শুভ বিজয় দিবস, ২০০৯

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ৯:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর কিছুক্ষন পরেই পুর্বাশার আলো ফুটতে শুরু করবে। একটু একটু করে পথে নামবে মানুষ। মেয়েরা শাড়ী পড়বে, ছেলেরা পড়বে পাঞ্জাবি পায়জামা। শিশুরা সুন্দর সুন্দর পোষাক পড়ে নির্মল আনন্দ নিয়ে পথে নামবে বড়দের সাথে। কেউ কেউ ফুলের মত নিষ্পাপ মুখখানায় জাতীয় পতাকা আঁকবে। অনেকের হাতেই থাকবে প্রিয় জাতীয় পতাকা।

অন্য দিনটার চেয়ে আজকের দিনটা বাঙালিদের কাছে আলাদা। আজকে আমাদের আবেগের দিন। আজকে আমাদের আনন্দের দিন। আজ থেকে ৩৮ বছর আগে এমন একটি সকালে আমরা পেয়েছিলাম আমাদের প্রিয় পতাকা, প্রিয় স্বাধিনতা। ওই দূর থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন কানে বাজঁছে। কত বার শুনেছি এই ভাষনটা। প্রতিবারই আমার কাছে নতুন মনে হয় কথাগুলো। মনে হয় সুমধুর কোন শিল্পী গাইছে তার অমর কোন গান। খুব আগ্রহ নিয়ে আমি শুনি মহাকবির এই অমর কবিতাখানি। আমি যেন ভেসে যাই অগ্নিঝরা সেই দিনগুলোয়। নিজেকে একজন মুক্তিযোদ্ধা ভাবতে ইচ্ছে করে।

গত বেশ কয়েক দিন ধরেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংঠনগুলো প্রস্তুতি নিচ্ছে আজকের দিনটাকে কেন্দ্র করে। কত আয়োজন, কত উচ্ছাস। শিশু, যুবা, বৃদ্ধ সব বয়সের সব পেশার মানুষেরা আজ আসবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সারাদিন ঘুরবে, গান গাইবে, হৈ হুল্লোড় আনন্দ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় আজ থাকবে আনন্দের ছড়াছড়ি। সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা, শুভ বিজয় দিবস।
না, এই খানেই লেখাটা শেষ করতে পারছি না। গতকাল প্রথম আলোতে (১৫ ডিসেম্বর, ২০০৯) ছিল শুধু সব মন খারাপ করা খবর। কাল সারারাত একটুও ঘুমাতে পারি নি। আজ এই মহান বিজয় দিবসে যদি সব খবরগুলোকে পাল্টে ফেলতে পারতাম।

যুদ্ধাপরাধের বিচার এখনই হচ্ছে না। বিচার না করতে পাকিস্তানের তদবির। (প্রথম আলো,(১৫ ডিসেম্বর, ২০০৯)। ছোট বেলায় একটা প্রবাদ পড়তাম, Justice delayed, justice denied। তবে কি যুদ্ধাপরাধী শয়তানদের বিচার এ দেশের মাটিতে হবে না? আবারো কি রাজাকার, আল বদর, আল শামসেরা বহুদামে কেনা এই জাতীয় পতাকা গাড়ীতে লাগিয়ে ঘুরবে।

বুদ্ধিজীবী হত্যাকান্ডে জামায়াতকে জড়ানো ন্যায়নীতির পরিপন্থী। আলোচনা সভায় মুজাহিদ।(প্রথম আলো,(১৫ ডিসেম্বর, ২০০৯)। আমি হাসবো না কাদঁবো। ওরা কিভাবে সাহস পায় শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজনের?

বি এন পি কাউন্সিল করে তাদের গঠনতন্ত্র থেকে ৭ অনুচ্ছেদের ক উপধারা বাতিল করেছে। এই উপধাতায় বলা হয়েছিল, “১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং-৮-এ (দালাল আইন) দন্ডিত ব্যাক্তি জাতীয় কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি বা যে কোন পর্যায়ের যেকোন নির্বাহী কমিটির সদস্যপদ কিংবা জাতীয় নির্বাচনে দলের প্রার্থীপদের জন্য অযোগ্য বিবেচিত হবেন”। (প্রথম আলো,(১৫ ডিসেম্বর, ২০০৯)। সালাউদ্দীন কাদের চৌধুরীর মত চিন্হিত যুদ্ধাপরাধীকে স্থায়ী কমিটিতে স্থান দিয়ে এবং গঠনতন্ত্র থেকে ৭ অনুচ্ছেদের ক উপধারা বাতিল করে বি এন পি কী ইঙ্গিত দিতে চাইছে?

গত ২৯ ডিসেম্বর, ২০০৮ এর নির্বাচনে মহাজোট যুদ্ধাপরাধীদের বিচারের নিরুঙ্কুশ ম্যান্ডেট নিয়ে জয়লাভ করে ক্ষমতায় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। এইবার যুদ্ধাপরাধীদের বিচার করে ইতিহাসের পাতায় স্থান করে নিন। আপনি ব্যর্থ হলে, ইতিহাস আপনাকে সেইভাবেই মুল্যায়ন করবে।
সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা, শুভ বিজয় দিবস।

শেখ আমিনুল ইসলাম,


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

বিজয়ের শুভেচ্ছা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ভাই। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।

শেখ আমিনুল ইসলাম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভেচ্ছা...
কাল সন্ধ্যায় আমরা টিএসসিতে ছিলাম। অনেক মজা হয়েছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ভাই ধন্যবাদ।
শুভ বিজয় দিবস। ভালো থাকবেন।

শেখ আমিনুল ইসলাম।

জুয়েইরিযাহ মউ এর ছবি

বিজয়ের শুভেচ্ছা আপনাকেও হাসি
লেখাটিতে প্রিয় স্বাধিনতা -র জায়গায় "প্রিয় স্বাধীনতা" লিখে দেওয়ার অনুরোধ জানাবেন কি মডুদের হাসি
ভালো থাকুন।

---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

ভাই ধন্যবাদ আপনাকে। মডারেটর ভাইকে অনুরোধ করেছি বানানটি ঠিক করে দিতে।
শুভ বিজয় দিবস।

শেখ আমিনুল ইসলাম।

অতিথি লেখক এর ছবি

শেখ আমিনুল ইসলাম,

সুন্দর সন্দর মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ। আবারো মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

প্রিয় মডারেটর ভাই, "প্রিয় স্বাধিনতা" বানানটি দয়া করে ঠিক করে দিবেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেই আশাবাদ ঝুলিয়ে রাখলে হবেনা, কাজ শুরু করতে হবে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ভাই। আসুন আমরা একসাথে সবাই পথে নামি।
শুভ বিজয় দিবস।

ভণ্ড_মানব এর ছবি

ওরা কিভাবে সাহস পায় শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজনের?

ওদের সাহস দেখে আমি লজ্জা পাই।
তবুও শুভ দিনের অপেক্ষায়। বিজয়ের শুভেচ্ছা আপনাকে।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

অতিথি লেখক এর ছবি

আমিও ভাই শুভ দিনের অপেক্ষায়। শুভ বিজয় দিবস। ভালো থাকবেন ভাই।

শেখ আমিনুল ইসলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।