সচলায়তনের ব্যানার নিয়ে গ্যালারী

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ০৩/১০/২০০৭ - ১২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের সব ব্যানার নিয়ে প্রদর্শনী হচ্ছে এখানে

$bnrs = scandir('/www/themes/andreas01');

foreach($bnrs as $b)
{
if (substr($b,0,6)=="front-")
{
$i++;
echo "".strtoupper($b)."

";
}
}

?>


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

বাহ !!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ফারুক হাসান এর ছবি

জট্টিল!

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরো কয়েকটা ছিল মনে হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ইশতিয়াক রউফ এর ছবি

সাবাস! এরকম কিছুই খুঁজছিলাম।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলায়তনের সময় সচেতনতা প্রশংসনীয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কনফুসিয়াস এর ছবি

এটা দারুন হলো।
ব্যানার বদলানোর এই আইডিয়ার জন্যে সচলায়তন মাইলস্টোন হয়ে থাকবে।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

অসাধারণ ... চরম ভাল্লাগছে ... ব্যানার বদলানো আর ব্যানার মিউজিয়াম - দুইটা আইডিয়াই ...

কারিগরদের ধইন্যবাদ ...

আরিফ জেবতিক এর ছবি

গরীবের কয়েকটা কথা।নিচের তথ্যগুলো যোগ করুন।নয়তো ৫ বছর পরে এই ব্যানারগুলোর অধিকাংশেরই কার্যকারন বুঝা যাবে না।

১.ব্যানারগুলো কবে থেকে কবে ছিল,এই তথ্যটি চাই।(আগের গুলো না পেলেও এখন থেকে দেয়া যায়।)

২.কোন ব্যানারটি কার করা।

৩.থিমটি কেন বেছে নেয়া হয়েছিল।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আরিফ ভাইয়ের প্রস্তাবটা অতি উত্তম ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুন...

______________________________________
পথই আমার পথের আড়াল

অরূপ এর ছবি

এস এম মাহবুব মুর্শেদের কীর্তিঃ

  • FRONT-CRIC.JPG
  • FRONT-MATIUR.JPG
  • FRONT-NAZRUL.JPG
  • FRONT-PROTEST.JPG
  • FRONT-SMMM1.JPG
  • FRONT-SMMM2.JPG

ইশতিয়াক জিকোর কীর্তিঃ
FRONT-ZICO.JPG

কবি নজমুল আলবাবের কীর্তিঃ

  • FRONT-ALBAB.JPG
  • FRONT-JONONI.JPG

শিল্পী পলাশের কীর্তিঃ

  • FRONT-PALASH-N03.JPG
  • FRONT-PALASH.JPG
  • FRONT-PALASH1.JPG
  • FRONT-PALASH2.JPG

বাদবাকিগুলো কার কীর্তি সেটা না হয় নাই বললাম চোখ টিপি
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

সৌরভ এর ছবি

তাইলে আমিই ঢোল বাজাই।
বাদবাকি সবের কৃতিত্ব অরূপ কামাল এর।
আপনার মুখার্টুন (মুখ+কার্টুন) টা মজার হৈসে।
হিহহি..


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

ব্যানারগুলোর দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো ,"দেখতে দেখতে অ-নে-ক গুলো দিন চলে গেল।"

কে জানে,বুড়ো বয়েসে হয়তো সন্তানদের দিকে তাকিয়েও বাবা মা দের এই ভাবনাটাই হয়।

অরূপ এর ছবি

আসলেই, শিশুর বয়স তিন মাস..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নির্বোধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

আরিফ জেবতিক এর ছবি

তিন মাসের এচিভমেন্ট দেখে আমি হতভম্ব।এখন রাত পৌনে তিনটায় ১৫ জন সাইট দেখছেন।দিনের বেলায় গড়ে দেখেছি ৩০ জনের মতো থাকে যে কোন সময়েই।

আমি যখন গত ডিসেম্বরে বাংলা ব্লগিং শুরু করি,তখন আমার সেই সাইটের ব্যবহারকারীও তেমনই ছিল।২০ থেকে ৩৫ জন।

চিন্তা করুন,যদি আমরা কঠোর হস্তে সদস্যপদ নিয়ন্ত্রন না করতাম,তাহলে তো হিটের যন্ত্রনায় চাট্টিবাট্টি গোল করতে হতো ।

দ্রোহী এর ছবি

চমৎকার সব ব্যানার!

গ্যালারীটা নিয়মিত আপডেট করে রাখলে এবং আরিফ জেবতিকের পরামর্শ অনুযায়ী দিন তারিখ দিয়ে সাজিয়ে রাখতে পারলে ব্যানারগুলোর তাৎপর্য বোঝাটা সহজ হবে।


কি মাঝি? ডরাইলা?

