বিধাতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৫/১১/২০০৭ - ১১:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক ফাঁলি রোদ ফূটো গলে এসে
চুপ মেরে আছে শিথানে
দু'টি উঁইপোকা সঙ্গম পাতে
"ঠাকুরের" গীতবিতানে।

ন্যাংটা সময় সুখ খূঁজে ফেরে
তেল চিটচিটে বালিশে
ওদিকে আমার বিধাতা ব্যস্ত
বাইনচোতদের সালিশ।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

হাহাহা! বেশ মজার তো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমারও চমৎকার লাগলো।
শুধু শেষ শব্দে এ-কার বাদ পড়েছে বলে মনে হলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।