চলে গেলেন কবি জিয়া হায়দার

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ০২/০৯/২০০৮ - ১০:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চলে গেলেন কবি জিয়া হায়দার ।
তাঁর প্রতি অসীম শ্রদ্ধা ।
------------------------------------------------------
কবির সংক্ষিপ্ত পরিচিতি
===============
জিয়া হায়দারের জন্ম পাবনা জেলার দোয়ারপাড়ায়। ১৯৩৬ সালে তিনি জন্ম গ্রহণ করেন। সাত ভাই ও সাত বোনের মধ্যে তিনি সবার বড়।

তার অন্য ভাইদের মধ্যে রশিদ হায়দার, মাকিদ হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আদিব হায়দার ও আরিফ হায়দার- সবাই সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম।

স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়া হায়দারের। নাগরিক নাট্য স¤প্রদায়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি নিরীক্ষাধর্মী বেশ কয়েকটি নাটক এবং নাট্য বিষয়ক গ্রন্থ লিখেছেন তিনি।

জিয়া হায়দার রচিত উল্লেখ্যযোগ্য নাটকের মধ্যে রয়েছে- 'শুভ্র, সুন্দর, কল্যাণী, আনন্দ', 'মুক্তি মুক্তি', 'এলেবেলে'। কবিতার বইয়ের মধ্যে আছে- 'একতারাতে কান্না', 'ভালোবাসার পদ্য'।

নাট্য বিষয়ক পাঁচ খণ্ডের 'থিয়েটারের কথা', 'স্তানিস্লাভস্কির তথ্য', 'এপিক থিয়েটার ও অন্যান্য', 'বাংলাদেশের থিয়েটার ও অন্যান্য প্রবন্ধ' জিয়া হায়দারেরই রচনা। তার লেখা নাটকের বই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরও পড়ানো


মন্তব্য

গৌতম এর ছবি

পরিবর্তনপিয়াসী মানুষদের সবাই আস্তে আস্তে চলে যাচ্ছেন। এই শূন্যস্থানগুলো হয়তো একদিন পূরণ হবে, কিন্তু আমরা যে সময় পার করছি এখন, সেখানে এই মুহূর্তে কোনো শূন্যস্থানই থাকা উচিত নয়। অন্তত তাঁদের রেখে যাওয়া চিন্তাগুলো যেনো আমরা না ফেলে রাখি।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

জীবিত সাহিত্যিকদের মধ্যে যাদের নিয়ে বাংলা সাহিত্য গর্ব করতে পারে হঠাৎ করে তাদের একের পর এক বিদায়ে কেমন যেন বিহ্বল হয়ে পড়ছি। রেডিওতে "শুভ্রা, সুন্দর, কল্যানী, আনন্দ" নাটক শুনে জিয়া হায়দারের সাথে প্রথম পরিচয়।

আজ তাঁর বিদায়ের কালে উচ্চারন করি, আমাদের "কল্যানে"র জন্য যে "শুভ্র" সাহিত্য আমাদের উপহার দিয়েছেন তা আমাদের সময়কে-জীবনকে করেছে "সুন্দর"; আজ থেকে আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন, "আনন্দে" থাকুন।

===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কীর্তিনাশা এর ছবি

কবির প্রতি অশেষ শ্রদ্ধা। বেঁচে থাকুক তাঁর কীর্তি, অমলিন থাকুক তাঁর স্মৃতি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

শ্রদ্ধা তার জন্য
শ্রদ্ধা তার কাজের জন্য

অনিন্দিতা এর ছবি

কবির প্রতি শ্রদ্ধা।

পলাশ দত্ত এর ছবি

নিঃস্ব-হতাশ হওয়া ছাড়া কোনো পথ কি খোলা থাকছে আর?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একে একে নিভিছে দেউটি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

(দীর্ঘশ্বাস)

অম্লান অভি এর ছবি

কবিকে প্রণাম। পাবনার হাওয়ায় বেড়ে ওঠা আর না চেনা মানুষের শহরেই শেষ শয়নের যাত্রা।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

রণদীপম বসু এর ছবি

নীরবতাই সবচেযে বাঙ্ময়।
কষ্টের সাথে কষ্ট মিশে বাড়ে তো কষ্টই শুধু।
প্রয়াত কবিকে শ্রদ্ধা জানাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।