হায়! বাংলার তাজমহল!

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: মঙ্গল, ১৩/০১/২০০৯ - ১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তাজমহল তৈরি হচ্ছেতাজমহল তৈরি হচ্ছে
শুক্রবার বা ছুটির দিনে আমি সাধারণত দুপুর বারটার আগে ঘুম থেকে উঠি না। গত শুক্রবারে উঠতে হলো, কারণ সহকর্মীদের সাথে সোনারগাঁও যেতে হবে। এর আগে মাত্র একবার সোনারগাঁও গিয়েছিলাম। তাও অনেক আগে। পানাম নগরীটা নাকি নতুন করে সাজিয়েছে। ভাবলাম দেখেই আসি।

ঢুলতে ঢুলতে হাজির হলাম মহাখালী রেলগেটে। এখান থেকে হিমালয় পরিবহনের বাসে চিটাগাং রোডে যেতে হবে প্রথমে। বাসে উঠেই দিলাম ঘুম। নামবার ঠিক আগ মুহূর্তে জানলাম- আমরা আসলে যাচ্ছি বাংলার তাজমহল (!) দেখতে।

এই তাজমহল দেখার কোনো ইচ্ছেই আমার ছিলো না, কিন্তু পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। দ্বিরুক্তি না করে চিটাগাং রোড থেকে সহকর্মীদের সাথে টেম্পোতে উঠলাম। সেখানেও খানিকটা ঘুম দিলাম। এরপর নেমে খাওয়া-দাওয়া করে রিকশায় প্যারাবর উদ্দেশ্যে রওনা দিলাম- ভারতের তাজমহল আগ্রাতে, বাংলার তাজমহল প্যারাবতে।

প্রথম আলোতে যখন বাংলার তাজমহল নিয়ে প্রথম রিপোর্ট করা হয়, তখনই প্রশ্নটা মনে এসেছিলো। রিকশায় যেতে যেতে আবার ভাবলাম- একটি দেশের নিজস্ব ঐতিহ্য বা গৌরবকে আরেকটি দেশ এভাবে নকল করতে পারে কিনা? এটা আইনসঙ্গত কিনা? পরক্ষণেই মনে হলো- ক্ষতি কী? আজকে যদি মোনালিসা বা দ্য লাস্ট সাপারের পোস্টার না বেরুতো, আমার কি সাধ্য ছিলো ইউরোপে গিয়ে সেগুলো দেখে আসার। তেমনি আগ্রহ থাকলেও অনেকের সাধ্য নেই ভারতে গিয়ে তাজমহল দেখার। দুধের স্বাদ ঘোলে কিছুটা মিটলে ক্ষতি কি?

দ্বিতীয় যুক্তিতে অবশ্য নিজেই সন্তুষ্ট হতে পারলাম না। ইতোমধ্যে আমরা পৌঁছে গেছি তাজমহলের গোড়ায়। ঢুকতে লাগে মাত্র ৫০ টাকা, বেরুনো ফ্রিঢুকতে লাগে মাত্র ৫০ টাকা, বেরুনো ফ্রিপঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢোকার মুহূর্তেই সব আগ্রহ উধাও। গঠন-গাড়ন একই থাকলেও আদপে এটি একটি টাইলসের বাড়ি ছাড়া আর কিছুই নয়। তাও কাজ শেষ হয় নি পুরোপুরি। ভেতরের কাজ তো পুরোটাই বাকি। বাইরে যে জায়গা তাতে একটু বেশি দর্শক হলেই মোটামুটি নরকগুলজার হয়ে যাবে। ওয়াশরুম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও একসাথে কয়েকজনের বেশি জায়গা হয় না। সব মিলিয়ে বিরক্তির চূড়ান্ত। তাছাড়া আসা-যাওয়ার ঝক্কিটাও কম নয়। রাস্তা সরু এবং অনেক জায়গায়ই ভাঙা। এমন কাউকে পাওয়া গেলো না বাংলার এই তাজমহল দেখতে এসে ভালো লেগেছে।

