আবজাবঃ সুয়ারেজ, নিজামী এবং ...

টিউলিপ এর ছবি
লিখেছেন টিউলিপ [অতিথি] (তারিখ: বুধ, ২৫/০৬/২০১৪ - ৬:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুরুতেই বলে নেই এই পোস্টের সারাংশ হচ্ছে যাকে বলে হাওয়া, ফক্কা, ফক্কিকার ইত্যাদি। পড়াশোনা করা উচিৎ, সেইজন্য সেইটা না করে দুনিয়ার আর সব কাজ করছি আর কি।

দুই নাম্বার কথা হলো এই পোস্টের সাইজ অতিশয় পিচ্চি হবে, অনেকদিন জমজমাট সচল দেখি না। তাই এমনি একটু গুঁতা দেওয়া পোস্ট এইটা।

যাই হোক, সাম্প্রতিক ঘটনা হইল সুয়ারেজ নামেতে এক ব্যাদড়া বালক ক্যারিয়ারে তৃতীয়বারের মত প্রতিপক্ষকে কামড় দিয়ে তাবত ইন্টারনেটবাসী জনগণকে মিম বানানোর মহোৎসবের সুযোগ করে দিয়েছে। বেচারা, হিমু ভাই সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াতে চাইলে কেউ কিছু বলে না, আর ও বেচারা খেলার মাঠে বৈষম্য না করে ছেলেদের কামড়ালেই যত দোষ। আর কে না জানে ইটালিয়ান খেতে সুস্বাদু।

আমি সিজনাল ফুটবল দর্শক, চার বছর পরপর খেলা দেখি আর কি। সুতরাং সুয়ারেজের আগের দুই কীর্তি দেখি নাই। আজকে একবারে তিন কীর্তি একসাথে দেখলাম আর কি। দেখার পরে বুঝলাম সাত ম্যাচ, দশ ম্যাচ কি দুই বছর ব্যান দিয়ে একে কাজ হবে না। মুখে হ্যানিবালের মাস্ক পরিয়েও কাজ হবে না, দেখা যাবে ঐ স্টিলের মাস্ক উল্টা ঢুঁশাঢুঁশির সময় অস্ত্র হিসাবে ব্যবহার করছে। বরং ওকে ডেন্টিস্টের কাছে পাঠিয়ে দেওয়া হোক। সব দাঁত তুলে ফেললে সুয়ারেজও শান্তিতে কামড়াতে পারে মাড়ি দিয়ে, অন্য খেলোয়াড়রাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।

এদিকে বাংলাদেশে এক ধাড়ি শুয়োরের রায় নিয়ে যা হচ্ছে, তাতে ভালো লাগছে না কিছুই। আমি আইনের ব্যাপার জানি না, আইনগত বাঁধা থাকতেই পারে। বাচ্চু রাজাকারের সাথে তুলনাতেও যাবো না, কারণ বাচ্চু পুরো মামলাতেই পলাতক ছিল, নিজামীর ব্যাপারটা আলাদা হতেই পারে। অসুস্থ আসামীর মৃত্যুদন্ড কার্যকর করা যায় না জানি, তেমনি কাস্টডিতে থাকা আসামীর অনুপস্থিতিতে রায় না পড়ার আইন থাকলেও থাকতে পারে। কিন্তু বাংলাদেশে একটা স্ট্রেচারও কি নেই যেটাতে করে নিজামীকে আদালতে হাজির করানো যেত?

ফুটবল নিয়ে, নিজামীর রায় নিয়ে, ভারতের তথাকথিত ডি টিমের কাছে বাংলাদেশের প্রায় হোয়াইটওয়াশ নিয়ে, ছবির হাট কি টিপু কিবরিয়া নিয়ে ফেসবুক জমজমাট। সবারই কিছু না কিছু বলার আছে, কোন না কোন মতামত আছে। কেবল আমাকেই কোন কিছু টানছে না আর। নিজামীর রায় নিয়েই যা একটু গা চিড়বিড় করে, তাও গোলাম আজমের আরামদন্ডের পরে অনেকটাই নির্লিপ্তি এসেছে।

ইদানিং খুব অস্থির হয়ে আছি। একগাদা কাজ বাকি, করতে ইচ্ছে করে না। অথচ অন্য কিছুও করছি না। গেম অফ থ্রোনস শেষ হওয়ার পরে কোন সিরিজ দেখছি না, নতুন মুভি দেখি না, ডক্টর হুতে মাঝখানে ডুবে ছিলাম, এখন তিনদিনে এক পর্ব শেষ করতে পারছি না। ভালো একটা নতুন বই কতদিন পড়ি না ভুলেও গেছি। শেষ ডুবেছিলাম অরসন স্কট ওয়াইল্ডের এন্ডার সিরিজে। চারটা বই টানা শেষ করেছি, যদিও প্রথমটার ধারে কাছেও পরের তিনটা আসতে পারে নি। লেখক নিজেই অবশ্য স্বীকার করেছেন উনি এন্ডারের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিলেন পরের তিনটা কাহিনী বলার জন্য।

