ভালোবেসে, অতঃপর -

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২০/০৭/২০১০ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদা একজন ক্যাকটাসকে ভালোবেসে -
ভালোবাসায় সে হয়েছিল ডুবন্ত।

তারপর থেকে তার একচক্ষু মাতালের,
আর একচক্ষু অন্ধের।
এইরকম দু’চোখে দেখে
পরম মমতায় সে জড়িয়ে ধরেছিল -
ক্যাকটাসকে

সেই থেকে তার হৃদয় হয়েছে রক্তাক্ত বারবার।
রক্তাক্ত হতে হতে
জীবনের সব উত্তপ্ত লোহিত ভালোবাসা, আবেগ
গেছে ঝরে দেহ থেকে।

ভালোবাসায় ডুবন্ত সেই মানুষ
প্রেম হারিয়ে লাশ হয়ে ওঠে ভেসে।

আহা! আজ সে যতটুকু মৃত, নিরব, হিমশীতল -
অথবা রক্তহীন, ফ্যাকাশে
তার পুরোটা কৃতিত্বই তোমার।
হে ক্যাকটাস, তোমাকে তাই অভিনন্দন!

তামান্না কাজী

ইমেইল অ্যাড্ড্রেস প্রকাশ না করার জন্য অনুরোধ করছি


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কবিতাটা খুব ভাল্লাগলো। আপনার আরো কবিতা পড়তে চাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। নিয়মিত তো লিখতেই চাই, কাজের চাপে তা আর নিয়মিত হয়ে ওঠেনা।

।।তামান্না কাজী।।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

খুব ভাল লাগল কবিতা।

অতিথি লেখক এর ছবি

কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আমার লেখা সার্থক।

।।তামান্না কাজী।।

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল বেশ।

অনন্ত

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

।।তামান্না কাজী।।

সচল জাহিদ এর ছবি

কবিতা পড়া হয় খুব কম কারণ বুঝিনা। এটা বুঝলাম আর সেই সাথে ভালও লাগল।

পূনশ্চঃ পান্ডব পত্মীর সচলে আগমন নিয়মিত হোক।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অতিথি লেখক এর ছবি

যে সব কবিতা বুঝতে পারেন বা ভালো লাগে সেগুলো পড়ুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আমার কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

পুনশ্চঃ খাইছে

।।তামান্না কাজী।।

স্নিগ্ধা এর ছবি

তামান্না কাজী - সচলায়তনে স্বাগতম!

এক মন্তব্যে দেখলাম কাজের চাপে নিয়মিত লিখতে পারেন না বলেছেন - এই বিষয়ে আমার একটা সৎপরামর্শ আছে। আপনার স্বামী কে জানি না, কিন্তু আমার মতে এখন থেকে সংসার+চাকরি+বাচ্চা বড় করা+বাচ্চার হোমওয়ার্ক করানো+বাজার হাট+অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়া+পুরোনো খবরের কাগজ বিক্রি করা+ কাপড় কাচা+চাল বাছা+ ...... এবং এরকম আরও যা যা আছে, সব দায়িত্ব সুন্দরভাবে তেনার ওপর অর্পণ করে (অথবা নাহয় উপহার হিসেবেই দিয়ে দিয়ে), আমাদের জন্য নিয়মিত কবিতা লিখতে থাকাই আপনার উচিত হবে! এই বিষয়ে সেই ভদ্রলোক কোনরকম অসহযোগিতা করলে, এমনকি একটু ট্যাঁ ফোঁ করলেও আমাদের শুধু একবার জানাবেন! হে হে - ক্যাকটাস ট্রিটমেন্ট প্রেম ফ্রেম ছাড়াও কিন্তু বেশ কার্যকর হতে পারে, মানে একদম আক্ষরিক অর্থেই যদি প্রয়োগ করা যায় আর কি দেঁতো হাসি

ফাজলামি বাদ দিয়ে বলি - অচিরেই আরও কবিতা আসুক ......

অতিথি লেখক এর ছবি

এই আটাশ তারিখে আমার সামার ভ্যাকেশন শেষ হতে যাচ্ছে। বিশ্বাস করুন, এই ছুটিতে আপনার বলা কাজগুলোই করেছি। এমনকি আজ এই রাত দেড়টা পর্যন্ত ওগুলো করেই সচলে বসলাম।

কবিতা পড়েছেন, মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ।

।।তামান্না কাজী।।

সাইফ তাহসিন এর ছবি

স্নিগ্ধাপুর মন্তব্যে লাইক! সেই জুলাই মাসের পর তো আপনাকে দেখেছি বলে মনে পড়তেছে না। বাসার কামগুলান 'উনারে' ধরায়া সচলে আসেন, ২-৩টা গদ্য পদ্য লিখেন। পদ্য রচয়িতাদের গদ্যের হাত অসাধারণ হয়, তাই আপনার কাছ থেকে লেখা পড়বার আসায় রইলাম! কবিতা বুঝি না, তাই পড়িনা, লিংক পাইলাম দেইখা পড়লাম!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

পল্লব এর ছবি

কবিতা বুঝি না বলে এড়ায়ে চলি। কেন জানি এইটায় ঢুকে দেখি ভালই লাগল। আরও লেখেন, আমার কবিতা পড়া হয় তাইলে দেঁতো হাসি

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

রণদীপম বসু এর ছবি

বাহ্ ! চমৎকার কবিতা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনন্দী কল্যাণ এর ছবি

নিয়মিত আপনার লেখা চাই, চাইই হাসি

এক লহমা এর ছবি

আরো কবিতার জন্য আকাঙ্ক্ষা-জাগানিয়া।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আকাঙ্খা আর মিটলো কই!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।