তাহলে এতো মানুষ কেন আসে? গত ঈদে নাকি তিলধারণের জায়গা ছিলো না এখানে।

বেড়াতে যাওয়ার জায়গার খুব অভাব আমাদের। আবার ঐতিহাসিক জায়গা ছাড়া শুধু প্রকৃতি বা মানুষ দেখতে যাওয়ায়ও আমরা আগ্রহী নই। ফলে কোথাও ইট-পাথরের কিছু থাকলেই পঙ্গপালের মতো ছুটে যাই। এমনকি গিয়ে ঠকবো জেনেও যাই। বাংলার তাজমহল বোধহয় সেরকমই আরেকটা কিছু হতে চলেছে।

তাজমহল দেখতে গিয়ে ঠকেছি, তাতে আফসোস নেই। বন্ধু হিসেবে সহকর্মীদের সঙ্গ পেয়েছি বেশ কিছুক্ষণ, সেটাই বা কম কী! কিন্তু ভাবছি- তাজমহল দেখার নামে ফাজলামোর শিকার হওয়া মানুষগুলোর বিরক্তিগুলোকে একজায়গায় জড়ো করে কিছু করা গেলে এই দেশের কী উপকারটাই না হতো!

*লেখাটি পড়ার জন্য ফ্রি ছবি উপহার- রেস্টুরেন্টে গিয়েও শান্তি নেই, করেই খেতে হয়।
সত্যিই পরোটা ভাজছিলামসত্যিই পরোটা ভাজছিলাম
(ছবিগুলো তুলেছেন রিফাত আফরোজ)


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

এমনই ধারণা ছিলো। এখন ভারত সরকার যদি নালিশ জানায় কী হবে? প্রথমআলোতে পড়েছিলাম তৈরি করার আগে কারো কোনো অনুমতি নেয়া হয় নাই।

ছবিটা তুমুল।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

গৌতম এর ছবি

ভারত সরকার নাকি বিষয়টি খতিয়ে দেখছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ এর ছবি

তাজমহলের পাথর দেখেছ...দেখেছ কি তার প্রাণ...

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

এখানে তো পাথরও নেই, খালি টাইলস। আর প্রাণ! ওখানে প্রাণ নেই- আছে প্রবেশমূল্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তীরন্দাজ এর ছবি

ইতিহাস না থাকলে স্থাপনার কোন মূল্য থাকে কি? মাথায় গোবর না থাকলে এসব ভাবনায় আসে না মানুষ।

এই সেই একই চরিত্র! পাকি গভর্নর মোনায়েম খান ড: মুহম্মদ আবদুল হাই কে ডেকে বলেছিলেন, তোমরা এত কিছু করো, রবীন্দ্রসংগীত কেনো লিখতে জাননা।

তারই প্রতাফলন এই তাজমহল নির্মানে। ছাগলের দল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

গৌতম এর ছবি

মন্তব্যে (বিপ্লব)
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুস্তাফিজ এর ছবি

রাম ছাগল ছিল মনে হয়

...........................
Every Picture Tells a Story

গৌতম এর ছবি

কাজটা করছে রাজমণি গ্রুপ। ওই যে, রাজমণি ঈশা খাঁ হোটেলটা যে গ্রুপের, তারা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

এটিকে একটি "মডিফাইড এফডিসি এনডিভার" বলা যেতে পারে। ভারতের "কায়ামত সে কায়ামত তক" নকল করে যখন আমরা "কেয়ামত থেকে কেয়ামত" বানাই তখন হল উপচে পড়ে, প্রশংসার অন্ত থাকে না। আর কোটি কোটি টাকা খরচ করে রেপ্লিকা করলেই তিনি "রামছাগল" হয়ে যান!

আসল তাজমহলের সমতূল্য এমন প্রাণবন্ত আর উত্ কৃষ্ট স্থাপনা পৃথিবীতে আর কোনটি আছে কিনা সন্দেহ। তাই রেপ্লিকা দেখলে "টাইলসের বাড়ি ছাড়া আর কিছুই নয়" মনে হবারই কথা। ভারতে গিয়ে তাজমহল দেখার সামর্থ্য যেমন সবার নেই তেমনি জঙ্গি/উগ্রবাদী তত্ পরতার কারণে কিছু দেখতে যাওয়া মানে প্রাণটা আরো ঝুঁকিপূর্ণ করে তোলা। ভেবে দেখুন, এই আপাত কমবখত উদ্যোক্তা তাঁর টাকাগুলো দিয়ে যদি অন্যকিছু করতেন তাহলে কি আমরা কিছুটা হলেও বিনোদন পেতাম?

