অফিসে শেষদিন

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: রবি, ০৩/০১/২০১০ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বলতে লজ্জা নেই যে, ব্লগিংয়ের কাজটা সাধারণত অফিসে বসেই করি। ড্রাগন রাশির জাতকদের নাকি এমনিতেই সকাল বেলা মাথা বেশি খোলে; তার ওপর ট্রেন-বাসে ভ্রমণ আবার আমার জন্য অনুঘটকের কাজ করে। সুতরাং কাকে কোথায় বাঁশ দেয়া যায়, সেই বদচিন্তা অফিসে আসার পথেই মাথার ভিতরে ঘুরপাঁক খায়। এতো চিন্তা মাথায় থাকলে যেহেতু কাজের ক্ষতি হয়, সেহেতু কাজের স্বার্থে মাথা খালি করতেই অফিসের প্রথম দুই ঘন্টা ব্যয় করি। এরপরে কমেন্ট-টমেন্ট কোনো ব্যাপার না। কাজকামের ফাঁকে ফাঁকে অবসরেরও তো দরকার আছে!

আজ সেই অফিসের শেষ দিন। আগামীকাল থেকে সবার জন্য ক্রিসমাস ছুটি শেষ হয়ে অফিস শুরু হবে আর আমার জন্য হবে বেকারজীবনে পদার্পণ। এমনিতে অফিসের কাজ যা টার্গেট ছিলো, পুরাটা শেষ করতে পারি নাই। ছুটিতে প্ল্যান ছিলো বাসায় বসে কিছু কাজ করবো; কিন্তু ল্যাপটপ বিগড়ানোতে সেটা আর হয় নাই। তারপরে প্রায় বছর দেড়েক বিরাম দিয়ে আবার জ্বরে পড়েছি। ঠান্ডাও বেশি এবার। সুতরাং বাসায় বসে লেপমুড়ি দিয়ে ঘুমানো আর ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে ছুটির মধ্যে অফিসে এসে কাজ শেষ করার মোটিভেশন পেতে যে লেভেলের আঁতেল হতে হয়, আমি ঠিক অতোটা জঘণ্য লোক নই! আর কাজ কী কখনো শেষ হয়, নাকি শেষ হবার? মানুষের জীবনের মতো কাজও একটা চলমান ব্যাপার-স্যাপার।

গত দুদিন ননস্টপ তুষারপাত হচ্ছে। ছাইবর্ণা আকাশ থেকে নেমে আসা হাওয়াই মিঠার মতো পলকা তুষারের বড়-ছোটো কণারা সাজিয়ে দিচ্ছে পাতাহীন গাছের ডাল; পায়ে চলা পথ, গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বাড়ির ছাদ আর দিগন্তবিস্তৃত অরাঞ্জেরির মাঠ। কেমন জবুথবু হয়ে পড়েছে গীর্জার ঘড়িটাও। আজ একবারও তাকে বাজতে শুনিনি, কাচের পর্দা ভেদ করে আসেনি তার ঢং ঢং ঢং। ট্রাফিক লাইটগুলো শুধু নিয়ম মেনে চলেছে লাল-সবুজ-হলুদের। রাস্তায় জনমনিষ্যি নেই, নেই গত দেড় বছর ধরে রেনোভেশনের নামে কান ঝালাপালা করা বিলডিংকর্মীরাও।

সুনসান এই পরিবেশেই বিদায় নিতে হচ্ছে আমাকে। কাল থেকেই এই টেবিলটা অন্যের হবে, এই কীবোর্ডে অন্য কেউ লিখবে মানুষের অগ্রগতির ইতিহাস, এই মনিটরের সাথে চোখাচুখি হবে নোতুন কোনো অবয়বের। ওই গীর্জার ঘড়িটাও শুধু অন্যের জন্যই বাজবে।


মন্তব্য

সিরাত এর ছবি

বাসায় বসে কাজ করা খুবই কঠিন কাজ। হাসি আমি আজকে দুইটা কাজ করবো ভাবতেসি, মনটারে ধোঁকা না দিলে খুউবই কঠিন। চোখ টিপি

