ইন্টারনেট

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৪/১২/২০১০ - ২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারনেট

ছিপ নিয়ে মাছ ধরতে বসি অবসন্ন পুকুরটাতে
এক হাতে এক ধেড়ে ইঁদুর, প্রিয়ার শাড়ি অন্যহাতে।
জল ঘুলিয়ে নোংরা করি অন্ধকারে পৌষমাসে,
পুকুরজলে হাজার হাজার মরা ইঁদুর খেলতে আসে।
শাড়ির ছলে জাল ফেলি রোজ, ছিপের চেয়ে জালই ভালো,
নরম নরম মাছ পড়েছে, নরম নরম চাঁদের আলো।
মাছের পেটে মরা ইঁদুর,জলে আঁধার --- শ্যাওলা ভাসে,
জংলা বুনো লতাপাতা আড়চোখে চায় --- মুচকি হাসে।
অন্ধকার হাঁ করে আর গিলতে চায় পিছন থেকে,
একলা মরা মাছের ঝুড়ি সামলে রাখি শাড়ি ঢেকে।
অন্ধকারের হাত হয়েছে, সে দমবন্ধ বাড়ায় হাত,
আমিও ঝাঁপাই ইঁদুরজলে --- ডুব ডুব ডুব কিস্তিমাত।
আমিও এখন মরা ইঁদুর, তুমিও দেখি সাঁতার জানো!!
মরা চাঁদের চোখের থেকে মরা ইঁদুর আগুন আনো...
ছিপ ঝুলছে, জাল নামছে, বঁড়শি প্রতি পুকুরঘাটে,
তোমার আমার জীবন তবু অগাধ জলে সাঁতার কাটে।
ছিপ নিয়ে মাছ ধরতে বসি গন্ধমাদন পুকুরটাতে,
বঁড়শি গিলি, মিথ্যে বলি, বঁড়শি গিলি মনভোলাতে।
ছিপ নিয়ে মাছ ধরতে বসি অন্ধকারে পুকুরটাতে,
গোটাতিনেক ইঁদুর পেলেও রান্নাটা আজ জমবে রাতে।

সৌরভ দে


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লাগলো কবিতা।

অতিথি লেখক এর ছবি

সেইরকম ইঁদুরপনা দেহি!!!!!!!!!!

-অতীত

কৌস্তুভ এর ছবি

ভালো, ভালো। সচলে প্রথম কবিতা? স্বাগতম তাহলে।

সৌরভ দে [অতিথি] এর ছবি

ধন্যবাদ কৌস্তুভ। ঠিক ধরেছেন। এটা সচলে আমার প্রথম কবিতা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

aunonto এর ছবি

ভাল লাগলো কবিতাটি।

অতিথি লেখক এর ছবি

চলুক
---- মনজুর এলাহী ----

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৌরভ দে [অতিথি] এর ছবি

সচলায়তনে এট আমার প্রথম লেখা। আপনাদের লেখা ভাল লেগেছে দেখে আমিও খুব খুশী। আশা করি মাঝে মাঝে আপনাদেরও খুশী করতে পারবো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।