প্রথম আলো এবং আইফোনের লক!

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: বিষ্যুদ, ২৭/০৯/২০০৭ - ১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কয়েকদিন আগে প্রথম আলোর প্রথম পাতায় একটি সংবাদ দেখলাম- আইফোনের লক খুললেন ঢাকার তরুণ!

আজ বিবিসি-তে দেখলাম এ্যাপল জানিয়েছে, অনুমোদিত নয় এমন কোন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আইফোনের লক খোলার চেষ্টা করলে আইফোন নষ্ট হয়ে যেতে পারে ...অর্থ্যাৎ আইফোনের লক খোলার বিষয়টি অ্যাপলের দৃষ্টিতে অবৈধ!

এ ব্যাপারে অমি আজাদের ব্লগটিও পড়লাম। ক্র্যাক যে কেউ ব্যক্তিগত কাজে করতে পারেন। এবং এই তরুনের যে প্রযুক্তিগত জ্ঞান অনেক সে ব্যাপারেও কোন সন্দেহ নেই । কিন্তু প্রথম পাতায় ফলাও করে প্রকাশের মাধ্যমে ক্র্যাকের মতো একটি অবৈধ পন্থাকে এভাবে উৎসাহিত করার কারনটি আমার কাছে বোধগম্য নয়। নাকি বিষয়টি অবৈধ তা প্রথম আলোর বোঝার ক্ষমতা হয়নি? কিছুদিন আগে সচলায়তনের সচল ইশতিয়াক রউফের একটি ব্লগ মন্তব্যে দেখেছিলাম-যা কিছু কালো তার সাথে...তবে প্রথম আলো কি সে পথেই এগিয়ে চলেছে?
auto


মন্তব্য

হাসিব এর ছবি

এই খবরটা আমি দেখেছি । আমার কাছে ভিন্ন ইন্টারপ্রিটেশন ছিলো এটার । এক্সিসটিং টুল ব্যবহার করে এই ভদ্রলোক ফোন আনলক করেছেন । আমাদের দৈন্যতা এতোই বেশি যে আমরা এই ছোট ব্যাপারটাকে দেখেই পুলকিত হয়ে সাড়ম্বরে সেটা প্রকাশ করি । অন্যরা যেখানে এই টুলগুলো বানাচ্ছে সেখানে আমরা সেই টুল ব্যবহার করতে পেরে আহ্লাদিত । হাস্যকর ।

আিরফ এর ছবি

একমত!

আরিফ জেবতিক এর ছবি

পোস্টের বক্তব্যের সাথে খানিক অন্যদৃষ্টি আছে আমার।

এর আগে প্রথমে বিরাট হইচই হয়েছে এই বলে যে আইফোনের লক খুলা অসম্ভব।
তারপর সেটা খুলেছেন প্রথমে রাশান আর আমেরিকার ৩ তরুন হ্যাকারের যৌথ দল।আইফোন তাদেরকে পুরষ্কৃত করেছে এই কাজে,পুলিশে দেয় নি।(এই খবরটি আমি পড়েছি,কিন্তু যেহেতু টেকী বিষয়ে আমার উৎসাহ কম,তাই লিংক দিতে পারলাম না।)

সুতরাং বিষয়টিকে স্পোর্টিংলি নিতে হবে।আইফোন যখন তাদের লক খুলাকে চ্যালেঞ্জ হিসেবে মিডিয়ায় প্রকাশ করে ,তখন সেই চ্যালেঞ্জ যারা ফেস করতে পারেন,তাদের কথাও মিডিয়াতে ফোকাস হওয়া দরকার ।

আমি এই ইস্যুত মোহাম্মদ প্রথম আলোকে সমর্থণ করি।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

উপরে আরিফ জেবতিকের মন্তব্যের সাথে যোগ করছি যে, এ্যাপল প্রথমে ঘোষণা দিয়েছিলো যে, এই লক কেউ খুলে অন্য কোনো সার্ভিস ব্যবহার করতে পারবে না।
এর সাথে সম্ভবত: চ্যালেঞ্জসহ পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল। তারা হয়তো তাদের প্রোগ্রামকে আরো হ্যাক-প্রুফ করার জন্য এই পদ্ধতির আশ্রয় নিয়েছিল।