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

শামীম এর ছবি

এই তাজমহল তৈরী নিয়ে ভারত সরকার কী মনে করবে ... রেপ্লিকা বানানো আইনসঙ্গত কি না ... এই সব গুঞ্জন উঠেছিল। তবে, আমার ভাই ঘুরে এসে যে ছবি দেখালো তাতে মনের ভার কেটে গেছে। ভারত সরকার কোনকালেই এমন অভিযোগ করবে না। ....

নিজেই তুলনা করেন তারপর মন্তব্যের বিষয়টা বিবেচনা করেন।- (প্রথমটি ছোটভাইয়ের ক্যামেরায়, পরেরটা উইকিপিডিয়ার গুদাম থেকে)
auto

auto

প্রজন্ম ফোরামে এ বিষয়ে আলোচনা
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

এক কাজ করেন, আপনি একদিন ঘুরে এসে আপনার অনুভূতিটা জানান।

তেমনি জঙ্গি/উগ্রবাদী তত্ পরতার কারণে কিছু দেখতে যাওয়া মানে প্রাণটা আরো ঝুঁকিপূর্ণ করে তোলা

হাসতেই আছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

কোথায় শুভ্র মর্মর আর কোথায় গোলাপী টাইলস্ ... --(

তুলনা করার জন্য দুইটার ছবিই দিয়েছি। এটা দেখার পরও যদি যাওয়ার আগ্রহ থাকে তবে ... .... ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

"জঙ্গি/উগ্রবাদী তত্ পরতা" বলতে আমি মুম্বই ট্রাজেডি ১, ২; জয়পুর সিরিজ বোমা; ইত্যাদি বোঝাতে চেয়েছি। তাজমহলের গেটে সিক্যুরিটি খারাপ ছিলনা যখন সপরিবারে গেছিলাম। তবে জয়পুরে তেমন সিক্যুরিটি ছিলনা। তখনো এত ব্যাপক হারে বোমাবাজি শুরু হয়নি। এই অধমের প্রাণটা ছাড়া আছেই বা কি বলুন।

তবে বাংলার রেপ্লিকা খুব নিচু আয়ের মানুষ যাদের সারাজীবনেও আগ্রা যাবার সামর্থ্য হবেনা তাদের জন্য কিছুটা হলেও বিনোদনের খোরাক হতে পারে।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

গৌতম এর ছবি

...তাহলে তো ঘর ছেড়েই বেরুনো যাবে না। আর বোমাবাজির কথা ধরলে বাংলাদেশের কোনো জায়গাই নিরাপদ না। যে দেশে ৬৩টি উপজেলায় একযোগে বোমা ফাটে, সেখানে অন্যদের কথা বলে লাভ কী?

আর নিচু আয়ের মানুষগুলোর জন্য বিনোদনের খোরাকের ব্যবস্থা করতে চাইলে অনেক উপায় আছে। তাছাড়া এই তাজমহল কি নিচু আয়ের মানুষদের জন্য বলে আপনার মনে হচ্ছে? যেখানে প্রতিজনের প্রবেশ ফি-ই হচ্ছে ৫০ টাকা, সেখানে এটি নিচু আয়ের মানুষদের জন্য হয় কী করে? নিচু আয়ের চারজনের কোনো পরিবারের কি ২০০ টাকা দিয়ে এই তাজমহল দেখার ইচ্ছে হবে?

দুঃখিত, আপনার যুক্তির সাথে একমত হতে পারলাম না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

আমিও দুঃখিত যে আমি কত কম বুঝি ! তাজমহলের এন্ট্রি ফি বিদেশিদের জন্য মাথাপিছু ১ হাজার রুপি (এখন সম্ভবত ৫০০ রুপিরও বেশি), আর ওখানে যাওয়াআসা থাকাখাওয়া নিজেই হিসেব করুন। আমার প্রধান যুক্তি ছিল যাদের তাজমহল দেখার ইচ্ছে আছে কিন্তু আগ্রা যাবার সামর্থ্য নেই তাদের কিছুটা নিতান্ত বিনোদনের জন্য হলেও রেপ্লিকা দেখতে যাবার কথা। পানি সুবিধাজনক দিকেই গড়ায় বলে জানি। তবে শিল্পমানের বিচার করলে এ রেপ্লিকা সর্বোতভাবে পরিত্যাজ্য।

