বিয়াকুল

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: রবি, ১৬/০৮/২০০৯ - ১২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এইটা একটা ফালতু পোস্ট । ফালতু কমেন্ট করতে হবে, নাইলে হবে না কিন্তু ।]

লীলেন ভাই কে প্রায়ই দেখতাম আড্ডায় নিধি আসলে নিধিকে কোলে নিয়ে ঘুরাফিরা করতে । কয়েক মাস আগে একদিন আমি, তারেক, টুটুল ভাই আর লীলেন ভাই আজিজে আড্ডা দিচ্ছিলাম । এই কথা সেই কথা বলতে বলতে প্রসং চলে গেল প্রেম-বিয়ে এসবের দিকে । এক পর্যায়ে হঠাৎ লীলেন ভাই ঘোষণা দিলেন তিনি এইবছর বিয়ে করে ফেলতেও পারেন । তবে বিয়ে যদি সত্যিই করেন তাহলে নাকি আমরা কোন খবর পাব না । বাজারে গুজব ছড়াবে, সেই গুজব থেকে জানতে হবে ।

কিছুদিন আগের কথা, ছবির হাটে একটা সচল আড্ডা হচ্ছে । সুবিনয় তখন দেশে ছিলেন । সেই আড্ডায় নজরুল-নুপুর দম্পতি (সাথে অবশ্যই নিধি) এসেছিলেন একটু দেরীতে । তবে তারা আসার পর থেকেই প্রায় পুরো সময় নিধিকে কোলে নিয়ে হাঁটা হাঁটি করলেন বিপ্লব ভাই ।

সপ্তাহ খানেক আগে অমিত ভাই বিদেশে ফেরত যাওয়ার আগে একটা আড্ডা হল । সেই আড্ডায় পান্থকে দেখা গেল নিধিকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে । নিন্দুকেরা বলে পান্থ নাকি সেই সময় সামনেই একটু দূরে বসে থাকা জুটিটার আশে পাশে ঘুরার অজুহাত খুঁজতে নিধিকে কোলে নিয়েছিলেন । কিন্তু আমার মনে হয় পান্থ'র উদ্দেশ্য আরো গভীর ।

পান্থ কি বিয়াকুল হইলেন নাকি ?


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

পান্থভাই জবাব চাই, দেতে হবে দেঁতো হাসি

এনকিদু এর ছবি

এই লাইনটা "সুযোগ চাই, মানুষ হব" সুরে বললে সুন্দর শোনায় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কারন, 'শিশুদের জন্য হা বলুন' খাইছে

পান্থ রহমান রেজা এর ছবি

খাইছে
...................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

পান্থ রহমান রেজা এর ছবি

দেঁতো হাসি :D দেঁতো হাসি

বিয়াকুল মানে কী। চিন্তিত
আচ্ছা, দুষ্ট'র আন্টির কী ছাড়াছাড়ি হইছে? চোখ টিপি

আর বিপ্লব দা, আপনে কয় গেলেন, একটু ঝেগে কাশেন তো। আপনার দিকে ইঙ্গিত করে এনকিদু আমারে কী যেন বুঝাইলো, মাথার উপর দিয়া গ্যালো! দেঁতো হাসি

..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

সৌরভ এর ছবি

খালি পিছলান ক্যান?


আবার লিখবো হয়তো কোন দিন

পান্থ রহমান রেজা এর ছবি

কয় পিছলাইলাম! চিন্তিত
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

সৌরভ এর ছবি

পোস্টের প্রশ্নের জবাব কই?


আবার লিখবো হয়তো কোন দিন

নিবিড় এর ছবি

কেস তো সিরিকাস অ্যাঁ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

আসলেই সেলুকাস, কী বিচিত্র এই পিথিমি !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পুতুল এর ছবি

পান্থদার বিবেকের কাছে
জাতির প্রশ্ন? জবাব চাই। দিতে হবে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতন্দ্র প্রহরী এর ছবি

পান্থ ভাই, জবাব চাই...
দেতে হবে, দেতে হবে...
না দেলে ঘরে ঘরে আগুন জ্বলবে দেঁতো হাসি

এনকিদু এর ছবি

কার ঘরে আগুন জ্বলবে, পান্থ'র ? তার কি ঘর হয়ে গেছে ??


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

বিয়া শব্দটা বুঝলাম, কুল শব্দটাও বুঝলাম— তবে আলাদা করে। এক সাথে বিয়াকুল তো বুঝলাম না! চিন্তিত

তবে একটা জিনিষ কইতে পারি। বিপ্লব ভাই নিধিরে কোলে নিয়া হাঁটার কিছুদিন পরেই ফেসবুকের স্ট্যাটাস পাল্টে গেলো তাঁর। সাথে ছবিও যোগ হলো অ্যালবাম ধরে।

এখন পান্থও কি বিপ্লব ভাইয়ের মতো অলৌকিক উপায়ে নিধির ঝাড়ফুঁকে নিজের স্ট্যাটাস বদলানোর আশায় আছেন কীনা, সেটা নাহয় পান্থ নিজেই পরিষ্কার করুন এসে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পুতুল এর ছবি

ওরে ধূগো জলদি বাইত যা,
নিধিরে কোলে নিয়া আজিজে একটু টাংকী মার!
দেখবি তোর কপাল খুইল্যা গেছে,
হালীর পিছে আর ঘুরতে হবেনা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

- আমার কপাল কি আর বিপ্লব ভাই আর পান্থ'র মতো? আমি নিধিরে কোলে নিয়ে ঘুরার পর দেখা যাবে, আমার বিয়ার তো খবর নাই উল্টা নিধির নিজেরই বিয়ে হয়ে গেছে। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

ধুগো'দা, তার মানে কি আপনি কাউরে কোলে নিলেই তার বিয়ে হয়ে যায়? তাইলে আর পান্থ'দা চিন্তা করতেসে কেন? আপনি তো আছেনই খাইছে

এনকিদু এর ছবি

নিধির বিয়ে অনেক আগেই তার বাবা মা ঠিক করে রেখেছেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তানবীরা এর ছবি

ধূগোর লগে আমিও একমত।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

পুস্টে আমার নাম থাকলেও পুস্টা কিন্তুক পান্থরে নিয়া
কথাডা বুঝতে অইব খেয়াল কইরা

অতন্দ্র প্রহরী এর ছবি

জনাব, এত কথা বাদ্দিয়া বলেন আপনার বিয়া কবে হইতেসে। সুন্দরী শ্যালিকা দেইখা বিয়া কইরেন চোখ টিপি

এনকিদু এর ছবি

আজকে আপনার সম্পর্কে একটা গুজব শুনলাম । আপনি নাকি প্রত্যেক বছর একবার করে ঘোষনা দেন বিয়ে করার ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

আইচ্ছা এনকিদু ভাই আপনে তলে তলে নিধিকে কোলে নিয়মিত ঘুরতেছেন নাকি! আপনের মতিগতিতো মাঝে মধ্যে ভালো ঠেকে না চোখ টিপি

---------------------
আমার ফ্লিকার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।