২১শে জুন' ২০০৪

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৯/০৫/২০১২ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

২১শে জুন' ২০০৪
----------------------

ব্রা এর কার্নিশে কালো তিল
হুক তুলে দেয়া জানালার পাল্লায়

কারা যেন লেপ্টে দেয় অন্ধকার; ওরা কারা
দশটার মাঝে চারটা

চোরের মতোন পেছন দরোজায়, চার এর মতো
আরো ছয়

খুব ঠান্ডায়

অতলান্তে ডুবে যায় যুবকের ক্যাফে, ভেসে যায়
২১শে জুন' ২০০৪;

ভেসে আসে বরফিত জলের কষ্ট গেলাস!


মন্তব্য

এবিএম এর ছবি

ভালো লাগল ক্রেসিডা। চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

টিউলিপ এর ছবি

কিছু মনে করবেন না, ক্যাটেগরি দেওয়া হয় ইনডেক্সিং-এর সুবিধার জন্য। আপনার কবিতায় কবিতা ক্যাটেগরি বাদে অন্য যেগুলো আছে, কষ্ট গেলাস, কার্নিশ, ক্যাফে, চোর, তিল, এই কোন ক্যাটেগরিতেই আপনার এই কবিতা বাদে আর কিছু আসলো না। আপনি কি এই প্রতিটা ক্যাটেগরিতে আলাদা আলাদা সিরিজ খুলছেন? তাহলে আপনাকে মোট পাঁচটা সিরিজ চালাতে হবে। হাসি

আমি আধুনিক কবিতা বুঝি না, তাই সেটা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

মরুদ্যান এর ছবি

এরকম কন্টেন্ট বেসড কিওয়ার্ড দিয়ে ট্যাগিং দেখি জব সাইটগুলাতে যাতে যেকোন একটা কিওয়ার্ড দিয়ে খুঁজলেই চাকুরিদাতা প্রার্থীর সিভি পেয়ে যায়। কবিতায় এরকম ট্যাগিং কতটুকু প্রযোজ্য কবিতা সমঝদাররাই ভাল বলতে পারবেন।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ক্রেসিডা এর ছবি

উপরেই যা বলার বলেছি। উপরন্তু, ট্যাগিং এ যাই থাকুক, তাতে কবিতার ভাব কি নষ্ট হলো? ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তাপস শর্মা এর ছবি

ট্যাগ এর ব্যাপারে এগুলি ব্যাবহার করা নিয়ে আমারও আপত্তি আছে। আর উত্তরাধুনিক কবিতা আমিও বুঝিনা!

ক্রেসিডা এর ছবি

কবিতা যতটানা বোঝার, তারো বেশি অনুভবের। ট্যাগ ব্যাবহার না করা লাগলে বরং আমি খুশি। আজকেই এডিট করে দেখলাম ট্যাগ এর ফিল্ড এ কিছু না লিখলেও চলে। সো, ওখানে আর কিছু থাকবেনা।

ধন্যবাদ আপনার আপত্তি এর কথা নজরে আনার জন্য।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

ট্যাগ দেবার জন্যে কি করতে হবে আমি জানি না, ফিল্ডটা মেন্ডাটরি কিনা সেটাও আমার জানা নেই। মোটামুটি FAQ এ ্ ব্যাপারে আমি কিছু ডিটেইলস পাই নি। সো, ট্যাগিং করতে গেলে কি বা কোন বিষয় আনতে হয়, সেটা বল্লে ভালো হতো।

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তিথীডোর এর ছবি

চলুক
আজ বুঝলাম, আমিও আসলে কবিতা বুঝি না। ইয়ে, মানে... অ্যাঁ
যাক, বেটার লেট দ্যান নেভার। চোখ টিপি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ক্রেসিডা এর ছবি