অছ্যুৎ বলাই এর ছবি

বাসায় করবো বলে কাজ ফেলে রাখার মজা আলাদা। তবে একদম বিপাকে পড়লে এমনকি ক্রিকেট দেখা বাদ দিয়েও কাজ করতে হয়। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রানা মেহের এর ছবি

কাজ ছেড়ে দেয়ার মতো মজার জিনিস আর আছে নাকি পৃথিবীতে?
আপনি আবার মন খারাপ করছেন কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অছ্যুৎ বলাই এর ছবি

আমার মতো অলসের মন খারাপ কি আর কাজের জন্য হয়! মন খারাপ হয় কাজের অজুহাতে ব্লগিংয়ের সুযোগ না থাকায়। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আবারো নতুন কোথাও কর্মযজ্ঞে নেমে পড়বেন সেই প্রত্যাশায়...

অছ্যুৎ বলাই এর ছবি

পিপিদা, লাইফে রেস্ট নাই। মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্নিগ্ধা এর ছবি

আর কাজ কী কখনো শেষ হয়, নাকি শেষ হবার? মানুষের জীবনের মতো কাজও একটা চলমান ব্যাপার-স্যাপার।

কীইইইইইইই যে ভালু লাগ্লো রে ভাই দেঁতো হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

এইটা হলো আমার জন্য টেনশন ফ্রি থাকার ঔষধ। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নাশতারান এর ছবি

আমি আর আমার বেকার জীবন, দু'জনেই বেশ আছি। আপনি ভালো থাকুন। হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাঙ্কু, বুনোহাঁস ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাজ তো শেষ... এবার বেশি করে ব্লগান...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অছ্যুৎ বলাই এর ছবি

হ্যাঁ, আটঘাট বেঁধে নামতে হবে। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রণদীপম বসু এর ছবি

বিষাদের সুরটা মনে বড়ো লাগলো রে ভাই !
ভালো থাকবেন সবসময়.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অছ্যুৎ বলাই এর ছবি

আপনিও ভালো থাকুন, রণদা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মূলত পাঠক এর ছবি

আহা কী লিখলেন দাদা! খুবি ভাল্লাগ্লো!

অছ্যুৎ বলাই এর ছবি

মূলোদার প্রশংসা সবার জোটে না। আমি দেখা যাচ্ছে অতি ভাগ্যবানদের একজন। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শুভাশীষ দাশ এর ছবি

চাকুরির শেষ দিন ভাল্লাগে। আবার খারাপ ও লাগে।

লেখাটা ভালু।

অছ্যুৎ বলাই এর ছবি

ধন্যবাদ, বস।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আশরাফ মাহমুদ এর ছবি

মনখারাপের কিছু নেই। পুরোদমে ব্লগিঙ শুরু করেন। হাসি
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অছ্যুৎ বলাই এর ছবি

হ্যাঁ, এবার ব্লগিং শুরু হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী বলি...?

খেকশিয়াল এর ছবি

ইয়ে, মানে...

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চাকরী বদলের ঝক্কি আছে। কিন্তু মনে রাখবেন চাকরী বদল আরেকটা ভালো কিছু নিয়ে আসবার সম্ভাবনা তৈরী করে। একদম মন খারাপ করবেন না। আর বিয়াপক হারে লিখতে থাকেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

ট্রানজিশনের সময়টা ঝামেলার। দেখি কতো তাড়াতাড়ি একটু স্থির হয়ে বসা যায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তিথীডোর এর ছবি

এইবেলা মন ভালো করে লিখুন অনেক অনেক...
ভাল থাকুন সবসময়!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অছ্যুৎ বলাই এর ছবি

হ্যাঁ, কীবোর্ডই সমাধান।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুবিনয় মুস্তফী এর ছবি

কাজ ছেড়ে দিলেন কেন, বলাইদা?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অছ্যুৎ বলাই এর ছবি

সুবিনয়দা, ওই প্রোজেক্ট কমপ্লিট। নোতুন আরেকটা কাজে ঢোকার চেষ্টায় আছি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

