প্রকাশনী আড্ডা

ক্যামেলিয়া আলম এর ছবি
লিখেছেন ক্যামেলিয়া আলম (তারিখ: রবি, ১০/০৮/২০০৮ - ৯:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সোজা উত্তরা মা’র বাসা থেকে আড্ডাস্থলে হাঁপাতে হাঁপাতে আসলাম। মনে হাজারো ভাবনাÑ প্রায় সোয়া ছ’টা বাজে নিশ্চয়ই মোড়ক উন্মোচন শেষÑ সবাই কি এখনই চলে যাবে? আরেকমন বলছে, লেখকদের আড্ডাÑএত সহজে হয়তো শেষ হবে না Ñ কিন্তু কোন পর্যায়ে আছে? টুটুল ভাই আর লীলেনের মোবাইলে মেসেজ পাঠালাম যাতে অন্তত তারা থাকে। পৌছলাম এসে সংস্কৃতির দরজায়Ñএক নজরে নোটিস বোর্ডে চোখ বুলালামÑ নাঃ কোন লোকেশন দেয়া নেই কোথায় হচ্ছেÑ আমিও ভুলে গেছিÑ সিড়ির মাথাতেই সন্ধাননামা পেলাম। ছুটতে ছুটতে হাজির হয়ে দরজার বাইরে স্যান্ডেল খুলে ভেতরে যেতেই দেখলাম চেয়ার পেতে এ এক অন্য সংস্কৃতি বিকাশ কেন্দ্রÑ যাক পাদুকা নিয়েই ঢুকলাম। লীলেন ভীলেন মার্কা হাসি হেসে এক দঙ্গল মানুষের সামনে দাঁড় করিয়ে বইয়ের ট্রাংকের উপর দাঁড়িয়ে পরিচয় দিতে বলল। একটু ঘাবড়ালেও সামলে উঠে এক ঝাড়ি দিয়ে গিয়ে পেছনের এক চেয়ারে ঠাঁই নিয়ে তাঁকালাম এবার সবার দিকে। পাশে বসা সবুজ বাঘ আর দূরে মানিক ভাই আর বিপ্লব ভাই ছাড়া কাউকেই চিনতে পারলাম না। আজিজে সেদিন দেখেছি এক পলক তা আবার প্রায় অন্ধকারে। নাম ঠিকঠাক জানলেও সঠিক জায়গায় সঠিক নাম বসবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, ম্যাড়ম্যাড়ে এক আড্ডা চলছে। কেউই প্রায় কারও সাথে কথা বলছে না। একদমই শুনশান। এর মাঝে বিপ্লব ভাই শুধুমাত্র আমার সাথে দূর থেকে ‘কেমন আছি Ñ ভাল আছি’ করলেন। বাকি যার দিকেই তাঁকাই সবাই জড়ভরত। কেউ তাঁকায়ও না Ñ কথাও বলে না। এর মাঝে পাশের জন কথা বললেন। জানলাম সচলায়তনের এক পাঠক। তার কাছেই জানলাম রশীদ ভাইয়ের বাবা সকালে মারা গেছেন। হোঁচট খেলাম। এত পরে কথাটা জানলাম বলে। তারপরই সবুজ বাঘের সাথে কথা হল। এ যে আমার পূর্ব পরিচিত তা এখনই জানলাম। আমার স্মৃতিশক্তি বরাবরই অসম্ভব দুর্বল। তাই নিয়ে প্রায়ই বিব্রতবোধ করি। আরও কিছুক্ষণ নির্বাক সময় পেরিয়ে মোড়ক উন্মোচনের ডাক আসলো। সবার হাতে মোড়কযুক্ত বই। প্রথমে পরিচয় পর্বের পর প্রত্যেকের হাতে থাকা বইয়ের