কিছু হাবিজাবি খবর.....

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ৪:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সিলেটে প্রতিবছর সম্মিলিত নাট্য পরিষদের তত্বাবধানে শহীদ মিনারে রাত ১২টায় পুস্পস্তবক অর্পণ করার কাজটি চলে আসছে দীর্ঘ দিন ধরে। সম্মিলিত নাট্যপরিষদের স্বেচ্ছাসেবক কর্মীরা শহীদ মিনারে শৃঙ্খলা রক্ষার কাজে নিয়জিত থাকেন। পাশাপশি পুলিশ, র্যা ব সবাই এই কাজে সম্মিলিত নাট্যপরিষদকে সাহায্য করে। আর এই অনুষ্ঠানটি সিলেটের স্থানীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। তাই এই দিনে দেখা যায় সবাই টিভিতে মুখ দেখাতে ব্যাস্ত। বিশেষ করে সুশীল শ্রেণীর লোকরা। তো যেই কারণে এই লেখাটা, কাল রাতে দেখা গেছে সিলেটের কতিপয় সুশীল সমাজের মানুষ জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছেন। তার মাঝে আছেন, সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ, উপজেলা চেয়ারম্যান, ছাত্রদলের কতিপয় লোক, ছাত্রলীগের কতিপয় লোক। সবচেয়ে মজার কথা, উনাদেরকে বাধা দিতে গেলে উনারা আমাদেরকে উল্টো প্রশ্ন করছেন, “জুতা নিয়ে উঠবো না তো কি করবো?”

আজকে সকালে ইসলামী ছাত্র শিবির সিলেটে বিজয় মিছিল বের করেছে। ওদের শ্লোগান ছিল, “বিজয়ের এই দিনে বরকত তোমায় মনে পড়ে”, “মুক্তিযোদ্ধের চেতনা, হারিয়ে যেতে দেবনা”।

সবকিছু মিলিয়ে ব্যাপক মজা পেয়েছি। সত্যিই সেলাকুস, কি বিচিত্র এই দেশ!!!

শান্ত


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

উনাদেরকে বাধা দিতে গেলে উনারা আমাদেরকে উল্টো প্রশ্ন করছেন, “জুতা নিয়ে উঠবো না তো কি করবো?”

কারণ তারা মনে করেন জুতা খুলে উঠলে সেটা পূজার মতো হয়ে যাবে এবং তা হলে গেলে তাদের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে
(আদিপিতা মুসলিম লীগ জিন্দাবাদ। কিংবা ব্যবহারে বংশের পরিচয়)

০২

আজকে সকালে ইসলামী ছাত্র শিবির সিলেটে বিজয় মিছিল বের করেছে। ওদের শ্লোগান ছিল, “বিজয়ের এই দিনে বরকত তোমায় মনে পড়ে”, “মুক্তিযোদ্ধের চেতনা, হারিয়ে যেতে দেবনা”।

ঠিকইতো আছে
প্রথমে দল ছেড়ে অন্য দলে যোগ দিয়ে মন্ত্রীত্ব করেছে
তারপর বিরোধী দলে কোয়ালিশন করে সামনে এসেছে
তারপর নিজের দলের নাম নিয়ে অন্য দলের সাথে ভাগাভাগি করে মন্ত্রীত্ব করেছে

এখন আর পুনর্বাসন নিয়ে চিন্তা কী? পুনর্বাসন তো হয়েই গেছে
এখন খামাখা স্বাধীনাতার মতো অত বড়ো একটা সেক্টর হাতছাড়া হতে দেয়া কেন?

আর সরাসরি যেহেতু একাত্তরে গেলে নিজের কাছেই বেখাপ্পা লাগবে তাই ৫২ থেকে বরকতকে টেনে আনা
৭১ ঠোঁটস্থ হয়ে গেলে ওরা বরকতকে বাদ দিয়ে দেবে
চিন্তার কোনো কারণ নাই

তখন বলবে- আমরাই গড়েছি এ দেশ। আমরাই চালাব...

০৩
সামান্য কিছু ছোট ছোট যে বিষয়গুলো মাঝে মাঝে আমার নিজেকে নিয়ে গর্ব করতে বলে তার মধ্যে একটা হলো- সিলেটের নাট্যকর্মী

সিলেটের নাট্যকর্মীরা নাটক হারিয়ে ফেললেও এখনও ধরে রেখেছে শহীদ মিনার...

ভণ্ড_মানব এর ছবি

তখন বলবে- আমরাই গড়েছি এ দেশ। আমরাই চালাব...

লীলেন ভাই, ইতিমধ্যে বলাবলি শুরু হয়ে গেছে। লিংকটা দেখেন।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

রণদীপম বসু এর ছবি

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।
পেছনের পল্লবিত গাছটা খেয়াল করুন, যেন বাংলাদেশের একটা প্রাকৃতিক মানচিত্র !

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শান্ত [অতিথি] এর ছবি

রণ'দা, আপনার দুই মেগাপিক্সেলের কল্যাণে এই গাছটা আজকে প্রথম খেয়াল করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

“জুতা নিয়ে উঠবো না তো কি করবো?”

গলায় বেঁধে উঠতে বলে দেখতে পারেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

জুতাটা, বিশেষ ওই জায়গার খাঁজে ঢুকিয়ে উঠতে বলেন...

---নীল ভূত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।