আপনি কোন দল করেন?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০১/০৯/২০০৮ - ৪:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি কোন দল কর?

আমার ছোট মামা আমাকে প্রশ্ন করেন। উত্তরও প্রায় সাথে সাথে দিয়ে দিই।

কেন কর? কী করেছে গত বছরগুলোতে তারা?

সহসা আমি যেন উত্তর হারা। অনেক ভেবে চিন্তে বললাম, ইয়ে মানে দেশের জনগণের জন্য বেশ কিছু কাজ ওদের আমলে করেছিল। পরে ক্ষমতা হারানোর পর তেমন কিছু করেনি। তবে, ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারলে নিশ্চয়ই কিছু না কিছু করবে।

কী করবে?

দেশটাকে তো এরা জাহান্নাম বানিয়ে ছাড়ল। ওরা এই জাহান্নামের আগুন কিছু কমাবে। জিনিস পত্রের দাম কমাবে। শিক্ষায় পয়সা ঢালবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে। আর কী চাই?

এর আগেরবার কেন করেনি?

আচ্ছা, মামা তোমার ঝামেলা কি? তুমি এদের পেছনে কেন লেগে আছ? দেশে এই দুই দল ছাড়া আর তো কেউ নেই। সমর্থন করলে এদের যেন কোন একটিকে করতেই হবে। পালা বদল করে এরা বারবার আসবে। আসবেই।

আসবেই?

তবে কি এমনি বলছি নাকি? এরাই তো আসবে। কোন একটি ডালে পাঁচ বছর ঝুলে আরাম করে পরের পাঁচ বছর কষ্টে কাটাব, কোন সমস্যা হবে না। অভ্যাস হয়ে গেছে। বহু দিনের নয়। বহু বছরের।

এদের ধরে গুলি করে মারা দরকার।

তোমার মাথা ঠিক আছে তো? এরা বাথরুমে পড়ে আঘাত পায় বলে কত শত মানুষের জীবন পানি হয়ে যায়- সত্যি করে বলোতো- তুমি কি কাগজ পড় না? এদর গুলি করে মারলে তোমার-আমার মত লক্ষ মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। ওই ছাই দিয়ে ওরা বিরানী রান্না করে খাবে। তোমার সাহস দেখে অবাক হই।

এদের দুই জনের এক জনও টিকবে না। অন্ধকার আসবে। ঘোর অন্ধকার।

মানে কি?

এরা নিজেরা প্রথমে দেশ বেচে দিবে। নিজেদের নিজেরা লুটে-পুটে খাবে। তারপর একদিন ধপ করে মোমবাতির মত ফুস! শেষ হয়ে যাবে। তারপর আসবে জামাত। দোযখের আগুন পৃথিবীতেই (বাংলাদেশে) জালিয়ে দিবে ওরা। আমরা যারা দেশের বাইরে তারা শুধু এক নষ্ট হয়ে যাওয়া বাংলাদেশ দেখব।

আমরা কিছু করতে পারি না দেশের জন্য? কোন উদ্যোগ?

হা হা! কী করবি? পায়ের রগ কেটে নদীতে ফেলে দিবে তোকে। মাছেরা কুট কুট করে তোকে খাবে। যাদের করার কথা ছিল বছর দুই থেকেও তো কিছূ করতে পারলো না। তুই কী করবি? ক্ষমতায় গেলে মানুষ পশু হয়ে যায়- সহজ সত্য।

তুমি ক্ষমতায় গেলে পশু হতে?

হয়তো হতাম। আমিও তো মানুষ।


মন্তব্য

দৃশা এর ছবি

আগে কন ছাই দিয়া বিরানী রান্ধে কেমনে?
আর এসব তো রোজ রোজকার বছরকার বছরকার কাহিনি...এখন আর শুনতেও ইচ্ছা করে না। আর আমরা আদৌ মানুষ আছে কিনা এটা আগে যাচাই করে দেখার বিষয়।এতো কি ছু দেইখা শুইনা বুইঝাও যারা মুখ গুইজা সব সহ্য কইরা যায়- সেই প্রানীটার নামই কি মানুষ?
-------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো হয়েছে।

অছ্যুৎ বলাই এর ছবি

পালাবদলের দোদুল্যমান (বানান ভুল হলো?) অবস্থা থেকে সবসিস্টেমের গতিই ইকুইলিব্রিয়ামের দিকে। অগণতান্ত্রিক হস্তক্ষেপ সেই ইকুইলিব্রিয়ামের প্রোসেসটাকে নষ্ট করে। প্রোসেসটাকে নিজের মতো চলতে দিন, যতোটা অন্ধকার ভাবা হচ্ছে ভবিষ্যতকে, ততোটা অন্ধকার অবশ্যই হবে না।

আর জামাতের ক্ষমতায় আসা নিয়ে টেনশন কইরেন না। জামাত হলো পরের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া দল। সামরিক বাহিনীকে ইউজ করবে, জিয়া-এরশাদ-তারেককে ইউজ করবে, আখের গুছিয়ে ছুড়ে ফেলে দেবে। ফ্রন্টে গিয়ে দায়িত্বের হিসেবে জড়াবে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... ঠিকাছে... সহমত...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রবিন [অতিথি] এর ছবি

পড়ে ভাল লাগল।
"যাদের করার কথা ছিল বছর দুই থেকেও তো কিছূ করতে পারলো না।" এরাই যখন কিছু করে নাই তাহলে আর কেউ কি কোনদিনও কিছু করবে? ভীষন হতাশ হয়ে গেছি।

গৌতম এর ছবি

আমাদের জনগণেরই বোধহয় উচিত নিজেদেরকে বদলানো। এই দুই দলের বাইরে যারা আছে- হোক না তারা ছোট- তাদেরকেও একবার পরীক্ষা করা দরকার। জানি না এতে আদৌ কোনো পরিবর্তন আসবে কি-না। আপনার লেখাটি ভালো লেগেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রাফি এর ছবি

আর ভাল্লাগে না...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলেই, আমরা সবাই 'মানুষ'!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।