মোড়ক একযোগে খুলবে। পরিচয় শুরু হল লীলেনকে দিয়ে। সবার নাম আমি এভাবে বলতে পারবনা। কাজেই যে যে এসেছেন আওয়াজ দিয়েন ভাই। মোড়ক খুলে এক নজরে দেখলাম পূর্ণমুঠি'কে। খুব স্বাভাবিক লাগলো সময়টাকে। অথচ এই বইয়ে আমার গল্প স্থান পেয়েছে কথা ভেবে শীতল আনন্দের স্রোত বয়ে গিয়েছিল বুক দিয়ে। এখন তেমন কিছুই মনে হচ্ছে না। দেখলামÑ পড়লাম সদরপাট্টা আর সম্পাদকীয় কলাম। তারপর লেখকের নাম আর গল্পের নাম গুলো মন দিয়ে পড়তে পড়তে ফারুক ভাই, সবজান্তা সহ আরও কয়েকজন ভেতরে আসলো। প্রত্যেককেই ট্রাংকে আর চেয়ারে উঠে পরিচয় দেবার অনুরোধ করা হল। বলাইবাহুল্য, কিছুই করলেন না তারা। এই সময়ই পুরি আর চা এল। ততক্ষনে পাশের প্রতিবেশীর সাথে ফিসফাস ছাড়া আর কিছুই চলছে না। আর আমার তো জড়ভরত অবস্থাই। জেন্ডার সমতায় আমি শুধু পিছেই নই একেবারে জিরোর কাছাকাছি অবস্থান করছি। তার উপর আবার এত্তগুলো জ্ঞানী জ্ঞানী মানুষ Ñ কার সাথে কি দিয়ে কথা শুরু করব বুঝতে পারছি নাÑ এমন সময় উদ্ধার করলেন মানিক ভাই। আমার সদ্য চালিত এক গবেষনা নিয়ে তার সাথে গল্প শুরু হয়ে গেল। অনেকের সাথে অনেকেই দীর্ঘ সময় ধরে গল্প চালালেও জেন্ডার অসমতার দরুণ আমার উপরই কুৎসা রটনা করা হল। ভদ্রলোক মানিক ভাইকে নিয়ে। করলেন মহামতী লীলেন। মাঝে মাঝে নাজমুল ভাই দু'য়েকটা কথা বলে গেলেন। আর সবার সাথেই মুখ দেখাদেখিই হল গল্প তেমন হল না। ভাবলাম, পরের বারের আড্ডায় সচলায়তনের সদস্যদের আইসব্রেকিং কিছু গেইম দয়া করে মডারেটরা করাবার আদেশ দিবেন। একসময় সেই শুনশান আড্ডাও শেষ হল। পথে নামলাম সবাই। তবে প্রথম আড্ডা শেষ হবার পর সংস্কৃতির দালানের পাশে আরেক দালানে আড্ডার আরও কিছু অংশ চলল। সমায়াভাবে মিস করলাম। পরের আড্ডার পূর্ণ বিবরণী যদি কেউ একজন জানান। যে সম্পর্কে লীলেন, নজরুল, ফারুক ভাই, মানিক ভাই সহ আরও অনেকেই হয়তো বলতে পারবেন। প্রকাশনীর বাকি অংশটুকু জানবার আগ্রহে রইলাম। আর কি? এভাবেই শেষ হল আমার প্রথম লেখা ছাপা হবার একটি বইয়ের প্রকাশনী উৎসব আর.........
আধুনিক যুগের আধুনিক প্রযুক্তিতে আধুনিক মনের কতগুলো মানুষের একসাথে লেখা কিছু বাণীর সম্মিলন।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

