আমেরিকা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৩/১১/২০০৮ - ১০:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রাক-কথনঃ আবারো রামস্টাইন গান। তবে এইটার পরে নতুন কিছু উপহার দেবার ইচ্ছা আছে। যদিও আমার আর কৌশিকের রামস্টাইন প্রজেক্ট চলবেই দেঁতো হাসি । মূল কথা আর তার ইংরেজি আনুবাদ পাবেন এখানেঃ
http://herzeleid.com/en/lyrics/reise_reise/amerika
এই গানটি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির প্রতি কটাক্ষ করে লেখা। অনুবাদের সময় মুলভাব আর ছন্দ বজায় রাখার যথাসম্ভব চেষ্টা করেছি। আশা করছি পছন্দ হবে। ধন্যবাদ।

আমেরিকা
রামস্টাইন

We're all living in আমেরিকা
আমেরিকা চমৎকার
We're all living in আমেরিকা
আমেরিকা, আমেরিকা

যখনি চলে নাচ আমি হতে চাই যে নাচিয়ে
যদিওবা তোমরা তখন একাই নাচছিলে,
তোমাদের একটু ভার দাও আমার উপরে
দেখাব তোমাদের আমি নাচ কাকে বলে,
সুন্দর একটা নাচ আমরা নাচব সবায়
স্বাধীনতার সুর বাজে শোন বেহালায়,
সুরের উৎস দেখ ঐ হোয়াইট হাউস
প্যারিসের দোরে দেখ মিকি মাউস।

We're all living in আমেরিকা
আমেরিকা চমৎকার
We're all living in আমেরিকা
আমেরিকা, আমেরিকা

জানি আমি মূদ্রা কিছু খুবই কাজের
ভুল পদক্ষেপের থেকে বাঁচাব তোমাদের,
আর যারা নাচতে নারাজ তারাও অবশেষে
জানবে তাদের নাচতে একদিন হবেই যে কষে,
সুন্দর এক নাচ আমরা নাচব সবায়
দেখাব তোমাদের আমি কেমনে নাচতে হয়,
আফ্রিকায় আসছে দেখ সান্তা ক্লজ
প্যারিসের দোরে দেখ মিকি মাউস।

We're all living in আমেরিকা
Coca-Cola, Wonderbra
We're all living in আমেরিকা
আমেরিকা, আমেরিকা

This is not a love song
This is not a love song
I don't sing my mother tongue
No, this is not a love song

We're all living in আমেরিকা
আমেরিকা চমৎকার
We're all living in আমেরিকা
আমেরিকা, আমেরিকা

We're all living in আমেরিকা
Coca-Cola, sometimes war
We're all living in আমেরিকা
আমেরিকা, আমেরিকা


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

কিন্তু গানটা গাইবে কে ?

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অবনীল এর ছবি

হাহাহা, ভালো প্রশ্ন। টিল লিন্ডামানের বাংলাদেশী সংস্করন খুজে পেতে খবর আছে। আর চিন্তা করে দেখুন একবার, ঢাকার কোন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড রামস্টেইনের বাক ডিশ গানটা পরিবেশন করছে ওদেরই মত করে, হাহাহাহাহা। ভাবতেই গা শিউরে ওঠে ;)।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।