সুতরাং আইফোন কোম্পানি প্রথম হ্যাকারকে পুরষ্কৃত করেছে।

যেকোনো সার্ভিস প্রোভাইডারের দেয়া মোবাইল আনলক করে আমরা অন্য সার্ভিস প্রোভাইডারের সার্ভিস ব্যবহার করি। আনলকিং-কে অবৈধ বিবেচনা করা হয় না।
বরং লক করে দেয়াটা একধরনের মনোপলি তৈরি করে ধূর্ত বাণিজ্য-চেষ্টা হিসেবে দেখা হয়।

তবে এই নিউজ প্রথম পাতায় যায় আমাদের মানসিক দৈন্যতার কারণে। একটি দরিদ্র দেশের পত্রিকার পাতা-সম্পাদকরা হঠাত্ করেই তো আর মানসিকভাবে 'অনেক উঁচু' স্তরের হয়ে যেতে পারেন না। তবে এই সংবাদ দৈনিক মানবজমিনে পড়তে খারাপ লাগতো না।

-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আরিফ জেবতিক এর ছবি

আইফোন কি জিনিষ,সেটা না বুঝেই হয়তো দিয়েছে।

ইন্টেলের চেয়ারম্যান আসবেন শুনেই তারা একপাতা প্রযুক্তি ,দুইটা উপসম্পাদকীয়(তার মাঝে একটা আনিসুল হক লিখিত ও প্রথম পাতায় প্রকাশিত)এবং একখানি সম্পাদকীয় প্রকাশ করে এমন ভাব করলো যে ইন্টেলের চেয়ারম্যান বিনিয়োগের সবগুলো টাকা প্লেন ভর্তি করে নিয়ে আসছেন,শুধু লালগালিচা সংবর্ধনা দিলেই সেটা পাওয়া যাবে।

আমি নেট ঘেটে দেখলাম,পুরো বিষয়টি বোগাস।
উনি আসছেন উনার বার্ষিক জাকাতের টাকা দিতে একটা গরীব অঞ্চলে,সেখানে কারখানা খোলার কোন চিন্তাই উনার নাই।
আমি এই তথ্যটি সহজেই পেলাম,আনিস ভাইরা হয়তো পাওয়ার চেষ্টা করেন না অথবা কোন কারনে পেতেও চান না।

সৌরভ এর ছবি

আমিও এই ইস্যুতে মোহাম্মদ প্রথম আলোকে সমর্থণ করি।

আনলকের এই ব্যাপারটা আসলে কোন আইন ভাঙেনা। ইউরোপে আনলককৃত আইফোন দিয়ে অ্যাপলের কন্ট্রাক্টের বাইরের প্রোভাইডারের সার্ভিস দেয়া হচ্ছে।

ভোক্তা অধিকারের দিক চিন্তা করলে ব্যাপারটা সমর্থনযোগ্য।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

এ্যাপল কাউরে পুরস্কার দেয় নাই । খিয়াল কৈরা ...

বিপ্রতীপ এর ছবি

১. হ্যাকারাও অনেক প্রতিভাবান, কিন্তু তারা তাদের প্রতিভাকে ভালো কাজে লাগান না। আমি আগেই বলেছি, যিনি আনলক করেছেন তার প্রতিভা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো অনেক তরুন আইফোন আনলক করার চেষ্টা করছেন (বা করেছেন)। হয়তো সেটা এভাবে ফলাও করে প্রকাশ হয়নি। হলে হয়তো চোখে পড়তো। কারন পত্রিকাগুলো তো বিবিসি সহ বিভিন্ন সাইটের প্রযুক্তি সংবাদই অনুবাদ করে প্রকাশ করে। কোন দৈনিকে বা সাইটে সেরকম কিছু চোখে পড়েনি( আমার চোখে নাও পড়তে পারে। কারো চোখে পড়লে জানাবেন)। আমি মনে করি কোন সংবাদপত্রের এভাবে প্রথম পাতায় নিউজটি প্রকাশ করা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