ক্যামেলিয়া আপু, এইটা তুমি কী বললা! আড্ডা তো জম্পেস হয়েছে। সংস্কৃতি বিকাশ কেন্দ্র থেকে সাকুরা পর্যন্ত গেছে আড্ডা। তুমি মিয়া মানিক ভাইয়ের লগে সারাক্ষণ কী গুজুর গুজুর করতেছিলা বলে কিছুই টের পাওনি। দাঁড়াও লীলেন দা'রে বলি, তোমাদের মগ্ন আলাপের ছবিটি আপলোড করতে। তখন বুঝবানে মজা!

ক্যামেলিয়া আলম এর ছবি

এই যে পাইছি, অসাম্য আর অসমতার নাম্বার---১।
সাকুরার কথা যখন কইলেন, পরের চ্যাপ্টারে কি হইছে তাও কন-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মৃদুল আহমেদ এর ছবি

ও! ঘটনা তাহলে এরকম! মানিক ভাই আপনাকে উদ্ধার করলেন? আমার ধারণা, লীলেন ভাইয়ের এ নিয়ে বোধহয় কিছু বলার আছে! দেঁতো হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ক্যামেলিয়া আলম এর ছবি

লীলেন ভাইরে টানেন ক্যান? আপনে তো আসছেন দেরীতে-----তাও আবার আইতেও চান নাই-------আরও কিছু কমু মডারেটররে?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

নিঘাত তিথি এর ছবি

বলে কি, এরকম শুনশান আলোচনা হয়েছে বুঝি? আমি আর কনফু তো মাঝে একবার ফোন করলাম, অনেকের সাথে কথা হলো। উচ্চকিত চিৎকারে তো আমরা কারো কথা ভালো করে শুনতেই পাচ্ছিলাম না! আপনি ছিলেন জানতাম না তো। আমি তাই ভাবছিলাম, প্রকাশনী অনুষ্ঠানে একজনও কি মেয়ে নেই?!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ক্যামেলিয়া আলম এর ছবি

উচ্চকিত চিৎকার? মনে হয় ফোন পাশের ঘরে নিয়ে গেছিল-----সবাই যে কি নিপাট ভদ্রলোক, আফা----কেউ চোখ তুলে চায়ও না---কথা তো দূরে থাউক-----
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

নুরুজ্জামান মানিক এর ছবি

প্রথম আড্ডা শেষ হবার পর সংস্কৃতির দালানের পাশে আরেক দালানে আড্ডা নয় বরং লীলেন , ফারুক আর নজরুল গিয়েছিল জরিনার সাথে দেখা করতে !

গৌতম , পান্থ আর আমি ঐ দালানের বাইরে থেকেই বিদায় নেই । গৌতম চলে যায় তার বাসায় । আমি আর পান্থ পিজি রোড ধরে হাটতে থাকি এর মাঝে বলা নেই কওয়া শুরু হলাম মেঘের ক্রন্দন ।
আমরা ভিজে ভিজে এসে পৌছলাম যাদুঘরের সামনে । রিক্সা পেতে প্রায় ৩০ মিনিট লেগে গেল আর ঐ সময়টায় পান্থ এর সাথে নানা আলাপ হল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ক্যামেলিয়া আলম এর ছবি

নিজেরে নির্দোষ প্রমাণ করতেছেন?
(আমি কিন্তু দেখছি মানিক ভাইও লীলেনদের সাথে হাঁটা ধরল)
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

নুরুজ্জামান মানিক এর ছবি

ঠিকই দেখেছেন আমরা মানে আমি , লীলেন , নজরুল , ফারুক , গৌতম আর পান্থ একসাথে হাটা ধরেছিলাম কারন গন্তব্য সাকুরা হোক বা সুর্যসেন হল হোক বা বাসাই হোক মেইন রাস্তায় তো আসা চাই , তাই না ।

সাকুরার গেট পর্যন্ত এসে আমরা বিভক্ত হই
গৌতম তার বাড়ীর দিকে
আমি আর পান্থ যাদুঘর শাহ্বাগের দিকে
আর ফারুক -লীলেন-নজরুল সাকুরার প্রবেশ পথে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ক্যামেলিয়া আলম এর ছবি

বিশ্বাস করছি তো আমি। কিন্তু আপনার পক্ষে কথা বললে আবারও বাটপারগুলা আবোল তাবোল কথা কইব।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

