দ্রোহীর ফাণণসী চাই

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: মঙ্গল, ০২/১০/২০০৭ - ১০:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের কোন সুহৃদ বন্ধু দ্রোহীর সাক্ষাত পাওয়া মাত্র আমাকে একটা ছোট্ট এত্তেলা করে দিবেন।
অবস্থা বড়ই জটিল, এবং কুটিল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে "কেন ভাই কি হইছে? দ্রোহী নাহয় ইউনিয়ন মেম্বারীর সময় গন টম কিছু খাইছে, তাই বইলা ও কি আপনের গোলাতে হানা দিছে"?

জ্বি হ্যাঁ জনাব। তাই হয়েছে আমার সঙ্গে।

ঘটনার বিবরণে প্রকাশ। ঘটনা প্যাঁচ খাইছে একটা জায়গায় এসে। সেইটা হলো "শম্পা"।
দ্রোহী কিনা আমারে রাইখা শম্পাদান করলো আরেকজন রে!

আমি অবশ্য বন্ধুত্বের স্বার্থে এখানে শিমুলের নাম উল্লেখ করবো না। কিন্তু দ্রোহী মেম্বার মোটেও কাজটা ভালো করে নাই। দুলাভাইয়ের গ্যাটের ট্যাকায় শম্পা আশুলিয়ায় শাম্পান বিহার শেষে শাহবাগের মৌলিতে গিয়া আইসক্রিম খায়! তাও আমার লগে খাইলে কোন কথা ছিলো না। খায় গিয়া কিনা শ্যামদেশবাসী শিমুলের (নাম কিন্তু এইখানেও অনুহ্য) সনে?

আপনেরাই বলেন পাবলিক, এই কষ্ট কি মাইনা লওয়া যায়? যেইখানে কিনা শম্পাদান আমারে করার কথা!

আমি এর বিচার চাই। দৃষ্টান্তমূলক অলিভ বিচার।


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

সর্বনাশ!!! ধুসর নাম বদলান। আকীকা করে নাম সবুজ রাখেন। দ্রোহী আপনারে ভরসা করতে পারে নাই। কি করবেন তাকালেই যদি সাগর শুকিয়ে যায়?

ধুসর গোধূলি এর ছবি

- সবুজ না, আমি নাম রাখুম মেরুণ। এক্কারে আনকমন। হেহ হেহ হেহ।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সৌরভ এর ছবি

শিমুল পুলাটা মনে হয় বিয়াও করবো সামনের শীতে মানে ডিসেম্বরে।
আমারে আগাম দাওয়াতও দিসে।
অভিনন্দন, শিমুল। খাইছে

ধুসর, আইসেন, দুই ভাইয়ে মিইলা গলা ধরাধরি করে কান্দি।
(আইজকা এক সুন্দরী ছ্যাঁক দিসে মন খারাপ । জাপানি ললনা। চাকুরি খুঁজতে গিয়া পরিচয়। ব্যাপক সুন্দরী ছিল।
আইজকাল কথায় কথায় ছ্যাঁক খাই। বড়ই সমস্যায় আছি। তাবিজকবজ কিছু করন যায়, কিনা দেখেন তো)


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

sourov! 私は殺す。

সৌরভ এর ছবি

ম্যাঁওম্যাঁও


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

憎悪猫。 憎悪猫。 憎悪猫。

দ্রোহী এর ছবি

ইয়ে মানে বলছিলাম কি - গুগোল ট্রানশ্লেটরে কিন্তু পড়তে পারছি লেখাগুলো।


কি মাঝি? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা জুইড়া দিলাম।
( ম্যাঁও ) বা ( বেড়াল ) ম্যাঁও
শয়তানী হাসি
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- হাছা নি সৌরভ? হের লাইগাই তো আমারে খালি খোচায় ডিসেম্বরে দেশে যামুনি!
কারবারডা দেখছেন? আমার সামনে শম্পারে আপনা করতে চায়?
সরিষার তেলের অর্ডার দ্যান। এমনে কানলে পানি না আইলে চোখে সইরষার তেল দিয়া হেরপর কান্দুম হালায়।
তাবিজ তো আমিই দেই, পড়া পানিও দেই তয় হাদিয়া লাগবো!
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

আরে আরে! আমি আবার কি করলাম? আমারে ফাননসী দিয়ে কি হবে আর?