২. আপনাদের মন্তব্যগুলো পড়ার পর আবার সংবাদটি বিস্তারিত পড়লাম...কিছু বিষয় চোখে পড়লো- এর একটি -------
অ্যাপল ও যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি বিশেষ চুক্তি করায় শুধু এটিঅ্যান্ডটির সংযোগেই আইফোন কাজ করে। তাই নির্দিষ্ট এই সংযোগ ছাড়া এবং যুক্তরাষ্ট্রের বাইরের গ্রাহকেরা আইফোন ব্যবহার করতে পারেন না। আর এ ব্যবস্থাটির জন্য আইফোনে প্রোগ্রামভিত্তিক বেশ কিছু নিরাপত্তা সংকেত রয়েছে।

আমাদের দেশে এব্যাপারে কোন আইন নেই। তাই বলে আইফোন লক করে অনুমোদিত নয় এমন নেটওয়ার্ক ব্যবহার কি বৈধ?

যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে ওপেন সোর্স নিয়ে এতো চিল্লাচিল্লির দরকার কি? (ওপেন সোর্সের এই উদাহরনটি এখানে কতটুকু সঙ্গতিপূর্ণ হলো জানি না  ) আমাদের দেশে তো আইন নেই ...পাইরেটেড সিডি বুকে জড়িয়ে থাকলেই তো হয়।

৪. আমার কাছে একটি উইন্ডোজের ভ্যালিড সিডি কি আছে। পাইরেটেড সিডি দিয়ে উইন্ডোজ ইনস্টল করার সময় আমি যদি এই সিডি কি ব্যবহার করি তবে উইন্ডোজ একদম বৈধ আচরন করবে। আপডেট বা অন্য কোন বিষয়ে মাইক্রোসফটয়ের বাপেরও সাধ্য নেই ধরতে পারে আমার উইন্ডোজ অবৈধ। মাইক্রোসফট মনোপলি করছে এ দোহাই দিয়ে মাইক্রোসফটকে বাঁশ দেয়ার জন্য যদি এই সিডি কি টিপস এন্ড টিকস আকারে কোন পত্রিকা প্রকাশ করে তবে কি তা ভালো দেখাবে???? শুধু ভোক্তা অধিকারের দিক চিন্তা করলে ব্যাপারটা কি সমর্থনযোগ্য?

২. এবার অ্যাপলের চালেঞ্জের কথায় আসা যাক। দেশের সবগুলো মোবাইল কোম্পানি চ্যালেঞ্জ করে তাদের নেটওয়ার্ক সবচেয়ে ভালো। আসলেই কি তাই???? বাংলা লিঙ্কে মাঝে মাঝে ১০/১৫ বার চেষ্টা করে লাইন পাই না। অথচ সমগ্র দেশ জুড়ে বাঘের গর্জন শুনি। অ্যাপল যা বলেছে তা তাদের বিজ্ঞাপনের একটি অংশ। দেশের কিছু সংখ্যক মোবাইল ফোন কোম্পানির মনোপলি আচরন এবং বাজে সার্ভিস নিয়ে তো কেউ কিছু বলে না...। উলটো কলরেট কমানোর দাবিতে কোন মানববন্ধন হলে সেই খবর মৃত্যু বার্ষিকীর সংবাদের পাশে ছোট্ট করে ছাপা হয়।...কারন লাখ টাকার বিজ্ঞাপন আসে প্রতিদিন।

সবজান্তা এর ছবি

আমি ছোট মানুষ, তবুও ২টা কথা বলি।

এই অধম তার জীবনের কিঞ্চিত সময় ব্যয় করেছে হ্যাকার হওয়ার জন্য। এখন মনে পড়লে হাসি পায়, কি না করেছি, সারা দিন আই আর সি সার্ভারে বসে থাকতাম, যদি হ্যাকাররা কোন ফেলে দাওয়া টুল দেয়। আর এইভাবেই ২ টা শব্দের সাথে আমি পরিচত হয়েছিলাম, 1) Hacker 2) Lamer ( এদেরকে Script Kiddie ও বলা হয়) । Hacker বা cracker হচ্ছে সেই সব পাবলিক যারা নিজেরা কোড করে, সিকিউরিটি ব্রেক করে। আর Lamer হচ্ছে সেই সব অপোগণ্ড এর দল যারা, হ্যাকার দের কোড দিয়ে না বুঝেই আকাম গুলি করে। ল্যামারদের তাই মূল যেই দক্ষতা দরকার তা হচ্ছে, যোগাযোগ করার ক্ষমতা, গুগলকে ব্যাবহারে দক্ষ হওয়া, আর হাল্কা কোড এডিট করার ক্ষমতা ( তাও অধিকাংশ ক্ষেত্রেই কোন কাজে লাগে না, ডি-ডস--বটনেট ছাড়া)।

