তথ্যচিত্র: সুন্দরবনে তেলবহনকারী জাহাজডুবি

ফাহিম হাসান এর ছবি
লিখেছেন ফাহিম হাসান (তারিখ: রবি, ১৪/১২/২০১৪ - ৭:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Sundarban Oil Spill

(বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন)

by Fahim Hassan, on Flickr

কৃতজ্ঞতা স্বীকার:

মুস্তাফিজ ভাই: অনুমতি চাওয়ামাত্র ছবির ভান্ডার উজাড় করে দিলেন।
রকিব: মাস্টার্সের ডিফেন্সের কাজ বন্ধ রেখে দুর্ঘটনার একটা খসড়া মানচিত্র তৈরি করে দিল।
আবু দিয়ান: প্রথম থেকেই গুগল ম্যাপে তেল ছড়িয়ে পড়া এলাকা চিহিতকরণের কাজ শুরু করেছেন (লিংক)

এবং অসংখ্য ফ্রন্টলাইন কর্মী যারা কাজকর্ম চুলায় রেখে ঝাঁপিয়ে পড়েছেন পরিবেশ রক্ষায়।


মন্তব্য

সচল জাহিদ এর ছবি

দারুন কাজ ফাহিম। সচেতনতা বাড়াতে এটাকে ছড়িয়ে দেয়া হোক।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ফাহিম হাসান এর ছবি

ধন্যবাদ জাহিদ ভাই

তারেক অণু এর ছবি
ফাহিম হাসান এর ছবি
সুলতানা সাদিয়া এর ছবি

সবার পরিশ্রম সার্থক হোক।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

ফাহিম হাসান এর ছবি

অনেক ধন্যবাদ

হিমু এর ছবি

সরকারের মন্ত্রী-আমলাদের বক্তব্য-প্রতিক্রিয়া নিয়েও একটা ইনফোগ্রাফিক করা দরকার।

ফাহিম হাসান এর ছবি

ঠিক, হাসিব ভাইকে গুঁতা দিচ্ছি।

হাসিব এর ছবি
ফাহিম হাসান এর ছবি

হাসিব ভাই, সময় থাকলে পত্রপত্রিকার খবর এবং রাজনৈতিক বক্তব্যগুলোকে এক জায়গায় কম্পাইল করতে পারবেন?

ইয়াসির আরাফাত এর ছবি

চলুক

দারুণ কাজ!

অতিথি লেখক এর ছবি

চমৎকার কাজ। ছবিটা বড় করলে লেখাগুলো অস্পষ্ট হয়ে যায়। বোঝা মুশকিল। চোখের কষ্ট হয় বেশ।

স্বয়ম

সাফি এর ছবি

দারুন। শেয়ার দিচ্ছি।

তানিম এহসান এর ছবি

শেয়ার দিলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।