ইয়ে, মানে... ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

এবার ঠিক আছে আশা করি।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

স্বনাম এর ছবি

ঠিক আছে। আরেকটা শব্দ যোগ করতে পারেন, সেটা হলো পুরো কবিতাটির মূল বিষয়বস্তু যদি একটি শব্দ দিয়ে প্রকাশ করা যায় সেটা।

ক্রেসিডা এর ছবি

আসলে এক শব্দে প্রকাশের চেষ্টা না করাই ভালো, তাতে পাঠকের চিন্তা-ভাবনার ধারা ওই এক পথেই ডাইভার্ট হবে। ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

টিউলিপ এর ছবি

অনেক ধন্যবাদ আপত্তিটাকে ব্যক্তিগতভাবে না নেওয়ার জন্য। ট্যাগিং সম্পর্কে FAQ এ কিছু বলা নেই সত্য, তবে সন্দেহ থাকলে আমি দেখে নেই বেশিরভাগ লোক, বিশেষত সচল হয়েছেন যারা, তারা কিভাবে কাজটা করছেন। সব কিছুকে ফ্যাকে জায়গা দিতে গেলে তো কন্টেন্টে কুলাবে না। হাসি

নিচে দেখলাম একজন ট্যাগিং-এর আপত্তিটাকে ব্যক্তি আক্রমণ মনে করছেন। লেখকের নিজেরই ভালো জানার কথা তার সাথে আমার এর আগে ইন্টার‍্যাকশন হয় নি, লেখক নিজেও সেভাবে নেন নি। সব জায়গায় সন্দেহ করলে আসলেই যে গুরুত্বহীন হয়ে যাবেন ভাই!

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতা বেশি ব্যক্তিগত হইলে পাঠকের জন্য অর্থহীন হয়ে যায়। এইটাতেও এরকম হয়ে থাকবে কিছুটা।

অফ টপিক: ২১ জুন ২০০৪ খালেদা-নিজামী জোট সরকার র‍্যাব চালু করে। তারিখটা সার্চ দিয়ে পাইলাম। তারপর আপনার পোস্টটা পুনর্বার পড়লাম। এক্সপেরিমেন্ট আরকি।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ক্রেসিডা এর ছবি

ডেট টা পারসোনাল প্রোপার্টি। সো, ওটার সাথে রাজনৈতিক বা অন্য কোন ঘটনা নেই।হ্যাঁ, কবিতা পারসোনাল হলে একটু সমস্যা হয়, কিন্তু অর্থহীন হয়ে ওঠে সেটার সাথে একমত না; কবিতা পারসোনাল না হলেও যে সেটা লেখক যে থিম নিয়ে লিখেছে সেটা ধরা যাবে এমনো না। কবিতা এর ব্যাখ্যা এ কোন ভুল নেই, সেটা একএক জনের কাছে এক এক রকম।আর প্রত্যেকে তার নিজ অবস্থানে সঠিক।

আর পারসোনার এ ব্যাপারে - আমাদের সবার গল্প, কষ্ট, আনন্দ এক। শুধু উপস্থাপন তা ভিন্ন।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতা বেশি ব্যক্তিগত হইলে পাঠকের জন্য অর্থহীন হয়ে যায়। এইটাতেও এরকম হয়ে থাকবে কিছুটা


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

গুরুত্বহীন এর ছবি

কবিতা কখনোই বুঝিনি, তাই এর ব্যাপারে কিছু বলতে পারছিনা।

কিন্তু মন্তব্যগুলো দেখে মনে হচ্ছে, এগুলোর কারণ যতটা না ট্যাগিং কিংবা কবিতার বিষয়বস্তু, তারচেয়ে সাম্প্রতিক একটির পোস্টের প্রেক্ষিতে লেখিকার অবস্হান আর তার কারণে ব্যক্তিগত বিদ্বেষ।

আমি লেখিকার সাথে একমত, যে কবিতা অনুভবের ব্যাপার। লেখিকা যদি কবিতা লেখার সময় কাক, চিল, ডালিম গাছ আর আধা গ্লাস পানির কথা মাথায় রাখেন, তাহলে ট্যাগে ঐসব জিনিস রাখার তার পূর্ণ স্বাধীনতা আছে।

তাপস শর্মা এর ছবি

'লেখিকা '
খাইছে!!! যতদূর জানি ক্রেসিডা ভাই নিজেই নিজেরে বালক কইছে!

