাফার মুস্তাফিজ ভাই - এই দুজনের সাথে পরিচিত হওয়ার শখ ছিল । হইল না মন খারাপ


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

ধুর!! আড্ডায় গেলে মাগনা মাগনা নিজের একটা মাক্ষী ছবি তোলা যাইতো। মন খারাপ

=============================

মুশফিকা মুমু এর ছবি

মিস করলাম এই আড্ডা মন খারাপ ।।। এত বিশাল ক্যামেরা দিয়ে ছবি তোলাও মিস করলাম মন খারাপ দুইটা দাওয়াত ছিল ঐ দিন মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সবজান্তা এর ছবি

যাব্বাবা... অরূপদা ঢাকায় না কি !

ইশশ, অল্পের জন্য আড্ডা মিস হলো এক গাদা। আমি গতকাল রাতেই ঢাকা এসে পৌছেছি...


অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি

গতকালের পুরো আড্ডাটা ছিল পাপারাজ্জিদের দখলে
এদের আক্রমণ থেকে অন্যরা বেঁচে গেলেও পাপারাজ্জিদেরকে ছবি তুলতে দেয়ায় তানাবীরাকে পুরো রাত কাটাতে হয়েছে পারিবারিক হাজতে মশার কামড় খেয়ে

এই ফটোসেশনে নিজের ছবি তুলতে দেয়ায় কাল সারারাত তানবীরাকে তার বাবা বাড়ির ছাদে দরজা বন্ধ করে আটকে রেখেছিলেন মোবাইল টোবাইল কেড়ে নিয়ে
সারারাত কুয়াশা আর মশার কামড় খেয়ে সকাল বেলা হাজত থেকে মুক্তি পেয়ে সে আমাকে ফোন করে জিজ্ঞেস করে- অরূপ আর মুস্তাফিজ ভাইয়ের ফোন নম্বর আছে কি না

এইবার সামলান
(অতক্ষণে যদি এই দুইজনের বাসায় পুলিশ গিয়ে না থাকে)

মুস্তাফিজ এর ছবি

তাতায়িত টয়লেটতাতায়িত টয়লেট
আজিজ মার্কেটের টয়লেট যে এত সুন্দর জানা ছিলনা, আর এটাও জানা ছিলনা যে কেউ দরোজা খোলা রেখেই ভেতরে বসতে পারেন।

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

আর ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ তুলে টয়লেটে বসা একমাত্র তাতার পক্ষেই সম্ভব

তানবীরা এর ছবি

আমার বলার কিছু ছিলো না, না গো ......................................

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুস্তাফিজ এর ছবি

ঠিক এই গানটাই তো টয়লেটে শুনেছিলাম? অনেক ভালো গলা।

...........................
Every Picture Tells a Story

আনিস মাহমুদ এর ছবি

আমিও এই ক্যামেরাসন্ত্রাসীদের ভয়ে আছি...

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

মুস্তাফিজ এর ছবি

আপনার ভাই ভয় পাবার কারন কি? ব্যাপারটা সন্দেহজনক, দেখি আমার ক্যামেরায় কোন সূত্র পাই কিনা।

...........................
Every Picture Tells a Story

কল্পনা আক্তার এর ছবি

হায় হায়. এটা কি দেখছি!!!! দরজা খোলা রেখে বাথরুমে অথবা বাথরুমে ফটো সেশন অ্যাঁ

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মুস্তাফিজ ভাই, এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে।
কোনো ভয় নাই আপনার। কাজ চালিয়ে যান।
শুধু তাতা না, এই আড্ডায় অংশ নেয়া সকল সচলের কমোডে বসা ছবি আমরা দেখতে চাই, এইটা জনগণের দাবী। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

আগে আমাকে রুমাল পাঠান, নাকে বাঁধতে হবে

...........................
Every Picture Tells a Story

তারেক এর ছবি

আড্ডার খবর জানতাম আমি। এইসব ফোটো কারগরদের হাত থেইকা বাঁইচা গেলাম। মানীর মান রাখে আল্লায় দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

আসেন হাত মেলাই দেঁতো হাসি

আসলেই বেঁচে গেছেন, নাইলে দেখতেন "কমোড কবি" ক্যাপশনসহ আপনার ছবি চলে আসত চোখ টিপি

সাইফুল আকবর খান এর ছবি

অনেক সুন্দর হয়েছে অরিজিনাল ছবিগুলো। মিস করলাম ভাবতে ভাবতেই নিচে এসে মনে হ'লো- না, জব্বর বাঁচা বেঁচে গেছি বাবা। চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আহমেদুর রশীদ এর ছবি

হিসাবটা ছিলো এইরকম
১.চা- ১১কাপ X ৪বার=
২.চপ - ২২টা
৩.ছোলা- ১১ প্লেট ..................
..........................................

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

আমি জানতাম, মুস্তাফিজ ভাই আর অরূপ ভাই দুষ্ট ছেলেমেয়েদের এইভাবে পঁচাবেন। তাই গৌতম বুদ্ধ সেজে গিয়েছিলাম! পঁচানোর জন্য কাছে আসলেই বাণী ঝেড়ে দিতাম...

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পান্থ রহমান রেজা এর ছবি

আল্লাহ আল্লাহ করতেছি, কখন কোন ফাঁকে কোন বেফস্কা ছবি যে প্রকাশ হয়ে পড়ে। হাসি

সাইফুল আকবর খান এর ছবি

বেফস্কা কিছু করছিলা না কি তাইলে?! হুম? চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ক্যামেলিয়া আলম এর ছবি

আর যদি বিশ্বাস করি কোনদিন এদের------। তাতা-ও তো আসতেই জানাতে পারত এদের কূট পরিকল্পনা--------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মুস্তাফিজ এর ছবি

আপনি যদি আজিজের টয়লেটে না যেয়ে থাকেন ভয় কি? আমি তো আপনাকে সেখানে দেখিনি, অন্ততঃ এব্যাপারে আমাকে বিশ্বাস করতে পারেন।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি
মুস্তাফিজ এর ছবি

প্লাসটিক সার্জারী করিনাই, বেনী বান্ধা আর চুল ছাড়া, তফাত্‌ আরেকটা আছে ঘোলা আর পরিষ্কার।

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।