আমি মাঝে মাঝে খুবই গভীরভাবে ভাবি, চাকুরী পাওয়া সুখের নাকি যাওয়া?
যাইই হোক এর মধ্যেই ভালো থাকুন।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

চাকুরি যাওয়াই সুখের। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অনিকেত এর ছবি

বলাইদা,
কোন ব্যাপার না বস, গা ঝাড়া দিয়ে উঠে পড়েন।
আমাদের জীবনটা যে কতটা সম্পদশালী সেইটা খানিকটা অপচয় না করলে বোঝা যায় না। এখন হাতে সেই সুযোগ এসেছে। লেপমুড়ি দিয়ে একের পর এক লেখা দিতে থাকেন...

আমরা সবাই আছি আপনার সাথে--

অছ্যুৎ বলাই এর ছবি

অনিকেতদা, একটু ঠান্ডাটা কমলেই ঝাঁপিয়ে পড়বো কীবার্ডহাতে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

ক্যান?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তিথীডোর এর ছবি

মনখারাপের ধূলো ঝেড়ে ফেলে লিখুন অনেক অনেক...
ভালো থাকুন সবসময়!!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

পান্থ রহমান রেজা এর ছবি

চাকরি কেনো ছেড়ে দিতে হলো, বললেন না যে!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অছ্যুৎ বলাই এর ছবি

পান্থ ভাই, প্রোজেক্ট শেষ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সাইফ তাহসিন এর ছবি

ব্লগিংয়ের কাজটা সাধারণত অফিসে বসেই করি

হে হে হে, আপনে দেখি আমার দলের লুক চোখ টিপি, আপনার সাথে সহমত, অফিসে বইয়া এইসব না করলে অন্য কাম আগায় না। গত ৩ সপ্তাহ যাবত অফিসে ইন্টারনেট ব্যবহার নিষেধ ঘোষনা করেছে, এরপর থেকে আমার সচলে একদম অনুপস্থিত আছি। বউ বাচ্চা ঢাকায়, ভেবেছিলাম, এই ফাঁকে লিখে সচলের পাতা ভারী করে ফেলব, কিন্তু একদমই লেখা হচ্ছে না। বাসায় ফিরে ২ টা মুখে দিয়ে কতক্ষন গেম টেম খেলে ঘুম দেই, উঠে অফিসে গিয়ে বন্দি জীবন কাটাচ্ছি।

তাই দোয়া করি, শীঘ্রই আপনার নতুন অফিস জোগাড় হোক, নাহলে আমার মত আপনিও হারিয়ে যেতে পারেন সচলের পাতা থেকে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সিরাত এর ছবি

আনন্দ পাইলাম মন্তব্যটায়। ঠিকই কইসেন।

অছ্যুৎ বলাই এর ছবি

নোতুন অফিস যোগাড় হলেও একটু ভাবচক্কর বুঝে ব্লগানি শুরু করতে হবে। এই আকালের সময় কোনো কাজ পেয়েও হারানো শৈশবের প্রেমিকা হারানোর চাইতে পীঁড়াদায়ক। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

কোন এক গন্তব্য ছাড়লেই অন্য গন্তব্যে পৌছানো যায়। এর চেয়ে আরো অনেক ভালো কোন সুযোগ আপনার জন্য তৈরি হয়ে আছে।আমি আপনার জন্য প্রাথর্না করলাম।ভালো থাকবেন।

ইবরাহিম যুন

অছ্যুৎ বলাই এর ছবি

কোন এক গন্তব্য ছাড়লেই অন্য গন্তব্যে পৌছানো যায়।

দামী কথা। শুভাকাঙ্ক্ষার জন্য অনেক ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুস্তাফিজ এর ছবি

ভালো থাকুন

...........................
Every Picture Tells a Story

অছ্যুৎ বলাই এর ছবি

থ্যাঙ্কু, মুস্তাফিজ ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ভেজা নক্ষত্র [অতিথি] এর ছবি