ক্রেসিডা এর ছবি

গুরুত্বহীন@ ধন্যবাদ আপনার কমেন্টের জন্যে।

ব্যাপারটা সহজভাবে নেন। হাসি পাঠকের ও স্বাধীনতা আছে। সো, তারা যা ইচ্ছে বলতে পারে। তার মানে এই না, আমি আমার লেখার ধরন পাল্টবো, যতক্ষন না আমি ভিতর থেকে সেটা দরকার মনে করবো। যেহেতু লেখাগুলো আমি এখানে শেঃয়ার দিচ্ছি, ডাইরিতে আবদ্ধ না রেখে, আমাকে যেকোন কমেন্ট বা প্রকিতূল অবস্থার জন্যে রেডি তো থাকতেই হবে।

এনিওয়ে, থ্যাক্স, আপনার পাশে দাড়ানোর জন্যে।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রোমেল চৌধুরী এর ছবি

ক্রেসিডা, লিখে যাও। সফল কাব্যের জন্যে জনপ্রিয়তা কিম্বা অজনপ্রিয়তা কোনটিই মুখ্য নয়। মানে আমি বলতে চাচ্ছি যে, কবিতা জনপ্রিয় হলেই সফল হয় না, আবার জনপ্রিয় হলেই যে অসফল হবে তেমনটিও নয়। পক্ষান্তরে, অজনপ্রিয়তার ক্ষেত্রেও তেমনতর মন্তব্য করা চলে। মোদ্দা কথা, কবিতাকে আর কিছু না হলেও কবিতা হতে হবে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ রোমেল ভাই। আমি যেকোন রকম মন্তব্যের জন্যে রেডি থাকি। পাঠকের স্বাধীনতায় আমি বিশ্বাসী।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

প্রদীপ্তময় সাহা এর ছবি

চলুক
সহমত।
কবিতার জন্ম হওয়া উচিৎ একটা গভীর বিশ্বাস থেকে, আর সেটাই হল কবির তাঁর সৃষ্টির প্রতি সততা।

আর একটু বিমূর্ত ধরণের কবিতার ক্ষেত্রে মানে বোঝার চেয়ে, যে আবছা ছবি ভেসে উঠছে শব্দে শব্দে মিলে-মিশে তাকে অনুভব করাটাই মনে হয় উচিৎ। সেটা কবির ভাব থেকে আলাদা হলেও বা ক্ষতি কী? আমি তো পাঠক হিসেবে বঞ্চিত হচ্ছি না।

ক্রেসিডা এর ছবি

সেটাই ঠিক। পাঠক কখনো কবির মূল ভাব স্পর্শ করতে পারার কথা না। তেমনি, পাঠক কেভাবে লেখাটা অনুবাদ করে নিল সেটাও লেখকের স্পর্শ করে ফেলা সম্ভব না।

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সুমন চৌধুরী এর ছবি

দুইবার এসেছে একই কন্টেন্ট

মরুদ্যান এর ছবি

ব্যাপারটা কেন এরকম হল বুঝলাম না, রাতে যখন প্রথম দেখেছিলাম পোস্ট টা, কন্টেন্ট একটাই ছিল। এখন দেখি ২ টা হয়ে গ‌্যাছে। চিন্তিত

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ক্রেসিডা এর ছবি

শুরুতে ঠিকই ছিল। বোধহয় ট্যাগগুলো রিমুভ এর সময়ে কোনভাবে হয়ে গেছে ব্যাপারটা।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ক্রেসিডা এর ছবি

ঠিক করে দিলাম।ধন্যবাদ।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।