বন্ধু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১০/০৪/২০০৯ - ৯:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টি.এস.সি-র বারান্দায় বসে প্লাবন,সুমন আর জয়ি গল্প করছিল...

জয়ি- সুমন ভাই আমার মন ভিষন খারাপ একেবারে জঘন্য রকম ভিষন খারাপ.......

সুমন ভাই- হা..হা...হা... কেন আমি তো জানি আপনার মন সব সময়ই ভাল থাকে আজ

খারাপ কেন?

জয়ি- এমন কেন হয় বলেনতো...আমার খুবই ক্লোজ ফ্রেন্ড সে এমন একটা কাজ করছে

যেটা ঠিক না..আমি যখন বোঝালাম তাকে তখন সে ঠিকই বুঝল যে এটা করা ঠিক

হবেনা তারপরও কেন সে ঐ কাজটা করবে?এটা তো সুইসাইড করার মত....

প্লাবন মনযোগ দিয়ে কথাগুলো শুনে বললেন- তারা কি আসলেই আপনার খুব ভাল বন্ধু?

জয়ি- অবশ্যই আমার খুব ভাল বন্ধু ....

প্লাবন - তাহলে আপনার কথা শুনলনা কেন?

জয়ি কিছু বলার জন্য মুখ খুলতে গিয়ে চুপ হয়ে গেল...প্লাবনের প্রশ্ন এবং প্রশ্ন ভরা

চোখে কিছু একটা ছিল যার উত্তর জয়ির জানা নেই...

আসলেই তো যদি ভাল বন্ধুই হবে তবে কেন বন্ধুর কথা সঠিক জেনেও করবেনা .......?

কেন জেনে শুনে ভুলটাই বেছে নেবে.......?

জয়ির অসহায় অবস্থা দেখে এবার সুমন মুখ খুললেন....

সুমন- যদি প্রশ্ন করা হয় আপনার বন্ধু আছে কি? আপনি যদি লাজুক গোছের হন তাহলে

হয়তো দুই-তিন জনের নাম বের হবে...আর যদি মিশুক হন তাহলে কয়েক ডজন বন্ধুর

নাম বলবেন...এদের সবাই কি আপনার বন্ধু?
যে ছেলে তার বন্ধুর হাতে সিগারেট ধরিয়ে দেয় সে কি বন্ধু?
খারাপ জেনেও যে বাঁধা দেয়না সে কি বন্ধু?
এরা তো নিজেদের ভালটাই জানেনা অন্যকে কিভাবে খারাপ কাজ করতে বাঁধা দেবে বা

খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে ?

জয়ি- আর বাঁধা দিলেও যদি না শোনে........

সুমন- আপনার কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি?

জয়ি-( দীর্ঘশ্বাস ফেলে ) এ মুহূর্তে আমি ঠিক সিওর না...........

সুমন - বন্ধুত্বের সংজ্ঞা হল - যে আপনাকে খারাপ কিছু করতে দেখলে আটকাবে আর

আপনি ভাল কিছু করলে আপনাকে সাপোর্ট দিবে ... অর্থাৎ আপনি দোযখের দিকে গেলে

আপনাকে আটকাবে আর আপনি বেহেশতে গেলে আপনার সাথে যাবে.....

তখন শুধু নামে মাত্র নয় আত্নার সাথে সম্পর্ক হয়ে যায়...
এমন অনেক বন্ধু দেখবেন যাদেরকে সঙ্গ দিতে আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছেন

সেখানে কোন সমস্যা নেই কিন্তু সেমিনারে বসে পড়তে চাইলে সেখানে আপনার সাথে

যাবে না.....

জয়ি- হুমম তাইতো..

সুমন-নামে মাত্র বন্ধু ডজন ডজন থেকেও লাভ নেই আর প্রকৃত বন্ধু একজন হলেও

অনেক...আর অনেক হলে তো কথাই নেই.........

প্রকৃত বন্ধু আপনার কয় জন ...?

সুমনের প্রশ্নে প্লাবন মিটিমিটি হাসছেন আর জয়ি গালে হাত দিয়ে ভাবনার সাগরে

সাঁতরে বেড়াতে লাগলেন..........

(জয়িতা)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।