একটি পারিরাষ্ট্রিক গল্প

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ১৬/০৪/২০০৮ - ২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক আকুতি-মিনতির পর ভাগিনাকে বুঝানো গেল- সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম বৃহস্পতি, আমাদের এই পৃথিবী নয়। এবং এর জন্য তার মা, বাবা কিংবা আমি এই মামা- আমরা কেউই দায়ী নই; এতে আমাদের কোনো হাত নেই। কে দায়ী- সিনেম্যাটিক এই প্রশ্নের উত্তরটিকে ডাইভার্ট করে দিয়েছিলাম একটি খেলনা রেলগাড়ি এবং মাচো আইসক্রিমে।

কিন্তু যখন সে শুনলো পৃথিবীর চাঁদ একটি, তখন তাকে আর থামানো গেল না। মঙ্গলের যেখানে দুটি চাঁদ, সেখানে পৃথিবীর একটি কেন?- তার এই প্রশ্নের যথাযথ উত্তর আমরা কেউই দিতে পারলাম না। সবচেয়ে বড় কথা হলো- পৃথিবীর মাত্র একটি চাঁদ থাকার কারণে বন্ধুদের কাছে তার প্রেস্টিজ নাকি পাংচার হয়ে যাচ্ছে। তার বন্ধুরা এই পৃথিবীরই মানুষ এবং তারাও নাকি জানে যে পৃথিবীর চাঁদ একটিই; ফলে বন্ধুদের কাছে কোনদিক দিয়ে প্রেস্টিজ পাংচার হচ্ছে সেটি আমাদের ঠিক বোধগম্য হলো না। মঙ্গল থেকে বন্ধুবান্ধব আসতে শুরু করেছে কি-না কে জানে!

ওর প্রেস্টিজ নিয়ে আমরা কেউ ভাবিতও ছিলাম না। কিন্তু ও যখন আমাদের মানিব্যাগের ওপর হামলে পড়লো, তখনই পাংচার নিয়ে আমাদের সচেতন হতে হলো। সে ঠিক করেছে, পৃথিবী ও মঙ্গলের আয়তন যেহেতু কাছাকাছি, সুতরাং পৃথিবীর জন্য আরেকটি চাঁদের ব্যবস্থা করতেই হবে। সে জন্য বাজার থেকে চাঁদ কিনতে হবে এবং আমাদের সবাইকে চাঁদ কেনাবাবদ চাঁদা দিতে হবে। প্রথমদিন উৎসাহ নিয়ে চাঁদা দেওয়া হলেও আস্তে আস্তে যখন বাসায় জমানো খুচরা পয়সাগুলোও উধাও হতে থাকলো এবং প্রতিনিয়তই চাঁদ কেনার বাজেট বাড়তে শুরু করলো, তখন সবাই তার উচ্চাভিলাষী বাজেট নিয়ে কথা বলা শুরু করলো। সে ঠিক করেছে আগামী জুন মাসের মধ্যে চাঁদ কিনতে সর্বমোট কতো টাকা লাগতে পারে, সেই তথ্য সে নির্ভুলভাবে জানাতে পারবে; তবে চাঁদ ধরার আশায় আমাদের অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

আমাদের অপেক্ষা করতে হচ্ছে, প্রতিদিন পকেট খোয়ানোর শঙ্কা নিয়ে।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যেমন মামা তেমন ভাগিনা।
অবশ্য ভাগিনা অনেক সরেস।
গ্লোবাল ওয়ার্মিং-র চেয়ে বড় প্রজেক্ট হাতে নিছে। পুরা পৃথিবীর অর্থনীতির মোড় ঘুরায়া দেবে। (প্রেসিডেন্ট বুশের বংশধর বা ফোর্ডের নাতি-টাতি কারো সাথে যোগাযোগ তৈরি করার জন্য ভাগিনারে হার্ভার্ডে পড়তে পাঠান। )

-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

গৌতম এর ছবি

কিন্তু আমি যে ভাগিনার কার্যক্রমে আগামী বাজেট এবং ডিসেম্বরের ইলেকশনের গন্ধ পাচ্ছি!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ধুসর গোধূলি এর ছবি

- ভাগিনা আপনার আরেকটা চান্দ আনতে পারলে তো কোনো কথাই নাই মাগার চান্দের আদলের অশ্বডিম্ব নিয়া ঘরে ফিরলেতো তারে হার্ভার্ড কিন্ডার গার্টেনেই বনবাস দেওয়া উচিৎ।
_________________________________
<সযতনে বেখেয়াল>

গৌতম এর ছবি

ঠিক। কিন্তু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া যে আর কোনো উপায় নেই!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

লুৎফুল আরেফীন এর ছবি

চমতকার স্যাটায়ার হয়েছে। নাকি হয়ে গেছে!

ভালো লাগলো।

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

গৌতম এর ছবি

হয়ে গেছে...

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

আমার কাছে পাঠিয়ে দেন
পাইকরি রেটে দিয়ে দেবো এক ডজন...
(রিকন্ডিশন্ড হলে অসুবিধা নাই তো?)

গৌতম এর ছবি

আপনি চাঁদও বিক্রি করেন?? হিডেন চাঁদ হলে চলবে না কিন্তু!
কিন্তু উঁকুনের ব্যবসা ছেড়ে চাঁদের দিকে হাত বাড়ানোটা কি ঠিক হবে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
দারুণ লাগলো।
সেইদিন আসা পর্যন্ত অপেক্ষা করেন
যখন পৃথিবীর একমাত্র চাঁদটাকেও পেড়ে আনতে চাইবে সে প্রেমিকার পায়ে লুটিয়ে দেয়ার জন্য।
সেইদিন প্রেস্টিজ যাইবে কই?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

যুদ্ধ আর ভালোবাসায় প্রেস্টিজের কোনো স্থান নেই। প্রেমিকার জন্য চাঁদ কেন, পুরো আলফা সেঞ্চুরিটাই আনার ব্যবস্থা করা হবে।

'আমি তোমার দিয়েছিলাম এই পৃথিবীখানা
নিলে শুধু আমার দেহখানি' --- প্রেমিকারা অবশ্য কঠিন কিছু আনতে চাইলে বারণ করবে, এই আশায় আছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হিমু এর ছবি

ভাগিনাকে জানান যে গত পরশু দিনই নাসা-র তরফ থেকে আরেকটা চাঁদ কিনে পাঠিয়ে দেয়া হয়েছে।


হাঁটুপানির জলদস্যু

গৌতম এর ছবি

তবে যে শুনেছিলাম, নাসার বাজেটের অবস্থা ভালো না!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি
গৌতম এর ছবি

ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হুমম।

গৌতম এর ছবি

হুমম কি হুমমকির সংক্ষিপ্ত রূপ? ভাগিনা কিন্তু হুমকি-ধামকিকে ভয় পায় না। জুনে বাজেট পেশ হবেই, ডিসেম্বরে অধরা চাঁদ (ইলেকশন?) হাতে আসবেই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।