অনুস্বার

মর্ম এর ছবি
লিখেছেন মর্ম [অতিথি] (তারিখ: বুধ, ১০/০৩/২০১০ - ১০:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মামদো ভূতে ঘুমের ঘোরে
ঘুরছে যে ঢ্যাং ঢ্যাং,
সুযোগ বুঝে ওরাং ওটাং
মারছে তারে ল্যাং!

বাঁদরগুলো রব ভুলে বেশ
করছে ঘ্যাঙর ঘ্যাঙ,
জিরাফ নাকি জল খাবেনা
চাইছে গরম ট্যাং!

ভীমরুলেরা দল বেঁধেছে,
খুলবে বিরাট গ্যাং,
চিংড়ি হঠাত্‍ গুমড়ে বলে,
"ডাকবি আমায় চ্যাং!!"

শেয়ালমামার মনটা খারাপ,
চিন্তা যে তার হ্যাং,
তাই না দেখে হুতুম প্যাঁচক
বেশ সেজেছে ঝ্যাং।

আজগুবী সব কান্ড দেখে
পটল তোলে ব্যাঙ,
ভূতের দলে নেত্য করে
টিঙটিঙে সব ঠ্যাং!!


মন্তব্য

শাফক্বাত এর ছবি

বাঁদরগুলো রব ভুলে বেশ
করছে ঘ্যাঙর ঘ্যাঙ,

বাঁদর বুঝি ঘ্যাঙর ঘ্যাং করে? সেটা তো করে ব্যাঙ!!
বানরের ডাক টাউ টাউ গোছের কিছু হবে।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

ধুসর গোধূলি এর ছবি
শাফক্বাত এর ছবি

ওহ্‌ তাইতো!! চশমার পাওয়ার চেঞ্জ করার সময় হয়ে এল মনে হচ্ছে...বয়সের দোষ!!
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

অতিথি লেখক এর ছবি

যেখানে ত আর ভ এর তফাত বুঝতে আপনিই চোখ ভোঁতা হয়ে আসে সেখানে আর খামাখা বয়সের দোষের কথা তোলা কেন?!

মর্ম

অতিথি লেখক এর ছবি

লাগছে কড়া!

মর্ম

অতিথি লেখক এর ছবি

স্বাদে ভরা?!

মর্ম

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একবারও ছন্দপতন হয়নি! দুর্দান্ত। এ-প্লাস।

অতিথি লেখক এর ছবি

আশি নাকি নব্বই?!

মর্ম

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার এখানে তিরানব্বই-এ এ+

অতিথি লেখক এর ছবি

তা'লে তো কথাই নেই!

সেই পাঁচ কিলাশে যখন ছিলাম তখন শেষবারের মত নব্বইয়ের ঘর মাড়িয়েছিলাম, তার পরে আর ওনার সাথে আমার মোলাকাত হয়েছে এমন দূর্ঘটনা মনে পড়ছেনা!

পিঠ চাপড়ে নিচ্ছি নিজেই...

এবং ধণ্যবাদ।

অতিথি লেখক এর ছবি

বিরক্তি এবং বিরক্তি।
একবারই ক্লিক করলাম, মন্তব্য দুবার কেনো এলো বুঝতে পারছিনা!

নাশতারান এর ছবি

জিরাফ নাকি জল খাবেনা
চাইছে গরম ট্যাং!

হো হো হো কলিকাল, ঘোর কলিকাল !

ছড়া খাসা হয়েছে। নিজের নামটা জানিয়ে দিলে খুশি হব।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

নামখানি মোর মর্ম
শব্দে গাঁথি বর্ম।

বটেই তো...ঘোর কলিকাল!

অতিথি লেখক এর ছবি

মজারু!
আধো ঘুম থেকে জেগে ধুম করে লিখে পোষ্ট করেছিলুম,
তাড়া করে সাড়া পেয়েছে দেখছি!