আর সন্ত্রাসী/উগ্রবাদী তত্ পরতার দিক থেকে বাংলাদেশের অবস্থান যে ভারতের চাইতে অনেকগুণ ভাল তা স্বীকার না করা মূলত গায়ের জোরের ওপর নির্ভর করে। তবে বিস্তারিত জানতে চাইলে একটি এক্সেল ফাইল পাঠাতে পারি যেখানে ১৯৯৬-২০০৭ পর্যন্ত এ নিয়ে বিশ্বের প্রায় সব দেশের ইনডেক্স ভ্যালু আছে। এটি তৈরি করেছেন নামকরা অর্থনীতিবিদ ড্যানিয়েল কাউফম্যান।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

গোপাল ভাঁড় এর ছবি

হুদাই পাট!

--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

গৌতম এর ছবি

হুমমমমম
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রাগিব এর ছবি

সবাই সম্ভবত জেনে শুনেই এখন যাচ্ছে, তামাশা দেখতে হাসি

তবে ভারত সরকারের টেকনিকালি কিছুই করার নাই। রাজমনির মালিক এই নকল "শাহজাহান"কে নকলনবিশ বলা ছাড়া ভারত সরকারের এখানে আর কোনো কিছু করার নাই।

মণি মিঞার মনে হয় মিডিয়াতে ভালো হোল্ড আছে। বেশ কয়েকটা জায়গার সাংবাদিকদের দিয়ে রিপোর্ট লিখিয়েছিলো, ৪০০ কোটি টাকা খরচের মতো ডাহা মিথ্যা কথা সবখানে প্রচার করেছে। এখন দুদকের উচিৎ মণির কাছ থেকে এই ৪০০ কোটি টাকার আয়করের হিসাবে নেয়া।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

গৌতম এর ছবি

ঠিকই বলেছেন রাগিব ভাই। পস্তানোই যখন গতি, তখন লাড্ডু না খেয়ে কেউ পস্তাতে চায় না।

আমি সেখানে কয়েকজনের সাথে কথা বলেছি। তাদের সবাই চরম বিরক্ত।

দুদকের উচিৎ মণির কাছ থেকে এই ৪০০ কোটি টাকার আয়করের হিসাবে নেয়া।

মন্তব্যে[বিপ্লব]
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জ্বিনের বাদশা এর ছবি

রামছাগলটা তাজমহল না বানিয়ে, উপমহাদেশের নামকরা কিছু স্থাপনার মিনিয়েচার বানালেও ভালো করতো ... ধরা যাক তাজমহলকেই সব ডাইমেনশনে ১০ ভাগের একভাগ করে রেপ্লিকা বানানো

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

গৌতম এর ছবি

কিন্তু তাতে কি ব্যবসা হতো, মহামান্য বাদশা?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জ্বিনের বাদশা এর ছবি

মিনিয়েচারের ওপেন এয়ার মিউজিয়াম কিন্তু বেশ ইন্টারেস্টিং ... জাপানে একটায় আমি চারবার গিয়েছি (যেই বেড়াতে আসে তাকেই ধরে নিয়ে যাই চোখ টিপি ) ... ওখানে ২৫ ভাগের একভাগ সাইজ, তাও ভালো লাগে ... দশভাগের একভাগ হলে হয়তো আপনি ঢুকতেও পারবেন ভেতরে ... কল্পনা করুন, গালিভার হয়ে তাজমহলে ঢুকছেন চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

গৌতম এর ছবি

ভালো আইডিয়া তো! পরেরবার জাপানে গেলে (অবশ্য এখনও একবারও যাই নি, পরেরবার গেলে একবার হবে) অবশ্যই গালিভার হওয়ার চেষ্টা করবো।

(যেই বেড়াতে আসে তাকেই ধরে নিয়ে যাই চোখ টিপি )

জ্বিনের বাদশার কাজই তো ধরে নিয়ে যাওয়া! (চোখ টিপি)
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ধুসর গোধূলি এর ছবি

- মিনি রটারডাম দেখতে হাজার হাজার লোক যায় শ'য়ে শ'য়ে ইউরো খরচ করে। এইরকম কিছুই বানাতো আমাদের শাজাহান ভাই। ৪০০ কুটি ট্যাকাতো মাশাল্লা অনেক বস্তা ট্যাকা হওনের কথা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌতম এর ছবি

উনি বোধহয় এই খবরটা জানতেন না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

এই তাজমহল দেইখা আমার একটা গান মনে পড়ছে -

ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়.......

