সচলে অচল আছি...

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: রবি, ১৭/০২/২০০৮ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

১।
নির্ভেজাল বেকারত্ব উপভোগ করছি প্রায় গত দু’মাস । খাওয়া-দাওয়া, ঘুম, একটু-আধটু টোফেল ফাইট...আর মাঝে মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দেয়া ছাড়া তেমন কিছু করছি না। মাঝে কাজের কাজ বলতে সাধের হল ছেড়ে মেসে উঠা। তবু কাজ আর যেন শেষ হয়না। মাঝে কিছুদিন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সের অটোগ্রাফ নিতে টিচারদের পেছন পেছন দৌড়ানো ছাড়া তেমন কিছু করিনি। মাঝে মাঝে মনে হয় বুয়েট থেকে পাস করার চেয়ে রেজাল্ট পাবলিশ করানো আরোও কঠিন কাজ! তারপর আবার মেসে ফিরে ঘুম দেই...জেগে গণকযন্ত্রের সামনে বসে অলস সময় পার করি। এই হচ্ছে রোজনামচা। তবু যখন ঘুমুতে যাই তখন ঘড়ির কাঁটা রাত তিনটা ছোঁয়। ভোর হতে না হতেই মেসের এই ঘরটাতে আলো আসে চারপাশ থেকে। তবু আমার মনের আধাঁর সরে না... সত্যি বলতে কি সরাতে ইচ্ছে করে না...। কখনো কখনো পাশের রুম থেকে ভেসে আসে...আগে কি সুন্দর দিন কাটাইতাম.....

২।
সচলে অচল আছি বহুদিন। আজ হঠাৎ খেয়াল হলো সর্বশেষ ব্লগ লিখেছি সেই বছরের প্রথম দিনে। এতোটা দিন গেলো...সারাদিন কি-বোর্ডের উপর দিয়ে কতোনা ঝড় বয়ে যায় তবু একটাও ব্লগ প্রসব করতে পারি না। মাঝে মধ্যে লগইন না করেই ঢুঁ মেরে যাই সচলায়তনে...প্রবাসে দৈবের বশে, প্রবাস থেকে, মেয়ে টু দি পাওয়ার ইনফিনিটি কিংবা সন্ন্যাসীর কামরাঙা ছড়া...। শুধু আমার কলম দিয়ে এখানাও ব্লগ আসে না...টুকটাক মন্তব্য করি দু’একখান নিজের উপস্থিতি জানান দেয়ার জন্য। এভাবে আর কতদিন অচল থাকবো কে জানে...


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

হুমম
(ইদানীং হুম শব্দটা মন্তব্যের জন্য এক অসাধারণ শব্দ হয়ে দাঁড়াইছে)
একটা হুম দিয়ে অনেক কথা বলে দেওয়া
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

শামীম এর ছবি

ব্যাপার না। যে কোন জিনিষই পয়দা হতে একটু সময় লাগে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্যাপার না। সবখানেই একটা স্থবিরতা চলছে। একই ব্যাপার আমার বেলাতেও চলছে। তবে আমি কার-সহ আছি, বেকার না। এইটু্কুই পার্থক্য।

তবে সচল থাকাটাই ভাল। এখানে না হলেও ব্যক্তিগত জীবনে সচল থাকাটার দরকার। ভবিষ্যত পরিকল্পনা যদি প্রবাসে পাড়ি দেয়া হয় তাহলে আরো বেশী করে সচল থাকা প্রয়োজন।

আমার তো মনে হয় কবিতা লেখার শ্রেষ্ঠ সময় কাটাচ্ছেন আপনি। এই সময়ের লেখা কবিতাগুলো পরবর্তীকালে অতি দারুণ লাগবে, বলে দিচ্ছি।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এরকম টুকটাক লিখে ফেলুন। সচলগাড়ি চলতে থাকুক - - -

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।