যুদ্ধাপরাধীদের এবার আর ক্ষমা নাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৬/১২/২০০৭ - ১২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বাধীনতার এত বছর পরে নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে একজোট হয়েছে। তারা দিন দিন আরও বেশি সচেতন হচ্ছে। এটা দেখে ভালো লাগে। আমার জীবদ্দশায় অবশ্যই ওই ঘৃণ্য অপরাধীদের বিচার দেখে যেতে পারবো, এই আশা রাখি।


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি আমার জীবদ্দশায় ওদের বিচার নয়, শাস্তি দেখে যেতে চাই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

গতকাল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত মানববন্ধন হয়েছে। পরিচিত অনেককে জিজ্ঞেস করেছি- কেনো দাঁড়িয়েছেন? এতোদিন পর কেন? সবার একই কথা- এখন আর তখন নয়, যখনই সুযোগ পেয়েছি, বিচারের দাবি তুলেছি। যতোদিন বিচার না হবে, ততোদিনই এই দাবি করে যেতে হবে।
গৌতম

অতিথি লেখক এর ছবি

যতদিন পর্যন্ত জামাতীদের গডফাদারের ভূমিকায় অবতীর্ণ হওয়া মঈনুল তত্ত্বাবধায়ক সরকারে আছে ততদিন পর্যন্ত জামাতী যুদ্ধাপরাধীদের বিচার হবে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।