আজ ২৬ জুন শহীদ জননী জাহানারা ইমাম এঁর মৃত্যুবার্ষিকী

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ২৬/০৬/২০০৯ - ৭:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ তাঁর মৃত্যুবার্ষিকী। তিনি শহীদ জননী। আমরা, আমি যে আলোর পথ ধরে
প্রতিদিন হাঁটি, তিনি ছিলেন আলোকবর্তিকা হাতে সেই পথের প্রদর্শক।
শহীদ জননী বলেছিলেন, এই প্রজন্ম একদিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেই।
ঘাতক-দালাল-যুদ্ধাপরাধীদের বিচার করবেই।
জাতি সেই সময়ের প্রতীক্ষায়।
বর্তমান সরকার তাদের ওয়াদা পূরণ করলেই তাঁর স্বপ্ন-সাধনা সার্থক হবে।
মা, আপনি শান্তিতে ঘুমান।
আমরা জেগে আছি, আমরা থাকবো অনন্ত পাহারায়।


মন্তব্য

বিপ্রতীপ এর ছবি
দ্রোহী এর ছবি

আম্মার মৃত্যুদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

পরিবর্তনশীল এর ছবি

শ্রদ্ধা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ইশতিয়াক রউফ এর ছবি

তোমার ভয় নেই, মা, আমরা...

মামুন হক এর ছবি

মা, আপনি শান্তিতে ঘুমান।
আমরা জেগে আছি, আমরা থাকবো অনন্ত পাহারায়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শ্রদ্ধা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পারভেজ আহমেদ এর ছবি

"এই প্রজন্ম একদিন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেই..." ... ... শ্রদ্ধাঞ্জলি।
(লেখককে বলছি, এই লাইনে বাংলাদেশ বানানটা ঠিক করবেন দয়া করে)

তীরন্দাজ এর ছবি

শহীদ মাতাকে শ্রদ্ধা জানাই!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি
নিবিড় এর ছবি

শ্রদ্ধা


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

শাহেনশাহ সিমন এর ছবি

শ্রদ্ধা

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিকেত এর ছবি

শ্রদ্ধা----

সাইফ তাহসিন এর ছবি

শ্রদ্ধা

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রণদীপম বসু এর ছবি

শহীদ জননীর প্রতি বিনম্র শ্রদ্ধা.......

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।