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

গুরু গুরু আসেন কোলাকুলি করি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

ডেইলি স্টারের রিপোর্ট পড়ে যাব যাব ভাবছিলাম। আপনার কাহিনী পড়ে আগ্রহ কমে গেল। কিন্তু তাহলে হলোটা কি? কেবল একটা টাইলসের বাড়ী দেখতে মানুষ এতদুর যাবে?

ধানসিঁড়ি

গৌতম এর ছবি

একটা লেখা পড়ে এমন সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? হয়তো আর কারও ভালো লেগেছে। কিংবা আপনি গিয়ে হয়তো বিষয়টাকে ভিন্ন কিছু দেখতে পারেন, যেটি আমার নজরে আসে নি। যাই হোক, আমি শুধু আমার অনুভূতিটা তুলে দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি আর সেখানে যাচ্ছি না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কনফুসিয়াস এর ছবি

ছবি দেখে পছন্দ হলো না, এর চেয়েতো আপনার বানানো পরোটাগুলোই বেশি চকচকে।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

গৌতম এর ছবি

দেশে আসলে জানাবেন, হাতে বানানো পরোটা খাইয়ে দিবো।

আর যদি না খেতে চান, তাহলে শাস্তিস্বরূপ বাংলার তাজমহল দেখাতে নিয়ে যাবো। ঠিকাছে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দৃশা এর ছবি

সখা সখীদের মুখে শুনলাম হাগন কুঠি থুক্কু টয়লেটে যে ডিজাইনের টাইলস লাগানো হয় সে ধরনের টাইলস দিয়েই বলে বাংলার 'টাট্টি টাজমহল" বানান হয়েছে। মনে বড় প্রশ্ন জাগে উদ্যোক্তরা নিজ বাড়ীর পুরোন ব্যবহৃত টাট্টি টাইলসই এনে লাগিয়ে দেয়নি তো?
-----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

গৌতম এর ছবি

আপনার মন্তব্য পড়ে তো মানুষজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তানিয়া এর ছবি

দৃশা আপনার মন্তব্য পড়ে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

হিমু এর ছবি

পাঠকরা কেউ গৌতমদার অতিসূক্ষ্ম রসিকতা ধরতে পারেননি। নিচের ছবিটি অতি উচ্চমানের একটি বিদ্রুপ।

গৌতমদা বোঝাতে চেয়েছেন, টাইলসের এই তাজমণি ঈশাখাঁ কমপ্লেক্সটি বস্তুত বাঙালির অন্যের গরম করা তাওয়ায় পরোটা সেঁকে (মতান্তরে ভেজে) নেয়ারই একটি উদাহরণমাত্র।

সচলরা গৌতমদার কাছ থেকে সাবধান। তাওয়ার হেফাজত করুন।


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

গৌতম এর ছবি

এই জন্যই হিমুরে ডরাই। যা বলতে চাই না তাও কইয়া দেয়। আবিষ্কার করে ফেলে অনাবিষ্কৃত সব সত্য।

তাওয়াটা হিমুর হেফাজতে রাখা হলো। কারো পরোটা ভাজতে ইচ্ছে করলে তার কাছ থেকে ধার নিতে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

'কাদম্বিনী মরিয়া প্রমান করিল সে মরে নাই..'
রবীন্দ্রনাথের কাদম্বিনীর কথা মনে আছে তো..?