অমিত আহমেদ এর ছবি

খুব ভাল হয়েছে।
কিছু ব্যানার আগে দেখিনি, তার মানে বোঝা যাচ্ছে আমি সচলে নিয়মিত না!! চিন্তিত


ব্লগস্পট | অর্কুট | ফেসবুক | ইমেইল

আরিফ জেবতিক এর ছবি

আমিও দেখিনি ।অথচ আমি নিয়মিত।

ধুসর গোধূলি এর ছবি

- অমিতের ব্যাপারে একমত, আবার বেগতিক ভাইয়ের ব্যাপারেও সহমত।
শেষমেষ সন্দেশ বাবুর কথায় টাশকি মার্কা পূর্ণমত!
_________________________________
<সযতনে বেখেয়াল>

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার মনে হয় টের পাবার আগেই অনেক ব্যানার বদলে যায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি
সন্দেশ এর ছবি

সচলে লগইন করেই সবাইকে কন্ট্রোল চেপে ধরে F5 দেয়ার অনুরোধ রইলো।

এম. এম. আর. জালাল এর ছবি

চমৎকার,অসাধারণ
===
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

অমিত এর ছবি

কয়েকটা মিস করলাম ক্যামনে ??

______ ____________________
suspended animation...

সৌরভ এর ছবি

"অদ্ভূত উটের পিঠে" ব্যানারটা মজার।
তবে কখনো দেননি মনে হচ্ছে।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধরেন আজকা কিন্তু একটা বারীণ মজুমদার ব্যাণার হৈতে পারতো...

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্রতীপ এর ছবি

এক কথায় অসাধারন...

সুজন চৌধুরী এর ছবি

বান্দরেরটা তাফা হইছে।
কিন্তু ঐটা কি উপলক্ষে দেয়া হইছিল?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

অরূপ এর ছবি

অভিজিৎ এর ছবি

ফাটাফাটি। ৫/৫

=====================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

মাশীদ এর ছবি

দুর্দান্ত (বিশেষ করে বানরেরটা)!

রাত-বিরেতে নিজের ল্যাপটপের সামনে বসে ব্লগ পড়া আর চ্যাটিং এর ফাঁকে ফাঁকে এর অনেকগুলোই তৈরি হতে দেখেছি কয়েক ফিট পিছনে থেকে। আশা করি আরো দেখব অচিরেই হাসি


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

দ্রোহী এর ছবি

বানরের আর উটের ব্যানারটা দেখি আমিও মিস করেছি!


কি মাঝি? ডরাইলা?

বিপ্লব রহমান এর ছবি

সাবাস!

এর মধ্যে একটি মাত্র ব্যানার বেছে নিতে বললে আমি মাস্টারদা - প্রীতিলতা (২৩ সেপ্টেম্বর) ব্যানারটিকে নেবো।

....................................................................

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুবিনয় মুস্তফী এর ছবি

ব্যানার মালিকদের প্রতি অনুরোধ - আজকে ঈদের দিন - কিন্তু আজকের উত্‌সব ব্যানারে কি এই জিনিসটাও স্বীকৃতি দেয়া যায় না? 'ঈদের শুভেচ্ছা' বা 'ঈদ মোবারক' জাতীয় মেসেজ ব্যানারে দিলে সচলের সেক্যুলার চরিত্র নষ্ট হয় না বইলাই আমার বিশ্বাস।
বাইরে এখন যে রকম মাইনরিটিরা কি ভাববে এই ভয়ে 'মেরি ক্রিসমাস' না বইলা অনেকে বলে season's greetings বা happy holidays - অনেকটা সেই রকম হইয়া গেলো।

গোস্তাখী হইলে মাফ করবেন। সচলের সবাইকে ঈদ মোবারক!

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

মুস্তাফিজ এর ছবি

আগের ব্যানারগুলো দেখে ভালো লাগলো

...........................
Every Picture Tells a Story

রায়হান আবীর এর ছবি

দারুন। আগের ব্যানরগুলো দেখে ভালো লাগলো।

মুস্তাফিজ ভাইয়ের যেই ব্যানারটা এখন শোভা পাচ্ছে সেইটা দেখেই আমি মুগ্ধ। কোথায় ধন্যবাদ জানাবো বুঝতে পারছিলাম না, এইখানে তাই জানিয়ে গেলাম।

=============================

রণদীপম বসু এর ছবি

ভাগ্যিস রায়হান মন্তব্য করেছিল ! নইলে আমি তো এই দুর্দান্ত পোস্টের খবরই জানতাম না !
চমৎকার...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শান্ত [অতিথি] এর ছবি

কেউ ব্যনারা তৈরী করলে তা আপলোড করার সিস্টেমটা কি? বা কি করতে হবে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।