শিমুল নিজেই শম্পাকে ধরে রাখতে পারলো না - বেচারী এখন কোন এক মোহাম্মদ আর্মি অফিসারের বউ।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, কি করছি মানে কি? আপনে শম্পাদান আমারে কথা দিয়া শিমুলরে করলেন ক্যা?
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

আরে আরে? শালী কি আমার একটা নিকি? কত্তো আছে, কয়টা লাগবো?

শিমুল শম্পাকে নিসে তো কি হইছে? চম্পা আছে না? বেচারা শিমুল! নিয়ে কি লাভ হল? ধরে রাখতে পারলো না। একারনেই কবি বলেছেন, "শ্যালীকা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন।"


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- মিয়া আপনের অন্তর কালা।
চম্পারে যদি দিবেনই তাইলে হালায় এই ভরা মজলিশে এইডা কইতে হৈলো? অখন তো জার্মানীতে নবাগত শালিকাখোর পাপীটাও পিছে লাইন লাগাবে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

আরে চিন্তার কিছু নাই। জার্মানবাসী শ্যালীকাখোর এখন নিত্যনতুন মালের ধান্ধায় ব্যস্ত আছে-মালের হাত থেকে ছাড়া পেয়ে শালীর কোলে গিয়ে পড়তে আরও কিছুদিন সময় নিবে ওই ব্যাটা। এই ফাঁকে .....


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শালিকাখোর কে জার্মানী গেলো? উনি কি এই ভরা মজলিশে আসেন?

কনফুসিয়াস এর ছবি

রোজা রমজানের দিনে প্রকাশ্য দিবালোকে জেনানা আওরাত নিয়া আলাপ-বিলাপ!
আস্তাগফিরুল্লা!

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি

- হ, ঠিকই কইছুইন মাওলানা মোহাম্মদ কুংফু! তা আফনের মোসাম্মৎ শালীকা বানুর কি খবর জানি?
_________________________________
<সযতনে বেখেয়াল>

মাশীদ এর ছবি

গোধু, তোর কপাল ভাল মৌলিতে খাইতে হয় নাই। কোন এক ডেটিং এ ঐখানে খেয়ে জন্ডিস বাঁধাইসিলাম কোন এক আমলে। আর দোষ পড়সিল বুয়েট ক্যান্টিনের! তোর বিলি রুবিন বাড়ার থেকে অন্যখানে শম্পাদানই ভাল। শাপে বর হইসে রে!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ধুসর গোধূলি এর ছবি

- তুই খালি দ্বিতীয় সংখ্যা ছাপ্পা কথা কস। মৌলিতে না খাইতে যাই মৌলি নামেতো একখান খালাতো শালীকা পাওন যাইতো শম্পাদানের কল্যানে। সেইটা দ্রোহী আর শিমুল মিইল্যা হইতে দিলো না। মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

মাশীদ লিখেছেন:
গোধু, তোর কপাল ভাল মৌলিতে খাইতে হয় নাই। কোন এক ডেটিং এ ঐখানে খেয়ে জন্ডিস বাঁধাইসিলাম কোন এক আমলে। আর দোষ পড়সিল বুয়েট ক্যান্টিনের! তোর বিলি রুবিন বাড়ার থেকে অন্যখানে শম্পাদানই ভাল। শাপে বর হইসে রে!


ভাল আছি, ভাল থেকো।

অরূপ জানে এই কথা? হাসি


কি মাঝি? ডরাইলা?

মাশীদ এর ছবি

জানে না মানে?!? ঐ ব্যাটার মৌলিপ্রীতির জন্যই না আমার বিলি রুবিন বেড়ে একাকার হল! আর বেচারা বুয়েট ক্যান্টিনের দোষ হল মন খারাপ (বাসার সবাই ভেবেছিল ক্যান্টিনের খাওয়াই আসল কালপ্রিট)।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

দ্রোহী এর ছবি

হায়! আপনি কত ভাগ্যবান, লুকিয়ে ডেটিং করার সুযোগ পেয়েছেন। আমার বউয়ের সাথে যেদিন প্রথম আমার সাক্ষাৎ হয় , সেদিন বউয়ের সাথে তার মা এবং নানী এসেছিল। তাহলেই বুঝুন আমার কপাল!