পান্থ রহমান রেজা এর ছবি

আপু তুমি মিছাই মানিক ভাইয়ের মতো নির্বিবাদী মানুষটারে সন্দেহ করতেছ। আমরা সবাই হাঁটা ধরছিলাম ঠিকই। কিন্তু সবার গন্তব্য জরিনায় ছিল না। জরিনাওয়ালাদের ভালোই ভালোই পৌঁছাইয়া দিয়া আমরা আমাদের যারা যার গন্তব্যে রওনা দিই। জাদুঘরের সামনে অবশ্য আমার আর মানিক ভাইয়ের একটা অনির্ধারিত আড্ডা হয় বৃষ্টির ফাঁদে পড়ে। তা ওই বৃষ্টি পর্যন্তই।

ক্যামেলিয়া আলম এর ছবি

মিস করলাম আমি।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

আলমগীর এর ছবি

আড্ডা দেওয়াও কি কঠিন হয়ে যাচ্ছে আজকাল? কী দুর্দিন!

ক্যামেলিয়া আলম এর ছবি

আসলে ভার্চুয়াল বন্ধুগো আড্ডা তো ------- সব কিছুই যন্ত্র দিয়া চলে মনে হয়-------দেখি সন্ধান কইরা মডারেটররা আর নতুন কোন যন্ত্র লাগাইতে পারবে কিনা?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

কীর্তিনাশা এর ছবি

কি করা যাবে ক্যামেলিয়া আপু! আমরা সবাই কথার বন্যায় অন্তর্জাল ভাসাতে পারি। কিন্তু মুখোমুখি হলে সবাই ভ্যাবলাকান্ত। অন্তত আমি যে তাই, এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাই বলে আড্ডা আমার কাছে খারাপ লাগেনি। এমন আড্ডা বেশি বেশি হোক। তাহলে আমাদের এই অন্তর্মুখিতাও দূর হয়ে যাবে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ক্যামেলিয়া আলম এর ছবি

আড্ডা খারাপ লাগছে কে কইল? বেশি বেশি আড্ডার জন্য একটু গপ মারলাম।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অমিত আহমেদ এর ছবি
ক্যামেলিয়া আলম এর ছবি

জ্বী----আপনাকে মিস করেছি আমরা।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কাহিনী শুনিয়া মজা লাগিল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ক্যামেলিয়া আলম এর ছবি

ধন্যবাদ আপনাকে।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

খুবই ইচ্ছে ছিল আড্ডাতে যাবার। দু'টো করনে যাওয়া হয়নি। এক, আমার ধারনা ছিল আড্ডাটা হবেনা (যেহেতু আয়োজকদের একজনের পিতা সেদিনই ইন্তেকাল করেছেন)। দুই, এই শহরে বাস করা কোন সচলকে (পূর্ণ বা অতিথি) আমি চিনি না (আমাকেও কেউ চেনেন না)। তারপরও সাহসভরে গেলে হয়তো কারো সাথে পরিচয় হয়তো হত। তবু যাওয়া হল না।

সচলদের কাছে অনুরোধ, এই শহরের পূর্ণ ও অতিথি সচলদের নিয়ে কি একটা আড্ডা আয়োজন করা যায় না? যাতে এই অপরিচয়ের বাধাটা দূর করা যায়? তাহলে পুনরায় "সচল-জটিল পরিস্থিতির" মত দুর্দিন আসলে আমরা একসাথে কিছু করার সুযোগ পাব।

তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ক্যামেলিয়া আলম এর ছবি

শুদ্ধস্বরের সাহিত্য আড্ডা অসম্ভব মিস করি আমি। আরেকটি সাহিত্য আড্ডা যদি তৈরি করা সম্ভব হয় খুবই ভাল। তবে যা ব্যস্ত একেকজন। হবে কিনা --------?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

দ্রোহী এর ছবি

এই তাইলে গঠনা????????


কী ব্লগার? ডরাইলা?

