যা বুঝে নিয়েছি/নাজনীন খলিল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২২/০৯/২০০৮ - ৬:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাতের মেলট্রেন। প্রতিটি পলকে
তোমার আমার মাঝে
যোজন যোজন ফাঁক

হিমেল জানালায়

রাতের প্রকৃতিকে
আরো নিবিড় দেখে নিতে গিয়ে
নিমেষেই বুঝে নিলাম

কিছু একটা ফেলে যাচ্ছি

একটা সুন্দর বিশ্বাসের ফানুস
অথবা
রঙ্গিন কাঁচের একটি চশমা ।


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কিছু একটা ফেলে যাচ্ছি
একটা সুন্দর বিশ্বাসের ফানুস
অথবা
রঙ্গিন কাঁচের একটি চশমা ।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অতিথি লেখক এর ছবি

লাইন গুলো ভাল লেগেছে ধরে নিচ্ছি।ধন্যবাদ।

অমিত আহমেদ এর ছবি

বেশ।

আচ্ছা মেলট্রেন জিনিসটি কি বলতে পারবেন?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। রেলওয়ের সাথে যোগাযোগ করলে ভাল হবে।

অমিত আহমেদ এর ছবি
মূর্তালা রামাত এর ছবি

খারাপ লাগলো না।

মূর্তালা রামাত

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

পলাশ দত্ত এর ছবি

আপনার পঙক্তি বিন্যাস তো বেশ ভালো। ঘটনা কী? কবিতা লিখছেন কতোদিন ধরে?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

সে অনেক কাল আগের কথা...........................।ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।