মর্ম

রিখি এর ছবি

মর্মের মর্মরে রিখির মন্তব্যের রেখাপাত...

অতিথি লেখক এর ছবি

কি ফেলে কী শিখি!
এটুকুই লিখি,
ধণ্যবাদ,রিখি!

মর্ম

জি.এম.তানিম এর ছবি

এই রে! আপনার লেখা পড়ে আবারও ননসেন্স লিখতে ইচ্ছে করছে।

দারুণ হয়েছে। চলুক মর্মস্পর্শী খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ননসেন্সই এখন সেন্সে থাকার মণ্ত্র যোগায় যদি..!
লিখুন,পড়ি।

মর্ম

রাহিন হায়দার এর ছবি

ভাল্লাগ্লো।
ক'দিন আগের একটা সচল বিতর্কের কথা মনে পড়ে গেল। দেঁতো হাসি
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অতিথি লেখক এর ছবি

এমনি বলা ভালো?!
আলো চাই,আলো..!

একটু কাশুন,
সঙ্গে হাসুন!

মর্ম

স্নিগ্ধা এর ছবি

মজার একটা ছড়া! খুব ভালো হাসি

অতিথি লেখক এর ছবি

বেশ তো,তবে
ছড়ার শিখা জ্বালো!

মর্ম

মামদো ভূত এর ছবি

ফাউল ছড়া।আমি ঢ্যাং ঢ্যাং ঘুরছি না।মিছা কতা।

অতিথি লেখক এর ছবি

আহা, আগেই না করেন কেন?!
ঘুমের ঘোরে কী করেছেন তা কি আর আপনার মনে আছে?!

মর্ম

সমুদ্র এর ছবি

মজা পেলুম!
খাসা হয়েছে হাসি

"Life happens while we are busy planning it"

অতিথি লেখক এর ছবি

কথাথানি মন আপনার করে লয়েছে!
ধণ্যবাদ।

মর্ম

সুমন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

জেনে মনে (সুমন্ + দ) হাওয়া বইছে...

মর্ম

সাফি এর ছবি

সুকুমারকে মনে করিয়ে দিলেন যে হাসি

অতিথি লেখক এর ছবি

ছড়ায় তিনিই গুরু,
হয়ত তাঁরি করে
ননসেন্সের শুরু!

ছড়ার ছররায় বিঁধে সুকুমারকে না মনে করা আদৌ সম্ভব?!

মর্ম

সাফি এর ছবি

সুকুমারকে মনে করিয়ে দিলেন যে হাসি

বইখাতা এর ছবি

দারুণ মজার ছড়া !

অতিথি লেখক এর ছবি

কমেন্টে সুখ ভরা!

মর্ম

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

তৃপ্ত প্রাণে ভাসছে ধ্বনি,
আহ্!!

মর্ম

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ ছড়া। খুব মজা লাগলো পড়ে হাসি

অতিথি লেখক এর ছবি

মন হলো ফুরফুরে।
ধণ্যবাদ!

মর্ম

স্পার্টাকাস এর ছবি

বাউরে, ছড়ার দেখি ছড়াছড়ি লাগায় দিছে!
মর্মকে চলুক

--------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

অতিথি লেখক এর ছবি

ছড়ায় কথার ছড়াছড়ি
ভালোই লাগে বরাবরি!

মর্ম

তাহসিন আহমেদ গালিব এর ছবি

হা হা হা!
ছড়ায় কথার ছড়াছড়ি
ভালোই লাগে বরাবরি!

অতিথি লেখক এর ছবি

হিহ্ হি!

শ্রেয়ার একটা গান আছে-
"আমি নীরব হয়ে রইলাম
ভাষা পাইনি খুঁজে তাই..."

মর্ম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লাগলো ভালই, বেশ
ছন্দে দিলুম ঠেস,
এমনতরো খেলার বুঝি-
নেইকো কোনও শেষ! হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।