অনুবাদ-৬: ভালোবাসার জন্যে মনকে উন্মুক্ত রাখা

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ১১:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

(লেখাটি Paulo Coelho এর Like the Flowing River বইয়ের Remaining Open to Love থেকে অনুবাদ করা হয়েছে।)

ভালোবাসার জন্যে মনকে উন্মুক্ত রাখা
***

এমন অনেক সময় আসে, যখন আমরা আমাদের ভালোবাসার মানুষের জন্যে কিছু করতে চাই, কিন্তু কিছু করতে পারি না। পরিস্থিতি আমাদেরকে তাদের কাছে যেতে দেয় না, অথবা তারা থেকে যায় আমাদের নাগালের বাইরে, কোন প্রকার সাহায্য থেকে দূরে।

তখন আমাদের কেবল একটা জিনিসই করার থাকে, তা হলো ভালোবাসা। এমন সময়গুলোতে, যখন আমাদের আর কিছু করার ক্ষমতা থাকে না, আমরা তখনও ভালোবাসতে পারি, কোন পুরস্কার, প্রতিদান বা কৃতজ্ঞতা আশা না করেই।

যদি আমরা তা করি, তাহলে ভালোবাসার শক্তি এই জগতকে পরিবর্তন করতে শুরু করবে। আর এই শক্তি একবার চলতে শুরু করতে গন্তব্যে পৌঁছবেই। হেনরি ড্রামন্ড বলেছিলেন, "সময় মানুষকে বদলায় না, মনের জোর মানুষকে বদলায় না, ভালোবাসা বদলে দেয়।"

ব্রাসিলিয়ার একটা বাচ্চা মেয়ের কথা খবরের কাগজে পড়েছিলাম, যাকে তার বাবা মা নির্দয়ভাবে পিটিয়েছিল। এর ফলে তার নড়াচড়া ও কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় একজন সেবিকা তার যত্ন নিত। সেবিকা প্রতিদিন তাকে বলত: "আমি তোমাকে ভালোবাসি।" যদিও ডাক্তারেরা তাকে বারবার বলেছিল বাচ্চাটা কিছু শুনতে পারছে না, এবং তার সমস্ত চেষ্টা বৃথা যাচ্ছে, সেবিকা বলে গিয়েছিল, "ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি।"

তিন সপ্তাহ পরে শিশুটি তার নড়াচড়ার ক্ষমতা ফেরত পেল। চার সপ্তাহ পরে সে আবারও কথা বলতে ও হাসতে পারলো। সেবিকা কোন সাক্ষাৎকার দেয় নি, এবং পত্রিকায় তার নাম ছাপা হয় নি। কিন্তু আমরা যেন কখনও না ভুলি: ভালোবাসা সারিয়ে দেয় ক্ষত।

ভালোবাসা বদলে দেয়, ভালোবাসা আমাদের উপশম করে; কিন্তু কখনও কখনও ভালোবাসা প্রাণঘাতী ফাঁদের সৃষ্টি করে এবং একজন মানুষকে ধ্বংস করে দেয়, যে কিনা তার নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের অন্তরের অন্তঃস্থলে এই ভালোবাসার কারণেই আমরা বেঁচে থাকি, লড়াই করি এবং এগিয়ে যাই, কিন্তু এই জটিল অনুভূতিটি আসলে কী?

ভালোবাসার কোন সংজ্ঞা দিতে যাওয়া খুবই দায়িত্বজ্ঞানহীন হবে, কারণ আর সব মানুষের মতই আমি একে কেবল অনুভব করতে পারি। এই বিষয়ে হাজার হাজার বই ছাপা হয়েছে, নাটক তৈরি হয়েছে, চলচ্চিত্র মুক্তি পেয়েছে, কবিতা লেখা হয়েছে, কাঠ অথবা মার্বেলে ভাস্কর্য তৈরি হয়েছে; এতকিছুর পরেও একজন শিল্পী কেবল অনুভূতির আইডিয়াটা পৌঁছে দিতে পারেন, অনুভূতিটাকে নয়।

