তু(আ)মি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/১১/২০০৯ - ১০:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

হয়তো বেশি না। মাত্র ৬ মাস । এই ৬ মাসে বদ্‌লে গেছে অনেক কিছু। শিক্ষা জীবন শেষে মুখোমুখি বাস্তব জীবনের। সবাই কমবেশি ছড়িয়ে পড়ছে, সেও সিদ্ধান্ত নিয়েছে কি করবে। আজ হয়ত শেষ দেখা কিংবা আবার দেখা হবে। কে জানে..... সময় বেশি নেই, জরুরী কিছু কাজ বাকি, কাল বাদে পরশু এই শহরের ভোর হবার আগেই চলে যাবে সে। অথচ তার কোন পাত্তা নেই, এক ঘণ্টা হয়ে গেল। এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। বলল তিনটায় আসবে, ঘড়ির কাঁটা সাড়ে চারটার দিকে হেলতে শুরু করছে। ওপাশে ফোনও ব্যস্ত, মেসেজের কোন রিপ্লাই নেই। মামুন ভাবল আর আধা ঘণ্টা দেখবে, তারপর চলে যাবে।

'আচ্ছা এটা তোর আসার সময় হল'-চিৎকার করে উঠে সানজিদা।
মামুন: আস্তে, লোকজন তো সব জড়ো করে ফেলবি।
সা: রাস্তাঘাটে এত জ্যাম, এতটুকু রাস্তা আসতে এক ঘণ্টা লাগছে আর তুই আরও এক ঘণ্টা নষ্ট করলি।
মা: আজকাল চাকরি করিস নাকি শুনলাম।
সা: তোর কোন সমস্যা আছে। আচ্ছা গত এক মাস আপনি কোথায় ছিলেন, ব্যস্ত-মানব? মোবাইল কই তোর?
মা: আপাতত নেই।
সা: মানে?
মা: চুরি গেছে।
সা: তুই নাকি বাহিরে যাচ্ছিস ?
মা: দেখি , এখনও কিছু হয় নি। হলে তো জানবি।
সা: ভাল্লাগে না আর ?
মা: কি ?
সা: কিছু না
মা: তোর কথা বলছিস ?
'না, কিছু না, আমি যাই আজ' চলে যায় সানজু ।

এক দঙ্গল মানুষ সাথে। মামুনের কোন আগ্রহ নেই কে কি বলছে। তবুও হ্যাঁ-হুঁ করছে, তার চারদিকে উপদেশ-সতর্কবানী দেয়ার লোকের অভাব নেই এই মুহূর্তে। মামুন এপাশ-ওপাশ করে, কেন যেন গরম লাগে। ভাবে এয়ারপোর্টের এসি কি ঠিক মত কাজ করছে না। মামুন লাইনে দাঁড়িয়ে পড়ে । লাগেজ, পাসপোর্ট সব ঝামেলা শেষ করে ভিতরে দাঁড়ায়। সামনে একটা বেঞ্চে বসে পড়ে, মোবাইলটা অযথাই হাতের তালুতে ঘোরা ফেরা করে। পাশে কে যেন ব্যাগ রেখে বসে। মামুনের কোন দিকে মনোযোগ নেই। দেয়ালে বড় ঘড়িটা বলছে সময় বেশি নেই, বিষণ্ণ মামুন উঠে পড়ে, ব্যাগটা কাঁধে নেয়। 'প্লিজ, আমারটাও নিন না' পাশে তাকিয়ে মামুন চিৎকার করে উঠে 'তুই'। 'কেন, যুরিখ ইউনিতে কি শুধু তোর পড়ার যোগ্যতা আছে.....................................'

স্বপ্নদ্রোহ

ankur_ipe@yahoo.com


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

শেষটা ভালো লাগল, সবাই শুধু বিচ্ছেদের লেখা লিখেন, তাই চেয়ারে চেপে বসতে যাচ্ছিলাম, ঠিক তখনই মিলিয়ে দিলেন ছেড়া সুতোগুলো। এটাকি এখানেই শেষ নাকি চলবে?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

আপাতত এখানেই শেষ।

স্বপ্নদ্রোহ

রেশনুভা এর ছবি

অপেক্ষা কে করছিল? মামুন?

অতিথি লেখক এর ছবি

অপেক্ষা? কেউ কারো জন্যে করছিল না। জোর করে মিলিয়ে দিলাম। হা হা ,

স্বপ্নদ্রোহ

ভণ্ড_মানব এর ছবি

ভাল্লাগলো। বিচ্ছেদে জ্বালা...মিলনেই সুখ। দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

১০০% আটি হথা।

স্বপ্নদ্রোহ

পান্থ রহমান রেজা এর ছবি

শেষটাই এসে তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল! হাসি
............................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অতিথি লেখক এর ছবি

সবাই শেষ পর্যন্ত তাই চায়।

স্বপ্নদ্রোহ

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

হুম,কথা সত্য।

ভালো থাকুন।

স্বপ্নদ্রোহ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।