মাহবুব লীলেন এর ছবি

ত্রিশ চল্লিশটা মানুষ চিৎকার করে গলা ফাটিয়ে ফেলল
আর উনি বললেন শুনশান

এইবার বুঝ তাহলে মানিক ভাইকে নিয়ে কী মজাটা মজেছিলি...

০২

ওখানে গিয়ে খেয়ে মানিক ভাই কী কী করেছে আর তোর নামে কী কী বলেছে তার নজরুলের কাছ থেকে শুনে নিস
(ফারুক ওয়াসিফকে বললে বেশি কড়া করে বলবে তাই তাকে জিজ্ঞেস করার দরকার নেই)

ক্যামেলিয়া আলম এর ছবি

জ্বী। ধন্যবাদ। এক বাটপার আরেক বাটপাররে সাক্ষী মানে।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সুলতানা পারভীন শিমুল এর ছবি


এরেই মনে হয় কয়, চোরের সাক্ষী গাঁইট কাটার...
...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ক্যামেলিয়া আলম এর ছবি

একদম ঠিক কথা------পুরা ঠিক------একশ পারসেন্ট ঠিক।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

অবাঞ্ছিত এর ছবি

আহ্ .. এই সাত সমুদ্র এপারে বসে সবই মিস করি দেখি। .. (দীর্ঘশ্বাস)

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ক্যামেলিয়া আলম এর ছবি

আমার ও আমাদেরও আপনাদের কথা মনে হচ্ছিল। সত্যি সত্যি। তবে বেশি মিস করেছি মেয়েগুলোকে----শিমুল, তিথি, শ্যাজা, অনিন্দিতা........।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমিও মিস করেছি খুব...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কনফুসিয়াস এর ছবি

কিন্তু, ফোনে যে চেঁচামেচি শুনলাম, ওইটা কাদের? ও আলবাব ভাই, ও শিমুল...!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ক্যামেলিয়া আলম এর ছবি

ঐগুলা অগো এ্যানসারিং মেশিনের -------রেকর্ড কথা শুনাইছে-----জানেই কি জিগাইবেন--------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

গৌতম এর ছবি

মানিক ভাই নির্দোষ। আমি অন্তত এ ব্যাপারে সার্টিফিকেট দিতে পারি।

সাকুরাতে যারা গিয়েছিলো, তাদের মধ্যে লীলেন ভাই ছিলেন কিনা, সেটা আমি না হয় নাই বললাম, কিন্তু মানিক ভাই যে যান নাই, সেটা কনফার্ম।

তবে এই আড্ডায় আমার রেকর্ডটা বোধহয় কেউ ভাঙতে পারবে না। ৫.৩০ মিনিটের আড্ডায় আমি পৌঁছেছি সবার আগে, ৯টায়। পারবেন কেউ ভাঙতে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ক্যামেলিয়া আলম এর ছবি

বিশ্বাস করলাম তোমার কথা। ইনোসেন্ট চেহারা। মিথ্যা নিশ্চয় বলতে শেখো নাই।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১.
আগামী যে কোনো আড্ডায় ক্যামেলিয়ার চাপাশ ঘিইরা থাকার জন্য একদল স্বেচ্ছাসেবক আবশ্যক... যাদের কাজ হবে ক্যামেলিয়ার দিকে ড্যাব ড্যাব কইরা তাকায়া থাকা... অন্য কোনদিকে তাকানো নিষেধ। আর যারা অনবরত বকর বকর করতেই থাকবে। কথার রাজ্যে পৃথিবী যেন বজ্রনিনাদময় হয় সেই গ্যারান্টি দিতে হবে।

২.
পুরুষের কথা যে নারীরা কত কম শোনে... এবং শুনলেও যে কত কম বোঝে তা আজকে এই পোষ্ট পড়ে বুঝতে পারলাম। এত এত লোকের এত এত চিতকার চেচামেচি কিছুই কানে গেলো না ক্যামেলিয়ার?
এমনকি আমি যে আড়চোখে কতবার তাকাইলাম তার দিকে... কত কত ইশারা করলাম না বলা কথার... সেগুলা সে বুঝতেই পারলো না? নাহ্... এই জীবন আর রাখার কোনো দরকার দেখতেছি না। মন খারাপ