কিন্তু আমি জেনেছি এই অনুভূতি উপস্থিত রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে, এবং আমাদের আপাতঃ সামান্য কিছু আচরণের মাধ্যমেই সে প্রকাশ পায়। সে কারণেই, আমরা ভালোবাসার ব্যাপারে কিছু করি না করি, আমাদের অন্তরে ভালোবাসাকে যেন সবসময় ধারণ করে রাখি।

ফোন করে সেই সব মমতাময় কথাগুলো বলি যেগুলো আমরা এতদিন না বলে রেখেছি। সাহায্যপ্রার্থীর জন্যে দরজা খোলা রাখি। একটা কাজ করতে রাজি হই। কোন একটা কাজ ছেড়ে দেই। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা পরবর্তী সময়ের জন্যে ফেলে রাখা ছিল। কোন একটা অপরাধের জন্যে ক্ষমা চাই, যেটা আমাদের মনকে অনেকদিন ধরে খোঁচাচ্ছে। অলঙ্কারের দোকানে একটু কম সময় দিয়ে এর থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ ফুলের দোকানে নিয়মিত কেনাকাটা করি। ভালোবাসার মানুষ যখন দূরে থাকে, তখন উচ্চৈঃস্বরে সংগীত শুনি, আর ভালোবাসার মানুষ যখন কাছে আসে,তখন সংগীতের আওয়াজ কমিয়ে দেই। কখন 'হ্যাঁ' অথবা 'না' বলতে হবে বুঝে নিতে চাই, কারণ ভালোবাসা আমাদের সকল শক্তির সাথে কাজ করে। এমন একটা খেলা বের করি যেটা দু'জনে খেলা যায়। কোন বাঁধা ধরা নিয়ম, যেমনটা এখানে বলা আছে, মেনে না চলি, কারণ ভালোবাসার জন্যে সৃষ্টিশীলতা প্রয়োজন।

আর যখন এসবের কিছুই সম্ভব হবে না, যখন কেবল একাকীত্বই সঙ্গী, তখন এই গল্পটা মনে রাখতে হবে, যেটা আমার এক পাঠক আমাকে পাঠিয়েছিলেন।

একটা গোলাপ দিন রাত মৌমাছির কথা ভাবত, কিন্তু কখনও তার পাপড়িতে কোন মৌমাছি এসে বসেনি।

গোলাপটি তাও স্বপ্ন দেখে যেত। সারারাত ধরে সে ভাবত সেই স্বর্গের কথা যেখানে অনেক অনেক মৌমাছি উড়ে এসে তার পাপড়িতে বসতো আর মমতাময় চুমুতে ভরিয়ে দিত তাকে। এভাবেই সে পরেরদিন পর্যন্ত টিকে থাকত, যখন সূর্যের আলোতে তার ঘুম ভাংতো।

চাঁদ জানতো তার একাকীত্বের কথা। এক রাতে চাঁদ তাকে জিজ্ঞেস করল,"তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও না?"

"হয়তো হই। কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে।"

"কেন?"

"কারণ আমি যদি নিজেকে মেলে না রাখি, তাহলে আমি একদিন মিলিয়ে যাব।"

যখন একাকীত্ব সমস্ত সৌন্দর্যকে পিষে ফেলতে চায়, টিকে থাকার একমাত্র উপায় মনকে মেলে রাখা।


মন্তব্য

সিরাত এর ছবি

খুব গভীরের কথা। পাঁচাইলাম।

জি.এম.তানিম এর ছবি

গভীরের কথা কি? হয়তো। তবে ভালোবাসা তো দৈনন্দিনেরও। গভীর কথাগুলোই তাই সহজভাবে পাউলোর লেখনিতে ধরা দেয়।

পাঁচের জন্যে ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তারানা এর ছবি

কিন্তু মন উন্মুক্ত থাকলে মৌমাছি না হয়ে গুবরে পোকা এসে বসে গেলে ? ঃ(
মেইন লেখাটা পড়া হয় নাই! তাও মনে হচ্ছে অনুবাদ ভাল হইসে!!
শেষের কথা গুলা সুন্দর ঃ)

জি.এম.তানিম এর ছবি

গুবরে পোকা বসলে তাকে তাড়ানো যাবে, কিন্তু মন মেলে না ধরলে যে তাতে শ্যাওলা পড়ে যাবে... তার বেলা?