বাংলার তাজমহলে না গেলে কী করে বুঝবেন যে ওটা একটা মশকারী ! অন্তত এটা বুঝার জন্য হলেও সেখানে যাওয়া উচিৎ নয় কি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

রণদার কথার উপ্রে আর কুনু কথা নাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুশফিকা মুমু এর ছবি

রনদা আমি আসলটা দেখসি, আর না দেখলেও বুঝবেন এটা যে কারো টয়লেটের চেয়েও নিচু মানের।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- আমার পরিচিত একটা ছেলে ছিলো। ঢাকা শহরের মোটামুটি সবগুলা পাবলিক টয়লেট সে ব্যবহার করে ফেলছে। ক্রণিক্যাল আমাশা ছিলো মনেহয় ব্যাটার! ওরে ঐখানে পাঠায়ে দিয়ে দেখা যায় কী করে সে! দেড় টাকার জায়গায় সে পঞ্চাশ টাকা খরচ করে টয়লেট করতে রাজী হয় কিনা দেখা দরকার! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি এর ছবি

এমনি তে দেশে জায়গার অভাব, এর মাঝে, এই সব, জায়গা নস্ট। ফুলের চাষ করলে ও পারতো, ব্যবসা, টু্্যরিজম সব ই পেত।

গৌতম এর ছবি

নির্মাতা বোধহয় ভাবছেন এতে ব্যবসা আরো ভালো হবে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রায়হান আবীর এর ছবি

আইডিয়ার অভাব মন খারাপ

=============================

গৌতম এর ছবি

ব্যবসা করার আইডিয়া কিন্তু ঠিকই প্রচুর আছে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অবাঞ্ছিত এর ছবি

মাইনসে পায় না খাইতে আর উনি বানায় তাজমহলের নকল.. আজিব কাণ্ড.. এমনও না যে আসলটা সাত সমুদ্র তের নদী ওপারে.... পাশের দেশেই তো।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অবাঞ্ছিত এর ছবি

মাইনসে পায় না খাইতে আর উনি বানায় তাজমহলের নকল.. আজিব কাণ্ড.. এমনও না যে আসলটা সাত সমুদ্র তের নদী ওপারে.... পাশের দেশেই তো।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

গৌতম এর ছবি

তাতে কী! ওই দেশে যে জঙ্গী আক্রমণ হয়! জানের মায়া আছে না?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি

auto

সরকারী টেক্স জড়িত কইলাম।

মণি মিয়ার ৪০০ কুটি ট্যাকা খরচের কথা নিউজপেপারে পড়ছিলাম। ট্যাকাটা পাইলো কই?

গৌতম এর ছবি

সত্যি কথা কই, এ ব্যাপারে আমি কিসসু জানি না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুশফিকা মুমু এর ছবি

গৌতম ভাই আমিও এবার দেশে এসে খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম ওই লোকের মহল দেখতে। কি যে রাগ লাগসে দেখে, কি যে বাজে বানাইসে, পুরোটা টাইলসের বুঝলাম তাও যদি কালার কম্বিনেশন একটু দেখার মত করত, কি সব গোলাপী, কেটকেটা নীল টাইলস দেয়া তার ওপর ডিজাইন দেখলে মনেহয় যে ডিজাইনটা করসে তার রুচি বলতে কিছু নাই। এই লোক কে এরেস্ট করে উচিত এটা তাজমহল বলার জন্য।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

গৌতম এর ছবি

মুমু আপা এইবার খেপসেন!

মানুষ যে আগ্রহ নিয়া যায়, ফিরে আসে সমপরিমাণ বিরক্তি নিয়া। এই বিষয়টা কর্তৃপক্ষ উপলব্দি করতে পারছে কিনা কে জানে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পুরো ব্যাপারটাই নিম্নশ্রেণীর কিন্তু সফল ব্যবসায়িক স্টান্টবাজি বলে মনে হয়। দুধের স্বাদ ঘোলে নয়, ছানার পানি দিয়ে মেটানোর ব্যবস্থা!

আপনাকে পরোটা ভাজতে দেখে হিমুর কথাটাই আমার মাথায় এসেছিল চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

গৌতম এর ছবি

হা হা হা...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ধুসর গোধূলি এর ছবি

- লোকজন রাগ হোক বা খুশিতে বগল পিটাক। দিন শেষে ক্যাশবাক্স খুলে তাজমণি খাশীখাঁ যখন কড়কড়ে-ম্যাড়ম্যাড়ে পঞ্চাশ টাকার নোটের বাণ্ডের দেখবেন তখন আর তিনি এতো কিছু চিন্তা করবেন না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌতম এর ছবি

এক্কেবারে খাঁটি কথা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

Sampurna এর ছবি

bah...khub moja peyechhi eshob porey!

গৌতম এর ছবি

ধন্যবাদ...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।