নিয়ম করে খালি একটা কাজই করছি, গত দেড় সপ্তাহ ধরে যাকে বলে "Got Stung!" একটা গান লুপে ছেড়ে রেখেছি, এখানেও দিয়ে গেলাম।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সাম্প্রতিক ঘটনা হইল সুয়ারেজ নামেতে এক ব্যাদড়া বালক ক্যারিয়ারে তৃতীয়বারের মত প্রতিপক্ষকে কামড় দিয়ে তাবত ইন্টারনেটবাসী জনগণকে মিম বানানোর মহোৎসবের সুযোগ করে দিয়েছে। বেচারা, হিমু ভাই সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াতে চাইলে কেউ কিছু বলে না, আর ও বেচারা খেলার মাঠে বৈষম্য না করে ছেলেদের কামড়ালেই যত দোষ। আর কে না জানে ইটালিয়ান খেতে সুস্বাদু - হো হো হো

ফাহিমা দিলশাদ

টিউলিপ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সত্যপীর এর ছবি

আমার দশ মাসের মেয়েটা পুরা শুয়ারেজ, সবাইরে কামড়ায়। হলুদ কার্ড দেখাইলে সেইটাও কামড়াবে। অস্থিরতার মধ্যে আছি ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

টিউলিপ এর ছবি

আহা, বাচ্চাদের নারকেলের টুকরার মত দুধদাঁত উঠলে একটু কামড়াতে ভালোবাসে। শুয়ারেজও যে এইভাবে কামড়ায়, তাতেই কী বোঝা যায় না ওর এখনো ঠিকমতো দুধদাঁত ওঠে নি, নিরীহ নিষ্পাপ শিশু সে?

পিচ্চির কান্ডকীর্তি আরও কিছু বলুন। কথা বলে? হাঁটে? বাবা-মাকে দৌঁড়ের উপরে রাখে?

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সত্যপীর এর ছবি

কথা বলে না কি সব বকবক করে নিজে নিজে। হাঁটে না এখনো পুরা, টলমল কইরা দাঁড়ায় আর মাঝে মাঝে ধপ কইরা ব্যালেন্স হারায় পইড়া যায়। পইড়া দেখে কেউ দেখল কিনা, ইজ্জতের ব্যাপার। কেউ দেখসে দেখলে ডাক ছাইড়া কান্দে, আর কেউ না দেখলে আবার কিছু একটা ধইরা দাঁড়ায় যায় হা হা হা হা হা!

..................................................................
#Banshibir.

টিউলিপ এর ছবি

আমার এই বয়সী পোলাপান খুব পছন্দ। মিনি সাইজের একটা মানুষ, পুতুল পুতুল!

পিচ্চির কান্ডকীর্তি নিয়ে একটা আবজাব নামায় ফেলেন তাইলে।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

হিমু এর ছবি

টিউলিপ এর ছবি

হো হো হো

এইমাত্র ল্যাব করিয়ে ফিরলাম পোলাপানদের। আগে এইটা দেখলে অ্যালিগেটর ক্লিপগুলোকে আজ শুয়ারেজ ক্লিপই বলতাম।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

মেঘলা মানুষ এর ছবি

সুয়ারেজর দাঁত ফেলার আগে কটা দিন পিজি হাসপাতালে রাখা যায় না?

টিউলিপ এর ছবি

তার আগেও ডেন্টিস্টের কাছে পাঠানো লাগবে, এইরকম দাঁত করে আনতে। চোখ টিপি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

মেঘলা মানুষ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ঠিক, ওর দাঁত এরকম খাঁজকাটা করে আনব আগে

নির্ঝর অলয় এর ছবি

চলুক

নির্ঝর অলয় এর ছবি

আমার হালও এই রকমই। আজকাল তেমন গানও শোনা হয় না!

