অ-পুতুপুতু

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: রবি, ২০/০৬/২০১০ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভালই ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে জানা গেল ভোর সাড়ে চারটা বাজে। শুয়ে থেকে দেয়ালের দিকে তাকিয়ে থাকি। মগজ নামের অঙ্গটা কখনো থামেনা, সবসময় কিছু না কিছু চিন্তা সেখানেই চলতেই থাকে থাকে। তবে 'পলিটিক্যালি কারেক্ট' চিন্তা করার মডিউলটা ঘুমানর সময় বন্ধ হয়ে যায়, আর ঘুম ভাঙ্গার কিছুক্ষণ পরে চালু হয়। তাই ঘুম ভাঙ্গার পরপর যেই চিন্তা গুলো চলে সেগুলো হয় খুব মোটা দাগের মহা সত্য চিন্তা। সেরকমই একটা চিন্তা মাথায় ঘুরপাক খাওয়া শুরু করল।




বাংলা সাহিত্যে অ-পুতুপুতু কোন নারী চরিত্র কি আছে ?








কপিলা ছাড়া কারো নাম মাথায় আসছেনা। মানিকের কপিলা, পদ্মানদীর মাঝির কপিলা, কুবেরের কপিলা। আরও পরিচয় দিতে হবে? আরে পুরুষ!








সচলে একটা পোস্ট দিয়ে ঘুমিয়ে পড়ব। অন্য কারো মাথায় চিন্তাটা পার করে দেয়া যাবে।








এডিট:

সচলে সবার মন্তব্য থেকে অ-পুতুপুতু নারী চরিত্রদের একটা তালিকা করছি। এখন পর্যন্ত যেই নাম গুলো পেয়েছি তা নিচে দিলাম। এই তালিকায় আরো নাম ঢুকবে।

কপিলা | পদ্মা নদীর মাঝি | মানিক বন্দোপাধ্যয়
সায়েরা সায়েন্টিস্ট | সায়েরা সায়েন্টিস্ট | মুহম্মদ জাফর ইকবাল
বকুলাপ্পু | বকুলাপ্পু | মুহম্মদ জাফর ইকবাল
রুখসানা ম্যাডাম | স্কুলের নাম পথচারী | মুহম্মদ জাফর ইকবাল
রুহানের মা (নামটা মনে পড়ছেনা, এনার মাথার মধ্যে গ্রুনি জীবানু ঢুকে পড়েছিল) | নয় নয় শূন্য তিন | মুহম্মদ জাফর ইকবাল
কুসুম | পুতুলনাচের ইতিকথা
দীপা | সাতকাহন | সমরেশ মজুমদার
বসন্ত | কবি
মুনা | কোথাও কেউ নেই | হুমায়ুন আহমেদ
কমল(নাম ঠিক মনে নাই) | শেষপ্রশ্ন
সত্যবতী | প্রথম প্রতিশ্রুতি
সূবর্ণ | 'সূবর্ণলতা
শম্পা | বকুলকথা
মাধবীলতা | উত্তরাধিকার, কালবেলা | সমরেশ মজুমদার
চিত্রাঙ্গদা | ?? | ??
বিমলা | ঘরে-বাইরের | রবিন্দ্রনাথ ঠাকুর
রুষা | মাধুকরী | বুদ্ধদেব গুহ
জয়িতা | গর্ভধারিনী | সমরেশ মজুমদার
নীরা | ?? | সুনীল গঙ্গোপাধ্যায়
চাঁদের গায়ে চাঁদের একটি চরিত্র ( নাম মনে নাই) | ?? | তিলোত্তমা মজুমদার
দূর্গা | বিভূতীভূষণ (বানান কি ঠিক আছে ?) | পথের পাঁচালী
দস্যুরানী ফুলন | ?? | ??
শাহানা | ?? | ??
তৃষ্ণা | মানবজমিন | ??
ইন্দ্রাণী | কাছের মানুষ | ??

এবং তুলিরেখার কাছ থেকে জানা গেল...

রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নন্দিনী
রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের দামিনী
রবীন্দ্রনাথের চার অধ্যায় উপন্যাসের এলা
সমরেশ বসুর শাম্ব উপন্যাসে নীলাক্ষী
মাণিক বন্দ্যোপাধ্যায়ের নেকী গল্পের লীলা
মাণিক বন্দ্যোপাধ্যায়ের বন্যা গল্পের আলতামণি
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রাগজ্যোতিষ গল্পের এলা
বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে বিমলা
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে শান্তি
বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে শৈবলিনী
বঙ্কিমচন্দ্রের দেবীচৌধুরানী উপন্যাসে প্রফুল্ল


মন্তব্য

অবাঞ্ছিত এর ছবি

বুঝিনাই বস
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অপরাজিতা [অতিথি] এর ছবি

কুসুম ঃপুতুলনাচের ইতিকথা
দীপাঃ সাতকাহন
বসন্তঃ কবি
মুনাঃ কোথাও কেউ নেই
শেষপ্রশ্নের কমল(নাম ঠিক মনে নাই)
আরো আছে...