৩.
আর সেই দুখেই তো আমি একটু পাশের দালানে গেছিলাম... (বিশ্বাস করেন আর কোনো কারন নাই)। বাকি সব প্ররোচনা ফারুক ওয়াসিফ আর মাহবুব লীলেনের... আল্লায় তাদেরে বার বার প্ররোচনা দানের তৌফিক দান করুন। আমেন।

৪.
একটা ছড়া মনে পড়লো... (আকতার এবং মৃদুলের নিকট ক্ষমা প্রার্থনাপূর্বক)
ওপাড়েতে কালো মেঘ গম গম করে
এপাড়েতে রাঙা মরিচ টুক টুক করে

মানিক ভাই কি এমন কইলেন যে আমাদের কথার সকল সমূদ্র ক্যামেলিয়ার কাছে জল হয়ে গেলো?
ভাবীর ফোন নম্বরটা দেন তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ক্যামেলিয়া আলম এর ছবি

এত্ত বয়স হবার পরেও আড়চোখ বুঝি না? খাড়া তোরে-----
পরের সচল আড্ডায় আমার যাওন বন্ধ কইরেন না ভাই। মাফ চাইলাম। আর আপনে তো একবার রিকোয়েস্টও করলেন না-----তাইলে আল্লার নাম নিয়া সাকুরা রওনা দিতাম। পাশে বইসা গপ সপ করতাম, মন ভুলে-------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

আরিফ জেবতিক সংস্কারবাদী ( যাচাই করে লাভ কী ?তাই ... এর ছবি

পোস্টের সাথে একমত । ব্লগের আড্ডাটারে কেমন যেন মিলাদ শরীফের মতো ভাবগাম্ভীর্যপূর্ণ মনে হয়েছিল । হাসি

তবে '' আমরা হুক্কা টানি না /হুক্কার কথা জানি না ''।
সাকুরা কী,ভাইয়া ?

ক্যামেলিয়া আলম এর ছবি

বিশ্বাস করেন, আপনারে আমার কালকে অনেক ভাল লাগছে কিন্তু ডরে ভাল কইরা কথা কই নাই। আর বাঁচাইলেন--------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেখা হয় নাই চক্ষু মেলিয়া...
ভীষন হিংসে হচ্ছে আপনাকে, ক্যামেলিয়া।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ক্যামেলিয়া আলম এর ছবি

আরে রাখেন আপনার হিংসা। আগে কন, আসেন নাই ক্যান? ক্যান আসেন নাই? আপনার জন্য পুরা মন নিয়া অপেক্ষা করছি। আশা করছি। এর পরের দশ সচল আড্ডা আপনে কো অর্ডিনেট করবেন। সব ব্যবস্থা করবেন। কন করবেন।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ফারুক ওয়াসিফ এর ছবি

এই আরেকজন, আহারে বইলা খালাস। আপনি আসবেন শুইন্যাই তো নিরপেক্ষ তত্ত্বাবধায়কের মতো যে দিকে চোখ এমননিতেই যায়, সেদিকেও চোখ দিই নাই। ভাবলাম চোখ তো দুইটা, একবারে দুইজনরে নয়ন ভরে দেখুম। এখন দেখি অপেক্ষাই সার। আর আড্ডা অসার। সবাই দেখি যার যার পাশের লোকের সঙ্গে কথা কয়। আমার পাশে আস্ত দুই ব্যাডা। বাকিটা পর সমাচার।

