নির্বাচন ২০০৮ – সম্ভাব্য ফলাফল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৮/১২/২০০৮ - ৩:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২৯ ডিসেম্বর এর নির্বাচনের আসল ফলাফল জানতে আর অপেক্ষা ৭২ ঘন্টারও কম সময়। আমি কোন রাজনীতিবিদ নই, নই কোন রাজনৈতিক গবেষক। আমার এই ফলাফল সম্পর্কিত গবেষণা, একজন সাধারণ নাগরিকের কৌতুহলী মনের প্রতিফলন মাত্র। আমি আমার এই ক্ষুদ্র প্রয়াসে ২০০১ ও ২০০৬ সালের সাধারণ নির্বাচনের ফলাফল উপাত্ত হিসেবে ব্যবহার করেছি; আর অবশ্যই রয়েছে আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা। আমার অনুরোধ, দয়া করে কেউ এই বিশ্লেষণ দ্বারা প্রভাবিত হবেন না।

সম্ভাব্য ফলাফল [ছবি আকারে সংযুক্ত করা হল]

ফলাফল নির্ধারণী নিয়ামক সমূহ
১। জাতীয় পার্টির মহাজোটের হয়ে অংশগ্রহণ।
২। বিগত চারদলীয় জোট সরকারের আমলের সীমাহীন দুর্নীতি।
৩। যুদ্ধাপরাধীদের বিরূদ্ধে সাম্প্রতিক গণজাগরণ।
৪। নতুন ভোটারদের অন্তর্ভুক্তি।
৫। ঢাকা শহরের ২০ টি আসনের সীমানা পুননির্ধারণ।
৬। রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে মেয়র নির্বাচনের প্রভাব পড়তে পারে।

সম্ভাব্য ফলাফলসম্ভাব্য ফলাফল

সাধারণ জনগণ হয়ত চারদলীয় জোটকে প্রতিহত করার জন্যই মহাজোটকে বেছে নেবেন। আর বাঙালী মাত্রই হুজুগে এবং অস্থিরচিত্ত। আমরা খুব দ্রুত ফল দেখতে চাই আর সে কারণেই হয়ত আরো একবার পরিবর্তনকেই স্বাগত জানাতে চলেছি। আমরা আশা করব যে জোটই ক্ষমতায় আসুক না কেন, তারা এই অমিত সম্ভাবনার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন; আর বিরোধী দল সরকারী দলের পাশে দাঁড়িয়ে এই উন্নয়নে শরীক হবেন।

--------------------------------------------------------
ধন্যবাদান্তে,
রেজওয়ানুল হক


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার ছবিটি ঠিক করে দিলাম। জেপিজি হিসেবে আপলোড করলে সমস্যা হয় না। আপনি কি আরেকটি উপাত্ত প্রকাশ করে ছিলেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সংযুক্ত উপাত্তটি আপনার বলে মনে হল। তাই জুড়ে দিলাম। আপনার ভুল হলে অনুগ্রহ করে জানাবেন, সরিয়ে দেয়া যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেজওয়ানুল হক [অতিথি] এর ছবি

মাহবুব ধন্যবাদ আপনাকে দুইটি ছবি সংযুক্ত করে দেয়ার জন্য।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এরকম সংখ্যার চেয়ে খুশি হতাম যদি আপনার প্রেডিকশনের ভিত্তিটা জানতে পারতাম। তবুও ধন্যবাদ।

রেজওয়ানুল হক [অতিথি] এর ছবি

অনুমানের ভিত্তিগুলো নিম্ন্ররূপঃ
১। ২০০১ ও ২০০৬ সালের নির্বাচনী ফলাফল।
২। দলগুলোর আঞ্চলিক শক্তিমত্তা।
৩। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
৪। সর্বোপরি, অবশ্যই আমার নিজস্ব বিচার বিশ্লেষণ।
ধন্যবাদ আপনাকে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক ধন্যবাদ।
আমি আসলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আগ্রহী ছিলাম। ২০০৭এর সম্ভাব্য নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষক নাজিম কামরান চৌধুরী প্র-আলো আর ডেইলী স্টারে একটা বিশাল প্রেডিকশন দিয়েছিলেন। ওখানে স্পেসিফিকভাবে কোন কোন ফ্যাক্টর কীভাবে প্রভাব ফেলবে। নির্বাচনের আগে কী ঘটলে ফল পাল্টাতে পারে সে ব্যাপারে ইংগিতও দিয়েছিলেন। সে নির্বাচন তো বাতিল হলো।
এখন নিশ্চয় ২ বছরে পরিস্থিতি অনেক পালটে গেছে।

ভালো থাকবেন।

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অবাঞ্ছিত এর ছবি

বস, আপনার প্রেডিকশান বিশাল ব্যবধানে অফ গেসে... তয় মনে হয় না কেউ কম্পেলেন করবে..... হে হে (দাঁতকেলানী)
I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।