টিউলিপ এর ছবি

হাসি

তুমি তো যাকে বলে শিক্ষিত শ্রোতা! আব্বুর সাথে তোমার জমবে ভালো। আমি মুডের উপরে শুনি। যা ইচ্ছে তাই।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটা জিনিস ট্রাই করে দেখতে পারো। একদম একা একা দিন তিনেকের জন্য কোথাও বেড়িয়ে আসো। তোমার অভিজ্ঞতায় নেই এমন কোন কিছু। যেমন ধরো, পাহাড়ি বা জঙ্গলের কোন গ্রামে। ঐ তিনদিন ফোন অফ রাখবে, নেটে ঢুকবে না, পরিবারেরসদস্যআত্মীয়স্বজনবন্ধুবান্ধবপ্রতিবেশি কারো সাথে যোগাযোগ করবে না। এমনকি বর্তমান জীবনের তাবৎ দরকারী-অদরকারী বিষয়গুলো নিয়েও ভাববে না। দেখো হয়তো রিচার্জড হয়ে ফিরতে পারবে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

টিউলিপ এর ছবি

আপাতত একা একাই আছি, যদিও নিজের জায়গাতে। তবে ঠিক এইসময়ে ব্রেক নেওয়ার সুযোগ নেই, একমাস পরেই পুলসিরাত। ডিফেন্সের ডেট ঠিক হয়ে গেছে।

আমি অবশ্য ঐরকম ব্রেক মাঝে মাঝেই নেই, একটু ছোট ডোজে। সব একবারে বন্ধ না করে কয়েকটা সাইড বন্ধ করি আর কি।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

তানভীর এর ছবি

শুয়ারেজ শুনলাম বাকী বিশ্বকাপের জন্য ব্যান খেতে যাচ্ছে। ওরে এইখানে হায়ার করে এনে ফাঁসী না হওয়া পন্ত গোলাম আযম আর নিজামীর পুটুতে যত্ন করে কামড়ানোর ব্যবস্থা করা হোক ম্যাঁও

টিউলিপ এর ছবি

উপরে ছবি দিলাম দেখেন, কামড়ানোর আগে দাঁতের ট্রিটমেন্ট করিয়ে আনতে হবে ঐরকম।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

দুষ্ট বালিকা এর ছবি

বহুদিন বাদে তোমার লেখা পড়লাম! হাসি আমিও সিজনাল দর্শক ফুটবলের, মাঝে মাঝে ইওরোপিয়ান লিগের খেলা দেখা আর মাঝে মাঝে জি বাংলার সিরিয়াল দেখা ধরনের দর্শককে সিজনালই বলতে হয় বৈকি। স্যুয়ারেজ এর কামড়টা অবশ্য আমি মিসই করেছি। তাতে দুঃখ নেই, এই উছিলায় তোমার একটা লেখাতো পাওয়া গেলো!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

টিউলিপ এর ছবি

আমার আবার লেখা! মাঝে মাঝে মাথায় পোকা নড়লে কিবোর্ড টিপি আর কি। তুমি লেখো না কেন দুষ্টু মেয়ে!

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

ত্রিমাত্রিক কবি এর ছবি

লাইনে আসুন

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

টিউলিপ এর ছবি

আমি তো লাইনেই আছি, ফেসবুকে কিছু সালা নাস্তিক ঘোচুর সাথে মাঝে মাঝে খুলওয়া দেওয়া ছাড়া আর কোন পাপ করি আমি? ঐটাও ছেড়ে দিতে বলছো?

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

স্যাম এর ছবি

হো হো হো

এক লহমা এর ছবি

শুয়ারেজ বাকী বিশ্বকাপের জন্য ব্যান খায়া গ্যাসে। হাসি

"গোলাম আজমের আরামদন্ডের পরে ..." সত্যি, যাচ্ছেতাই একেবারে।
চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

টিউলিপ এর ছবি

এক্কেবারেই, যাচ্ছেতাই।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অতিথি লেখক এর ছবি

নিজামির মত আরো অনেক আল্লাহর রাস্তায় মানুষ জবাই করা ইমানদার ব্যাক্তিদের বিচার আর রায়ের অপেক্ষায় থাকতে থাকতে হাত-পা নাকী ব্যাথা করতে শুরু করেছে, তাদের এভাবে আর থাকতে ভাল লাগছে না। অন্য দিকে শুয়ারেজের তো অক্টোবরের আগে কোন কাজ নাই। তাই আমি মনে করি আমাদের এই মহান ব্যাক্তিদের হাত, পা, আর শরীরের ব্যাথা দূর করার জন্য শুয়ারেজকে তাদের সেবায় ব্যবহার করতে পারি। আপনারা কি মনে করেন?

এ এস এম আশিকুর রহমান অমিত

অতিথি লেখক এর ছবি

আপনি সফলতার সাথে গুঁতা দিতে পেরেছেন, পুরানো অনেক সচল আপনার গুতায় কিভাবে মন্তব্য করছেন।

আপনি আর সত্যপীর দুইজন যেভাবে সুয়ারেজের সাথে জুনিয়র সত্যপীরের গল্প জুড়ে দিলেন কেমন জানি আবেগী হইয়্যা গেলাম, কারন আমার প্রায় নয় মাস বয়সী মেয়েটার ইঁদুরের মত দুইটা দাঁত উঠেছে আর কামড়ের কথা নাই বললাম।

অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।