অনেক অনেক ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুহান রিজওয়ান এর ছবি

চলুক চলুক চলুক
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

জি.এম.তানিম এর ছবি

হাসি :) হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তানবীরা এর ছবি

চাঁদ জানতো তার একাকীত্বের কথা। এক রাতে চাঁদ তাকে জিজ্ঞেস করল,"তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাও না?"

"হয়তো হই। কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে।"

পাঁচতারা।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জি.এম.তানিম এর ছবি

এই একটু ভালোবাসা, এই একটু স্বপ্ন আর এই একটু চেষ্টা আমাদের জুগিয়ে যায় জীবনীশক্তি।

ধন্যবাদ তারাদের জন্যে! হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

s-s এর ছবি

বাহ্ , মিষ্টি লেখা , আপনার না'কি পাওলোর তা জানিনা, তবে খুব মিষ্টি। মাঝে মাঝে আমরা ই মেইলে যেরকম উদ্দীপক মেইল পাইনা বা ফেইসবুকে সেরকম-- কিন্তু সুন্দর। আজ রাতে জেগে আছি, ভোর পাঁচটা মতো বাজে, এক পশলা বৃষ্টি হয়ে গ্যাছে বাইরে, এরকম সময় লেখাটা পড়তে খুব মিষ্টি লাগলো। ভালো থাকবেন।

জি.এম.তানিম এর ছবি

লেখা পুরোটিই পাউলোর, আমি কেবল অনুবাদ করে তার বারোটা বাজিয়েছি। অনেক অনেক ধন্যবাদ!

লেখাটি পড়ার সময়ের যে বর্ণনা দিলেন, তাতে লোভ লাগলো... খুবই দারুণ সময় আর পরিবেশ। আবারো ধন্যবাদ হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বর্ষা এর ছবি

'যখন একাকীত্ব সমস্ত সৌন্দর্যকে পিষে ফেলতে চায়, টিকে থাকার একমাত্র উপায় মনকে মেলে রাখা।'----বিষয়বস্তু এবং অনুবাদ সরেস হয়েছে।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

জি.এম.তানিম এর ছবি

পাউলোর লেখার এই একটা দোষ আছে, কিভাবে যেন এই লোক আমি যা বলতে চেয়েছিলাম, সেটা আগে থেকে লিখে বসে আছে।

অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্যে। অনুবাদ নিয়ে সবসময়ই একটা দুশ্চিন্তায় ভুগি, দুইটি ভাষার কোনটির উপরেই তেমন দক্ষতা নেই বলে। ভালো থাকবেন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মূলত পাঠক এর ছবি

সুন্দর লাগলো।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত হইছে জেনারেল ম্যানেজার সাহেব...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ বিদ্রোহী কবি চোখ টিপি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ঝিনুক [অতিথি] এর ছবি

কথাগুলো খুবই সুন্দর।
অনুবাদ জথারথ হয়েছে।। হাসি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ ঝিনুক... এই কথাগুলো যদি আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারতাম কতই না ভালো হত।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফারহানা এর ছবি

ফারহানা সিমলা
লেখাটা ভালো হয়েছে। তবে একটা প্রশ্ন করতে চাই। মন মেলে রাখতে হবে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যে কিন্তু "যাকে পেয়ে হারিয়ে ফেলেছি, যে আর কোনোদিন ফিরে আসবার নয়, আর তার মতো করে কাউকে চাই-ও না" সে কিন করবে????