এবং সমাচার কইলেই বলিবে, হাজি সাহেবের মুখ খারাপ। তবে হাজি সাহেব এইবার মুখ খুলিবেই। আমরা তিন পাত্তি নাহয় সাকুরায় গিয়া আন্ধারে পথ হাতড়াইতেছিলাম। বাকিরা নানান চুলায় গিয়া ডিম ভাজিয়া খায় নাই, তাহার প্রমাণ কী? যাহাদের কিছু নাই তাহারাই সাকুরায় যাই। যাহাদের আছে তাহারা সেই তাহাদের জন‌্য এতই ব্যাকুল যে, আর তর সইলো না। বাড়ি যাই মামা কইয়া কাট মারিবে,এ তাহার সঙ্গে বসিয়া গুজুর গুজুর ফুসুর ফুসুর করিবে তাহাতে দোষ নাই? হা খোদা, ফখরু বাবুর্চির আমলে এ কোন বিচার তোমার!

ছোটোদের কথা বাদ, উহারা দুধভাত। কিন্তু মানিক মিয়া যে বিদায় লইয়াও শাহবাগের চিপায় রইয়া গেল তার কী হইবে? শেষ খবর পাওয়া পর্যন্ত বাসায় গিয়াও তাহার চিপাবাস শেষ হয় নাই। বিশেষ সূত্রে খবর পাইয়া মানিকের মালকিন ঝাঁটা হস্তেন সংস্থিতা হইয়া ছিলেন। বাকি খবর বিজ্ঞাপনের পর।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে !
(এইটা ফারুক ওয়াসিফের জন্য।)

০২

আহারে !
(এইটা মানিক ভাইয়ের জন্য।)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ক্যামেলিয়া আলম এর ছবি

আহারে--------(শিমুল আপার নকল না, মন থিকাই বাইর হইল)=ফারুক ভাই, মানিক ভাই
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

না পোস্টের সাথে সহমত, না উল্টো মন্তব্যের সাথে সহমত। আড্ডায় হুদা কামে হাউ কাউও ছিলো না আবার একমদ শ্মশানও ছিলো না। তবে সচলদের মধ্যে আরো খোলামেলা আলোচনা হতে পারতো, লীলেন ভাইয়ের চাপাচাপির যদিও কমতি ছিলো না। আর মানিক ভাইতো শেষ পর্ষন্ত গোলাপী বর্ণ ধারণ করতে করতে লাল হয়ে গেলেন তবু আমাদের মতো ভালো শ্রোতাদের কথা মনে করেও একবার মুখ খুললেন না। ফারুক ওয়াসিফ তাও দু এক বার কন্ঠ তুলে কথা বলেছেন। কিছু বলার চেষ্টা করেছেন এবং আমরাও বোঝার চেষ্টা করেছি। নজরুল ভাইর চেঁচামেচিতে যদিও শেষ পর্ষন্ত কিছু বুঝে উঠতে পারি নাই। আরিফ জেবতিক জোনাকি পোঁকার মতো যেখানে বসেছেন বা দাঁড়িয়েছেন সাথে জমজমাট আড্ডা চলেছে চারপাশে। তাছাড়া আরও অনেকে অনেক কিছূ বলেছেন... সব কিছু শুনি নাই, শোনা হয় নাই কারণ ছবি তোলার কাজে ব্যস্ত আছিলাম....

ক্যামেলিয়া আপার লেখাটার জন্য অনেক ধন্যবাদ।

পান্থ রহমান রেজা এর ছবি

আখতার ভাই, ছবি কই। একটাও তো পোস্টাইলেন না। চেহারাটা একবার দেখানো ইচ্ছে ছিল।

সুমন সুপান্থ এর ছবি

........আমার শুধু আফসোস জ্ঞাপন !

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অ্যাত্তোগুলান বাঙালি একত্র হইয়া আড্ডা জমাইতে পারে নাই, এইটা কোনও বিশ্বাসযোগ্য কথা হইলো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

জেন্ডার সমতায় আমি শুধু পিছেই নই একেবারে জিরোর কাছাকাছি অবস্থান করছি।তানবীরা

সচলে সমতা আনার একটা চেষ্টা করোতো আপু

---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।