আই ফোনের লক খুলতে পারা সেই তরুনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, ব্যাপারটা নেহায়েত ই ল্যামিং। আর ল্যামারদের কাজকে একটা জাতীয় দৈনিকের প্রথম পাতায় স্থান দাওয়া কত টুকু যৌক্তিক তা নিয়ে মনে সন্দেহ থেকেই যায়।
-----------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সুশান্ত এর ছবি

নিউজ টা পড়ে আমি ও একটা পোস্ট দিতে চেয়েছিলাম।পড়ে এক ব্লগার বলে যে আমি ও নাকি মোহাম্মদ প্রথম আলো হয়ে যাচ্ছি।তাই দেই নাই।

বিপ্রতীপ এর ছবি

আমি একটি পন্য (হার্ডওয়্যার)কেনার পর যেভাবে খুশি সেভাবেই ব্যবহারের অধিকার রাখি। এ কথা সত্য। কিন্তু একটি জিনিস খেয়াল করুন- অ্যাপল কিন্তু বলেছে অনুমোদিত নয় এমন কোন মোবাইল নেটওয়ার্কে আইফোন ব্যবহারের চেষ্টায় আইফোন নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে তাদের হয়তো বাধ্যবাধকতা নেই। তাই ব্যবহারকারী যা খুশি তাই করতে পারেন। আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন হচ্ছে একজন ব্যবহারকারী আইফোন কিভাবে ব্যবহার করলেন তা কি একটি পত্রিকার শিরোনাম হবার যোগ্যতা রাখে কিনা? তার উপর বলা হয়েছে , যিনি আনলক করেছেন তিনি ফোনে এ তথ্য জানিয়েছেন। বিষয়টি প্রথম আলো-র মতো একটি পত্রিকার কাছে কতটুকু গ্রহনযোগ্য? ব্যাপারটি কি এ সংবাদটি যারা পরিবেশন করেছেন তাদের সচেতনতা তথা দেশের তথ্য-প্রযুক্তি সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করছে না?
এ বিষয়টি তুলে ধরাই ছিল আমার পোস্টের প্রধান উদ্দেশ্য...

আর হ্যাঁ, আমি কিন্তু বলেছি অ্যাপলের দৃষ্টিতে অবৈধ! আমি একটি পন্য তৈরি করলে অবশ্যই চাইবো সেটা যেন আমি যেভাবে আশা করছি সেভাবেই ব্যবহার করা হয়। আর অ্যাপল কখনও কোথাও আনলক নিয়ে চ্যালেঞ্জ করেনি। এরকম কোন খবর কোথাও চোখে পড়েনি...আপনাদের চোখে পড়লে জানাবেন।

রাগিব এর ছবি

বাংলাদেশের মিডিয়াকে হাইকোর্ট দেখানো বেশ সহজ। আমি খবরটা পড়ে হেসেছিলাম, কারণ আইফোন আনলক করার পুরা তরিকা বেশ কয়েক সপ্তাহ ধরেই ইন্টারনেটে রয়েছে। যে কেউ ইন্টারনেট থেকে how-to বের করে ঐটা করতে পারে, আর তা পত্রিকায় আসার মতো ব্যাপার না।

অনেকটা সেই "নয়ন" নামের "সুপারকম্পিউটার" আবিষ্কারের মত, যারে নিয়ে পত্রিকা, এটিএন বাংলা এরা সবাই গর্দভের মতো ফালাফালি করেছিলো বেশ কিছুদিন। ঐটা যে ১০ বছরের পুরানো স্কুল পর্যায়ের ক্লাস্টার প্রযুক্তি, তা কেউ ভেবেও দেখেনি।

============

গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

বিপ্রতীপ এর ছবি

অফটপিকঃ
বাংলাদেশের প্রচার সংখ্যার শীর্ষে থাকা পত্রিকাওয়ালাদের সাইট একবার মোজিলাতে ওদের দেখানো দরকার...