ধন্যবাদ

ফারহানা সিমলা

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ ফারহানা। মন মেলে রাখার ব্যাপারে লেখকের যা মত, আমারও অনেকটা তাই। তবে আপনার প্রশ্নটির জবাব লেখক কী দিবেন বলতে পারছি না। আমি নিজের স্বল্প বুদ্ধি এবং বিবেচনায় একটা চেষ্টা করতে পারি। যে হারিয়ে গেছে, সে চোখের আড়ালে থাকলেও কিন্তু তাকে ভালোবেসে যাওয়া সম্ভব। আবার উলটো যুক্তি দেখাতে গেলে বলতে হয়, মানুষের জীবন আসলে কোন কারো জন্যে থেমে থাকে না। "তার মতো করে কাউকে চাই-ও না"-এটা কি ভেবে নেওয়া উচিত? আমার ব্যক্তিগত মতামত এখানেও মনকে খোলা রাখতে হবে। কারণ পৃথিবীতে সবারই অধিকার আছে সুখী হওয়ার। আর জীবনে এমন কেউ হঠাৎ আসতেই পারে যে আমাদের নতুন জীবনের সন্ধান দিতে পারবে। এমনকি এতে হারিয়ে যাওয়া মানুষটির অসম্মানও হবে না, কারণ তিনি যদি সত্যিই ভালোবেসে থাকেন তবে তিনি চেয়েছিলেন যাতে তার ভালোবাসার মানুষটি সুখী হোন। প্রতিটা সম্পর্ক তার নিজের বৈশিষ্ট্যে মহীয়ান। আর যদি কেউ সেটা আদতে নাই পারে, কোনভাবে চেষ্টা করে যেতে হবে তার মনের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে, এইটুকু না থাকলে আমাদের আর নিজের বলতে কী থাকলো?

(মন্তব্য করতে গিয়ে আরো গুলিয়ে ফেললাম মনে হয় ব্যাপারটা, দুঃখিত)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তমিজউদদীন লোদী এর ছবি

ভালো লাগলো,খুব ভালো লাগলো।

তমিজ উদদীন লোদী

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অন্যরকম একজন [অতিথি] এর ছবি

প্রিয় লেখকের লেখা অনুবাদ করতে অনেক সাহসের প্রয়োজন ।so hats off to your courage.আশা করি এই লেখার প্রয়োগ আমাদের জীবনেও ঘটান সম্ভব।

জি.এম.তানিম এর ছবি

আমি একে বলি ধৃষ্টতা।

লেখক তো জীবন নিয়েই লিখেন! ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

Khalid Shams এর ছবি

খুব ভাল লাগ্ ল

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ খালিদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রানা মেহের এর ছবি

তানিম ভালোবাসা ভালোবাসা করে জীবন দিয়ে দিচ্ছে কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্পর্শ এর ছবি

ঠিক, ঝাতি ঝানতে ছায়!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

ইয়ে মানে... বয়সের দোষ মনে হয়... খাইছে

জীবন দিয়ে দিচ্ছে না কিন্তু... ভালোবাসা থেকে জীবনীশক্তি নিচ্ছে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

অনুবাদ বরাবরের মতই ঝরঝরে হয়েছে।

"কারণ আমি যদি নিজেকে মেলে না রাখি, তাহলে আমি একদিন মিলিয়ে যাব।"

এ লাইনটা ভালো লেগেছে। গল্পটা শেয়ার করার জন্য ধন্যবাদ। অন্য লেখকদের লেখাও চাই তোর অনুবাদে। তোর নিজের লেখাও চাই। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। আসলে এই লেখকের এই বইটি নিয়ে কাজ করছি তো। অন্য লেখকের লেখাও করতে চাই। নিজের লেখা শুরু করার সাহস পাচ্ছিনা এখনও।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

যুধিষ্ঠির এর ছবি

খুব ভালো লেগেছে আপনার অনুবাদ।

জি.এম.তানিম এর ছবি

অনেক ধন্যবাদ ধর্মপুত্র!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত! চলুক

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ প্রহরী... অনেকদিন দেখি না আপনারে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

মন উন্মুক্ত রাখা হয়নি বোধহয় আপনার! আমরা রেখেছিলাম, তাই দেখা পেয়েছি খাইছে

-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

ভালুবাসা মন্দবাসা কামের জিনিসনা! মন্রে শিফট চাইপা ডিলিট মারো! আখেরে দেশ ও ঝাতির সাথে তুমারো ফায়দা হইবেক!

------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জি.এম.তানিম এর ছবি

কস্কী মমিন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

স্পর্শের সাথে সহমত

-----------------------
শান্ত নদী

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।