এনকিদু এর ছবি

ধন্যবাদ অপরাজিতা।

দীপা তে সহমত। মুনা তে পুরোপুরি না।
অন্য গুলো পড়া হয়নি তাই বলতে পারছিনা।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুরঞ্জনা এর ছবি

অ-পুতুপুতু পুরুষ চরিত্রেরও তালিকা হোক। হাসি
..............................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

এনকিদু এর ছবি

উহুঁ, পরে আরেকটা তালিকা করব পুতুপুতু পুরুষ চরিত্রের। সবার উপরে নাম থাকবে হুমায়ুন আহমেদ এর শুভ্র।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দ্রোহী এর ছবি

হে হে হে ...

শিগগিরই বিয়া শাদি করবেন নাকি?


কি মাঝি, ডরাইলা?

এনকিদু এর ছবি

নাহ, দ্রোহ করুম।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

পুতুপুতু চরিত্রে অরূচি... হুমম

_________________________
বর্ণ অনুচ্ছেদ

স্পর্শ(অফলাইন) এর ছবি

বকুলাপ্পু চিন্তিত

এনকিদু এর ছবি

বকুলাপ্পু তো নারী চরিত্র না, শিশু। তবে সে যে পুতুপুতুর ধারে কাছে নাই এই ব্যপারে সন্দেহ নাই।

মনে পড়ল, জাফর ইকবালের সায়েরা সায়েন্টিস্ট ও একজন অ-পুতুপুতু নারী চরিত্র।

আরও আছে, স্কুলের নাম পথচারী তে খেলাধুলার ক্লাস নিতেন একজন ম্যাডাম। তিনিও মোটেও পুতুপুতু ছিলেন না।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শৈশব এর ছবি

স্কুলের নাম পথচারী তে খেলাধুলা ম্যাডাম এর নাম রুখসানা । আর নিতু ও তার বন্ধুরা তে খোরাসানী ম্যাডাম ভিলেন হলেও শান্তা ম্যাডাম তাকে সাইজ করে দিয়েছিলেন। জাফর ইকবাল স্যারের প্রায় সব প্রধান মেয়ে চরিত্র গুলোই অ-পুতুপুতু।

সুহান রিজওয়ান এর ছবি

"স্কুলের নাম পথচারী"-তে খেলাধূলার ম্যাডাম ছিলেন রুখসানা ম্যাডাম। প্রচুর মার্পিট কর্তেন...

তবে মু-জা-ই স্যার মনে হয় খুবই উঁচু মানের ভবিষ্যদবক্তা। উনি ওই বইতেই জব্বার কাগু'রে নিয়া ছড়া লেক্সিলেন।

"জব্বার ভাই, চামড়া দিয়া জুতা বানাই। "

_________________________________________

সেরিওজা

সুহান রিজওয়ান এর ছবি

হিমু'র রুপা...

অনিমেষের মাধবীলতা...

_________________________________________

সেরিওজা

এনকিদু এর ছবি

হিমুর রুপা কে আমার পুতুপুতু লাগে, হিমুকেও পুতুপুতু লাগে।

অনিমেষের মাধবীলতা, মনে হয় পড়িনাই।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দ্রোহী এর ছবি

এনকিদু লিখেছেন:
বাংলা সাহিত্যে অ-পুতুপুতু কোন নারী চরিত্র কি আছে ?

আলবৎ আছে। মুহম্মদ জাফর ইকবালের "নীতু ও তার বন্ধুরা" বইয়ের খোরাসানী ম্যাডামরে দেখলে বুঝতেন।


কি মাঝি, ডরাইলা?

এনকিদু এর ছবি

খোরাসানী ম্যাডামে সহমত। কিন্তু তিনি ঠিক ভাল চরিত্র নন, ভিলেন। তাই আমার তালিকায় তার নাম নিলাম না।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দময়ন্তী এর ছবি

'প্রথম প্রতিশ্রুতি'র সত্যবতী
'সূবর্ণলতা'র সূবর্ণ
'বকুলকথা'র শম্পা
'উত্তরাধিকার', 'কালবেলা'র মাধবীলতা
আরও আছে৷

------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

এনকিদু এর ছবি

একটাই পড়িনি মন খারাপ
সবকয়টা খুঁজে বের করে পড়তে হবে।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লিও হক এর ছবি

চিত্রাঙ্গদা (নামের মাঝেই 'গদা' আছে, পুতুপুতু ভাবার অবকাশ নাই)

দ্রোহী এর ছবি

হা হা হা। দারুণ বলেছেন। এই নাম মাথাতেই আসেনি।


কি মাঝি, ডরাইলা?