প্রথম আলো ওপেনসোর্স নিয়ে ফলাও করে খবর ছাপে অথচ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স ব্রাউজারে তাদের সাইট খুবই সুন্দর (?)দেখায়...

সমকালেরও একই অবস্থা, তবে যুগান্তর, ইত্তেফাক বেশ ভালোই আসে...যায়যায়দিন আগে ইউনিকোডে ছিল এখন আবার পুরাতন বাংলায় ফিরে গেছে...
প্রথম আলো'র কথা বেশি বললাম কারন ওরা ওপেন সোর্স নিয়ে একটু বেশি খবর ছাপে যা অবশ্যই ইতিবাচক...কিন্তু প্রদীপ তলেই অন্ধকার!

বিপ্রতীপ এর ছবি

বিডিনিউজ ২৪ ডট কমে গতকাল আইফোন সংক্রান্ত একটি খবর চোখে পড়লো----

যেসব করিৎকর্মা 'আইফোন' ব্যবহারকারী পছন্দমত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ফোনটি আনলক করেছেন তাদের জন্য দু:সংবাদ। অ্যাপল এর সফটওয়্যার আপডেটের কারণে তাদের ফোনটি অকার্যকর হয়ে পড়তে পারে।
এ সপ্তাহেই কয়েকদিন আগে অ্যাপল বলেছিল তারা একটি আপডেটের পরিকল্পনা করছে যা সংশ্লিষ্ট ফোনটিকে 'স্থায়ীভাবে ব্যবহার অযোগ্য' করে ফেলবে।
হাজার হাজার আইফোন ব্যবহারকারী নিজের পছন্দমত মোবাইল নেটওয়ার্কে ব্যবহার ও সেটটি সাপোর্ট করে না এমন অনেক প্রোগ্রাম ব্যবহার করার জন্য হ্যাক করে দামি এ ফোনটি আনলক করেছেন।
সোমবার অ্যাপল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়ার পর ইতিমধ্যেই তা সত্যি বলে প্রমাণিত হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছিল ভবিষ্যতে অ্যাপলের সরবরাহ করা সফটওয়্যার আপডেট ইনস্টল করলে ফোনটি স্থায়ীভাবে ব্যবহার অযোগ্য হয়ে পড়তে পারে। এখন অনেক আইফোন মালিকই জানাচ্ছেন আপডেটটি ইনস্টল করার পর তাদের ফোনটি আর কাজ করছে না।
অ্যাপলের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে আইফোন মালিকদের ফোন কোম্পানি এটিঅ্যান্ডটির সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে হয়। তবে ইন্টারনেটে এটি আনলক করার বেশ কিছু প্রোগ্রাম পাওয়া যায় যাতে করে অন্য মোবাইল নেটওয়ার্কেও ফোনটি ব্যবহার করা সম্ভব।
এদিকে আইফোনের কিছু মালিক টেকনোলজি ব্লগ ও অ্যাপলের নিজস্ব ফোরামে অভিযোগ করেছেন,ফোনে এরকম কোনো কিছু না করার পরও আপডেট করার পর ফোনের কন্ট্যাক্ট, ছবি বা মিউজিকের মতো বিভিন্ন তথ্য মুছে গেছে।

জাসিম এর ছবি

কে প্রথম? ঢাকার প্রযুক্তিপ্রেমী তরুণ রোকনুল হক লিটন নাকি অমি আজাদ?
আইফোনের লক খুললেন ভালো। কিন্তু অমি আজাদের এই মিথ্যাচার কেন?

অমি আজাদ @ Reality Bites » আমার আইফোন "অমি উপরের ছবিটা ভালোভাবে নেয়ার চেষ্টা করেছি যাতে গ্রামীণফোনের নামটা দেখা যায়। হাস্যকর হলেও সত্য প্রথম আলোর ছবিতে কিন্তু AT&T পরিস্কার দেখা যাচ্ছে। smile ক্র্যাক করা আইফোনের একটা ছবি তোলার মুরাদ হয়নি?" আরো দেখুন http://omi.net.bd/?p=182

আমার কাছে এখনো পত্রিকাটা আছে যেখানে "Gram..." লেখা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।