কি মাঝি? ডরাইলা?

মাশীদ এর ছবি

প্রকাশ্যে কিন্ডারগার্টেন থেকে ক্লাস করা থেকে শুরু করে লুকিয়ে ডেটিংসহ আরো কত কিছুই না করেছি এককালে! আহা! আপনার জন্য আফসোস! তবে মা আর নানী তখন সাথে ছিল দেখেই এখনো বেশ 'ভাব' আছে বোঝা যাচ্ছে। এটা ভাল। আমাদের মত ভাবের অভাব হতে দেরী আছে। দেখি, বাসার ময়লা ফেলা দরকার। এ কথাটা জানিয়ে ওকে একটা ব্যক্তিগত মেসেজ দেই। সামনে বললে কথা আজকাল আর কানে যায় না।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

দ্রোহী এর ছবি

তাও ভালো যে আপনি পার্সোনাল মেসেজ দিয়েই ময়লা ফেলার কাজ সেরে নিতে পারেন। আর আমার ক্ষেত্রে -ময়লা আমাকেই ফেলতে হয়, খাবার পর থালা-বাসন, হাড়ি-পাতিলও আমাকেই ধোয়া লাগে।


কি মাঝি? ডরাইলা?

মাশীদ এর ছবি

গুড বয়!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

দ্রোহী এর ছবি

আরে নাহ। গুড বয় না। দুমুঠো ভাতের জন্য এই কষ্ট- তা না হলে রান্না বন্ধ।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- নানীর লগেও টাংকিবাজী শুরু কইরা দিতেন। মহিলা দ্বিতীয়বার যাওয়ার আর সাহস করতো না। পরিনামে লাভ হৈতো কার?
এই গরীবের!
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

হায়রে পোড়াকপাইল্যা পোলা, আমার শালী থুইয়া নানীশ্বাশুড়ির লগে টাংকি মারতে চায়!


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, মিশটেক বুঝেন ক্যালা? আমি মারুম কইছি নাকি আপনেরে মারতে কইছি যাতে শম্পা-চম্পার লগে ঐ মহিলা না আহে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

দ্রোহী এর ছবি

হ আমার আর খাইয়া দাইয়া কাজ নাই। বউ থুইয়া নানীশ্বাশুড়ির লগে টাংকি মারুম! হাসি


কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

তোমরাও মৌলিতে যাইতা? তাইলে নির্ঘাৎ আমাদের সাথে দেখা হইছে কোন না কোন সময়। আমাদের খুব পছন্দের জায়গা ছিলো, চা-টা খুব ভালো বানায়।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কেমিকেল আলী এর ছবি

দ্রোহী বসের শালিকার কি আজকাল এই দশা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী অবস্থা!!!
জার্মানীতে সামার শেষ হইলো মাত্র, এর মধ্যেই এই উৎপাত? @ ধু গো।

মোহাম্মদ আর্মী অফিসারের বৌ মোসাম্মত শম্পার দুলাভাই মোহাম্মদ দ্রোহীর ফাণণসী মওকুফ করা হোক।

ধুসর গোধূলি এর ছবি

- মিয়া, আপনের আর ফ্রী সেক্সের দেশে নবাগত সেই বুয়েট ফেরৎ যুবকটির অবস্থা প্রায় এক।
নিয়া তো যান ঠিকই কিন্তু রাখতে পারেন না। স্বাধীনতা আসলে রক্ষিত হয় ধুসরের কাছেই, সেইস দ্যা প্রোভার্ব!

ধরো শম্পা, আনো চম্পা
ধুসরের সঙ্গে মারো ছাপ্পা।।
কবিতাটা জানি কার লেখা? চিন্তিত
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সব মাথার উপর দিয়া গেলো। কারে কন? কী কন? বুয়েট ফেরৎ কে?

কনফুসিয়াস এর ছবি

-পরবাসে দৈবের বশে।
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পিচ্চিতোষ গল্লকারের বিরুদ্ধে এমন কুৎসা রটনার প্রতিবাদ জানাই।

হাসিব এর ছবি

নেক্সট শুক্কুরবার বাদ জুমা বায়তুল মুকার্রম উত্তর গেট থিকা কাফেলা বেরুবে । সবাই থাইকেন ।

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।