সময়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২০/০৫/২০০৮ - ৯:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

-----রাতুল

সময়গুলো প্রজাপতির
পাখনাতে ভর করে,
যাচ্ছে ঊড়ে, যাক না ঊড়ে
মনটা ঊদাস করে।

সুখের সময়, কি রঙ তাহার?
কিইবা সুখের ঘ্রান?
হাজার বছর কষ্টে হেরেও
সুখই মহীয়ান।

ওরে "সময় সুখ"
আসবি কবে? আসবি নাকি?
আসার প্রয়োজন!!
কাটল আশায় ক্ষণ।

নতুন করে, সময় গোনা
একটু আশার তরে,
সময় যে কেমনে পালায়
যাচ্ছে বড়ই জোরে!

হয়না ধরা, হয়না ছোয়া
হয়না কতকাল??
চায় যে সবে ধরতে তাকে
সময় মহাকাল!!

হায়রে সময় হায়,
সুখের কথা বলে মনে
ঠাই যে আশার পায়।
সব ব্যাটারে বানায় বোকা
ঊড়াল দিয়া যায়।

ratuliut@gmail.com


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

ভালই, শেষ প্যারাটা ভাল হইসে বেশি ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।