…..ছুটির মধ্যে অফিসে এসে কাজ শেষ করার মোটিভেশন পেতে যে লেভেলের আঁতেল হতে হয়, আমি ঠিক অতোটা জঘণ্য লোক নই….
সহমত

ভেজা নক্ষত্র

…………………………………………………..
বৃষ্টিটা তুলিতে নিয়ে নদীর জলে আকাঁ ঝুঁকা

ভ্রম এর ছবি

খুব শিগগিরি নতুন অফিস থেকে আরো বেশি বেশি করে লিখবেন আশা করছি... হাসি

অছ্যুৎ বলাই এর ছবি

হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ফ্রুলিক্স এর ছবি

সেই ২০০২ তে স্টুটগার্ডের কঠিন ঠান্ডায় আলমানড্রিং থেকে পাফেভাল্ডিং দৌড়ানো। কয়েক বছরের পার্থক্যে সেটা সামারের ক্রিকেট খেলা অথবা আড্ডা। শহরের পার্থক্যে তারপরও তো কাছাকাছি ছিলেন।
ধুর মিয়া, কোন দু:খে যে চলে যাইতেছেন।
যেখানে থাকেন ভালো থাকেন।

অছ্যুৎ বলাই এর ছবি

ফ্রি লিংক, কাজটাজের সন্ধান পাইলে আবার আসিবো ফিরে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

বর্ষা এর ছবি

বলাইদা, আসেন আমার দলে। লেখা ভালু পাইলাম।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

অছ্যুৎ বলাই এর ছবি

সচল বেকার সমিতি গড়ে তোলা যায়। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দ্রোহী এর ছবি

জার্মানীতেই আছেন নাকি অন্য কোন দ্যাশে গেলেন গা?

অছ্যুৎ বলাই এর ছবি

আপাতত বিদেশ ভ্রমণে আছি, দেখি কোথায় থিতু হওয়া যায়। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রিয়াজ উদ্দীন এর ছবি

যদিও পোস্টের পেছনের কথা জানি না, কেমন যেন বেদনার সুর পেলাম। শিগগীর আনন্দের সুর বাজুক।

অছ্যুৎ বলাই এর ছবি

শুভকামনার জন্য ধন্যবাদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রেনেট এর ছবি

বলাইদা, কোনদিন আপনাকে বলেছি কিনা জানিনা, তবে আপনি আমার অত্যন্ত পছন্দের মানুষদের একজন। পোস্টের কথা বাদই দিই...বিভিন্ন সময়ে আপনার ধারালো মন্তব্য পড়ে মনে হয়েছে, আপনাকে সামনে পেলে কোলে তুলে নাচতাম।
আপনি মন খারাপ একদমই করবেন না। দেখবেন, আগামী বছর এই সময়ে আজকের তুলনায় কত্ত ভালো অবস্থানে আছেন!
ভালো থাকুন, সবসময়।

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অছ্যুৎ বলাই এর ছবি

রেনেট ভাই, ওজন কন্ট্রোলে রাখতে পারছি না। আমাকে কোলে তুলে নাঁচতে পারলে ঢালিউডে আপনি নায়ক আলেকজান্ডার বোর কঠোর প্রতিদ্বন্দ্বী হবেন। চোখ টিপি

হা হা হা। থাক, মজা করা বাদ দেই। আশরাফুল যে ইনিংস খেলা শুরু করেছে, তাতে মজা করার দিনও শেষ। দেখা যাক, ভবিষ্যত কোন দিকে নিয়ে যায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

Pritam Mukherjee [অতিথি] এর ছবি

ভাই বলাই,
আপনার সংগে আমার পরিচয় নেই। আবার আপনার লেখা পড়ে মনে হল - আপনি আমার একান্ত পরিচিত কোনো পরম সুহৃদ। সভ্যতার অন্যতম শর্ত হল মানব মনের সুখদুঃখের চলমান প্রবাহকে নিঃশংক চিত্তে গ্রহণ করা। সেই কঠিন কাজ কত সহজে আপনি পালন করেছেন।
আপনার সংগে আলাপ করে ভাল লাগল।
প্রীতম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।