আনন্দী কল্যাণ এর ছবি

রবিঠাকুরের ঘরে-বাইরের বিমলা

বুদ্ধদেব গুহর মাধুকরীর রুষা

সমরেশ মজুমদারের গর্ভধারিনীর জয়িতা

সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা

তিলোত্তমা মজুমদারের চাঁদের গায়ে চাঁদের একটি চরিত্র ( নাম মনে নাই)

পথের পাঁচালীর দুর্গা

আরও আছে, মনে পড়ছেনা এখন।

niharika এর ছবি

জয়িতা - গর্ভধারিণী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দস্যুরানী ফুলন
শাহানা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

জয়িতা - গর্ভধারিণী
তৃষ্ণা - মানবজমিন
ইন্দ্রাণী - কাছের মানুষ

তুলিরেখা এর ছবি

রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নন্দিনী
রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের দামিনী
রবীন্দ্রনাথের চার অধ্যায় উপন্যাসের এলা
সমরেশ বসুর শাম্ব উপন্যাসে নীলাক্ষী
মাণিক বন্দ্যোপাধ্যায়ের নেকী গল্পের লীলা
মাণিক বন্দ্যোপাধ্যায়ের বন্যা গল্পের আলতামণি
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রাগজ্যোতিষ গল্পের এলা
বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে নির্মলকুমারী
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে শান্তি
বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে শৈবলিনী
বঙ্কিমচন্দ্রের দেবীচৌধুরানী উপন্যাসে প্রফুল্ল
বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী উপন্যাসে বিমলা, আয়েষা
বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসে গিরিজায়া
বঙ্কিমচন্দ্রের সীতারাম উপন্যাসে শ্রী,জয়ন্তী
মহাশ্বেতা দেবীর দ্রৌপদী গল্পের দোপদি মেঝেন

আরো অনেক আছে, দুঃখের কথা এরা সব পুরানো আমলের। এখনকার লেখকরা নেকী নেকী নাকেশ্বরীই গড়ে বেশী। মন খারাপ
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

এনকিদু এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ। অনেক গুলো ভাল ভাল নারীচরিত্রের একটা তালিকা পেয়েগেলাম আমরা। আজকে সচেতন মনে ( ঘুম ভাঙ্গার অনেক পরে ) ভাল করে চিন্তা করে দেখছিলাম মুহম্মদ জাফর ইকবালের সাধারন উপন্যাস আর কল্পবিজ্ঞান মিলে অনেক গুলো অ-পুতুপুতু নারী চরিত্র আছে, প্রায় সব গুলোই অপুতুপুতু।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

niharika এর ছবি

মাধবীলতা - কালবেলা ,কালপুরুষ ( উত্তরাধিকার -এ মাধবীলতা নেই )

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হুম ইন্টারেস্টিং ব্যাপার! সবগুলির সাথে একমত নই আর ব্যক্তিগত অভিমত আশাপূর্ণা দেবীর 'সত্যবতী' অনেক বেশি শক্তিশালী চরিত্র 'কপিলা'র চেয়ে। 'প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুলকথা' এক অন্যন্য সিরিজ। না পড়া থাকলে পড়ে ফেলা উচিত মনে হয়। আশাপূর্ণার আরেকটা শক্তিশালী আর অনেক পছন্দের চরিত্র আছে - কখনো দিন কখনো রাত-এর সুনীতির ছোট বোন, আনন্দ যাকে ভালবেসেছিল... কী নাম ছিল মেয়েটার?! 'চারু', বই খুঁজে বের করলাম। এই বইটা আবার পড়তে হবে...

আর একটা প্রশ্ন ছিল - ভোর সাড়ে চারটায় ঘুম ভেঙ্গে আলো না জ্বালিয়েই দেয়াল ঘড়িতে চোখ রাখলে সময় দেখতে পাওয়া গেল? আলো জ্বালাতে জ্বালাতে মোটা দাগের প্রশ্নগুলি মাথা থেকে বেড়িয়ে গেল না সজাগ হয়ে? চিন্তিত হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

এনকিদু এর ছবি

ঘড়িতে রেডিয়াম


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

টিউলিপ এর ছবি

পথের পাঁচালী> বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (সঠিক বানান)।

মানবজমিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তার আরেকটা অপুতুপুতু চরিত্র আমার খুব প্রিয়, দূরবীণের রঙ্গময়ী।

কাছের মানুষ সুচিত্রা ভট্টাচার্যের লেখা। তার নারীচরিত্রগুলোও মোটামুটি অপুতুপুতু। বিশেষ করে দহনের ঝিনুক আমার আরেকটি প্রিয় চরিত্র।

শরৎচন্দ্রের নারীচরিত্রগুলোও নিজেরা অনেক শক্তিশালী, পুতুপুতু ছেলেগুলোকে মাথায় করে রাখে বলে ঠিক বোঝা যায় না। তবে নিষ্কৃতির শৈল আছে।

আর রবীন্দ্রনাথের ল্যাবরেটরির সোহিনীর মত অসাধারন অপুতুপুতু চরিত্র শুধু মেয়ে কেন, ছেলেদের মাঝেও কমই আছে।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

এনকিদু এর ছবি

ধন্যবাদ টিউলিপ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।